Header Ads

Bajaj | Pulser | চলুন জেনে নেই বাজাজের সকল মডেল বাইকের মূল্য।

 

Bajaj

চ্যানেল এম নিউজ ডেস্ক- ১. বাজাজ প্লাটিনা ১০০ সিসি :- ১০০ সিসির এই বাইকটি সবচেয়ে জনপ্রিয় একটি বাইক। এই বাইকটি বাংলাদেশের সকল বাজাজ শোরুম অথবা ডিলার পয়েন্টে পাবেন। এই বাইকটির ৩টি কালার আছে একটি হচ্ছে লাল কালার ও একটি হচ্ছে নীল কালার এবং আর একটি কালো কালার। এই বাইকটি বর্তমান মূল্য ৯৪ হাজার ৯ শত টাকা। এই বাইক থেকে আপনারা টপ মাইলেজ সিটিতে এবং হাইওয়েতে পাবেন ৭০ কি:মি: প্লাস। যা অন্যান্য মডেল থেকে অনেক বেশি।

২. ডিসকভার ১০০ সিসি:- ১০০ সিসির এই বাইকটিও ভীষণ জনপ্রিয় একটি বাইক। এই বাজাজ ডিসকভার ১০০ সিসির বাইকটির বর্তমান মূল্য হচ্ছে ১ লক্ষ ২৬ হাজার টাকা।

৩. ডিসকভার ১১০ সিসি:- এই বাইকটির ডিজাইন খুব সুন্দর । এটি এচ্ছে ডিসভেক ভার্ষণ । এই বাইকে একটি বিশেষ আপডেট করেছে তা হলো এই বাইকটিতে সিভিএস ব্রেক দেওয়া হয়েছে। যেটাকে এন্টি ইস্টেপ ব্রেকিং সিস্টেম বলা হয়। যেটিতে ৬০ এবং ৪০ এ ব্রেক হবে। এই মডেল বাইকের বর্তমান বাজার মূল্য ১ লক্ষ ১৬ হাজার ৫ শত টাকা।

৪. ডিসকভার ১২৫ সিসি:- এটিও একটি জনপ্রিয় মডেল। এই মডেলের সকল কালার পছন্দনীয়। এর সবকটি কালার সকল শো রুমে পাবেন। এই বাইকেরও সিভিএস ব্রেক দেওয়া হয়েছে। যেটাকে এন্টি ইস্টেপ ব্রেকিং সিস্টেম বলা হয়। যেটিতে ৬০ এবং ৪০ এ ব্রেক হবে। এই বাইকটির বর্তমান মূল্য ১ লক্ষ ২৮ হাজার ৯ শত টাকা। যারা মূলত ১২৫ সিসির বাইক নিতে চাচ্ছেন তারা এই মডেলের ১২৫ সিসি বাইকটি নিতে পারেন। এই বাইকে মাইলেজ বেশ ভাল। ৫৫ কি: মি: পাওয়া যায়। যা অন্যান্য ১২৫ সিসি বাইকের তুলনায় অনেক ভাল।

৫. বাজাজ পালসার নিওন ১৫০ সিসি:- এই বাইকটি নতুন মডেল । আপনারা এই বাইকটির সম্পরকে সবাই পরিচিত। এই বাইকটি বর্তমান মূল্য ১ লক্ষ ৫৪ হাজার ৯ শত টাকা। আপনারা যারা ১৫০ সিসি এবং কম বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন তারা এই বাইক টি নিতে পারেন। এই বাইকটিতে কিক এবং সেল্ফ ২ টিই পেয়ে যাবেন। এই বাইক থেকে আপনারা টপ মাইলেজ সিটিতে এবং হাইওয়েতে পাবেন ৪৫ কি:মি:।

৬. বাজাজ পালসার পাগলু ফোর ১৫০ সিসি :- এটি বাজাজের ১৫০ সিসি, সবচেয়ে জনপ্রিয় একটি বাইক। সবচেয়ে বিগ সেল্সের বাইক এটি। এটির ‍তিনটি কালার পাওয়া যায় কালো, লাল এবং নীল। তার মধ্যে সবার পছন্দ হচ্ছে কালো কালার। এই মডেলের দুই ধরণের হয়ে থাকে একটি হলো সিঙ্গেল ডিক্স ও আর একটি হলো ডাবল ডিক্স। সিঙ্গেল ডিক্সের বর্তমান মূল্য ১ লক্ষ ৬৭ হাজার ৯ শত টাকা। আর ডাবল ডিক্সের মূল্য হলো ১ লক্ষ ৭৭ হাজার ৯ শত টাকা। এটার টপ স্পিড ১২০ প্লাস উঠানো যায়। এই বাইক থেকে আপনারা টপ মাইলেজ সিটিতে এবং হাইওয়েতে পাবেন ৪৫ কি:মি:। এই মডেলটি স্ট্যান্ডার্ট ক্যটাগরির একটি বাইক। এটি দেখতেও ভীষণ সুন্দর চালাতেও খুব মজার একটি বাইক।

৭. বাজাজ পালসার এনএস ১৬০ সি সি :- এই মডেলের বাইক সম্বন্ধে আপনারা সকলেই পরিচিত এই বাইকটির মাইলেজ সিটিতে এবং হাইওয়েতে পাবেন ৩৫ থেকে ৪০ কি:মি:। এই বাইকটির তিনটি ভেরিয়েন্ট আছে তা হচ্ছে সিঙ্গেল ডিক্স, ডাবল ডিক্স এবং ডাবল ডিক্স এবিএস এর পাশাপাশি এর একটি আছে সেটা হচ্ছে টুইন ডিক্স এফআইআর এবিএস । এর ডাবল ডিক্স এন এস এর বর্তমান মূল্য ১ লক্ষ ৯২ হাজার ৯ শত টাকা এবং টুইন ডিক্স এবিএস টির মূল্য ১ লক্ষ ৯৯ হাজার ৯ শত টাকা। আর টুইন ডিক্স এফআইআর এবিএস এর দাম ২ লক্ষ ৫৪ হাজার ৯ শত টাকা।

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.