Header Ads

ভা’ র্জিন ছেলেকে বিয়ে করবো। Apu Biswash

 

Apu

        চ্যানেল এম নিউজ ডেস্ক:- আমরা সবাই অপু বিশ্বাসের কথা কম বেশি জানি। ২০০৮ সালে গোপনে বিয়ে করে দির্ঘ্য ৮ বছর গোপন রেখেছিলেন। তার পর তাদের একটা ফুটফুটে বাচ্চা হওয়ার কারণে সেই গোপন কথা আর গোপন থাকে না। সাকিব খানের সাথে অনেক বোঝাপড়া করেও তাকে আটকাতে পারেন নি। তাদের দুঃখজনক বিচ্ছেদও আমরা সবাই জানি।

        হঠাৎ তার ছেলে জয় কে নিয়ে মিডিয়ার সামনে আশাতে সব কিছু ফাঁস হয়ে যায়। এখন বাংলাদেশের সকল সিনেমা পাগল সহ প্রায় সবায় জানে উনি এখন সিঙ্গেল মাদার। তবে অনেক দিন হয়ে গেলো এখনো তিনি বিয়ে করেন নি। কেন বিয়ে করেন নি এটা নিয়েও দর্শকদের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাই তাদের জানার ভিষণ আগ্রহ তিনি বিয়ে করছেন কবে।

        কিছুদিন আগে তিনি একটা অনুষ্ঠানে আগামীতে কি করবেন তা নিয়ে হালকা পাতলা আলোচনা করেছেন। তিনি বলেছেন আগামীতে আমার অনেক পরিকল্পনা আছে। আমি দুটি জিবনকেই প্রাধান্য দিচ্ছি নিজের জীবন ও প্রফেশনাল জীবন। তবে আর নিজের জীবন নিয়ে এতো তর্ক বিতর্কএ জড়াবো না। আামার নিজেকে নিয়ে আরো কিছু পরিকল্পনা আছে। তা পরিপুর্ণ হওয়ার পর এগুবো।

        সেই অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হয় তিনি বিয়ে করছেন কবে ? এ প্রশ্নে তিনি সুন্দর একটি উত্তর দেন তা হলো আমার বিয়ের জন্য আমার পরিবার আছে এবেপারে আমায় তারা যা বলবে আমি তাই করবো। তবে যার পরিবার আছে বা বাচ্চা আছে এমন ছেলেকে আমি পছন্দের তালিকাতেই রাখবো না। বিয়ে করলে অবশ্যই অবিবাহিত ছেলেকেই বিয়ে করবো। একথা আমার পরিবারকে আমি বলে দিয়েছি।

        তবে এর আগে মিডিয়াকে তিনি বলেছিলের বিয়ের বেপারে আমার পরিবার আলোচনা করছে। আমার সামনে তারা বলে না। গোপনে তারা ভাবছে। আমাকে বললে আমি ডাইরেক্ট না বলে দেই। কিছুদিন আগে দেবাশিষ বিশ্বাসের একটি ছবির শুটিং এর কাজ শেষ, এখন মুক্তির অপেক্ষায় আছে। নায়ক হিসেবে থাকছেন বাপ্পি চৌধুরী। এছাড়ার কলকাতার একটা সিনেমায় তিনি অভিনয় করছেন। সিনেমাটি লিখেছেন নচিকেতা। পরিচালক সুবীর মন্ডল। তার নায়ক হিসেবে আছেন পরমব্রত চ্যাটার্জী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.