Honda | Bike All Model Price in Bangladesh | হোন্ডা সকল মডেল বাইকের মূল্য ।
চ্যানেল এম নিউজ ডেস্ক :- বহুল প্রত্যাশিত হোন্ডা ব্রেন্ড এর বাইকের দাম নিয়ে আজ আলোচনা করবো। আমরা আগে থেকেই হোন্ডা বাইক নিয়ে কম বেশি সবাই জানি। হোন্ডা তো হোন্ডাই, হোন্ডার কোন তুলনা হয় না। চলুন বেশি বক বক না করে মেইন আলোচনায় চলে যাই।
হোন্ডা সিবি হরনেট ১৬০ সিসি :- এই বাইকটির ব্রেকিং সিস্টেম হচ্ছে সিবিএস ব্রেকিং সিস্টেম। বাইকটির বর্তমান মূল্য ১ লক্ষ ৮৯ হাজার ৯০০ টাকা। বাইকটি দেখতে খুব সুন্দর । এবং ইঞ্জিন এর সাউন্ড বেশ ভাল, খুব স্মুত লাগে। এই বাইকের টপ মাইলেজ সিটিতে এবং হাইওয়েতে ৪০ থেকে ৪৫ কি:মি: পাওয়া যায় প্রতি লিটার তেলে। টপ স্পিড পাওয়া যাবে প্রতি ঘন্টায় ১৩০ কি:মি:।
হোন্ড এক্সপ্লেড বাইক ১৬০ সিসি :- এই বাইকটি অসাধারণ দেখতে। এবং বাংলাদেশে বেশ ভাল বিক্রিত একটি বাইক এটি। এই বাইকটির বর্তমান মূল্য ১ লক্ষ ৭২ হাজার ৯০০ টাকা। এর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই মাইলেজটা খুব ভাল। কম্পানি ক্লেম করে ৬০ থেকে ৬৫ কি:মি: পার লিটার। তবে যায় ৫০ থেকে ৫৫ কি: মি: । ১৬০ সিসি বাইকে এটাই অনেক যা অন্য কোন বাইকে পাওয়া যায় না।
হোন্ড সিবি শেন এসপি ১২৫ সিসি:- এই বাইকটির বর্তমান মূল্য ১ লক্ষ ২৬ হাজার ৯০০ টাকা। এই বাইকের টপ মাইলেজ সিটিতে এবং হাইওয়েতে ৫৫ থেকে ৬০ কি:মি: পাওয়া যাবে প্রতি লিটার তেলে। টপ স্পিড পাওয়া যাবে প্রতি ঘন্টায় ১০০ কি:মি:। বাইকটির তিনটি কালার এভোলেবল আছে।
হোন্ডা লিভো ১১০ সিসি:- এই বাইক কে আমরা বলে থাকি ১১০ সিসির রাজা। এই বাইকটির লুক যেমন সুন্দর চালায়েও খুব মজা। বাইকটির সামনে ডিক্স ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক। বাইকটির বর্তমান মূল্য ১ লক্ষ ১৬ হাজার টাকা। আর এই মডেলের ডিক্স ব্রেক ছাড়া বর্তমান মূল্য ১ লক্ষ ৭ হাজার টাকা। কম্পানি ক্লেম করে ৭৪ কি:মি: পার লিটারে যাবে। তবে যায় ৫৫ থেকে ৬০ কি: মি: প্রতি লিটারে।
হোন্ডা ড্রিম নিও বাইক ১১০ সিসি :- ১১০ সিসির মধ্যে এই বাইকটি কম দামের মধ্যে আধারণ একটি বাইক। এই বাইকের টপ মাইলেজ সিটিতে এবং হাইওয়েতে ৫৫ থেকে ৬০ কি:মি: পাওয়া যাবে প্রতি লিটার তেলে। টপ স্পিড ৯০ থেকে ৯০ কি:মি: । এটি ড্রাম ব্রেক। ডিক্স ব্রেক বাইক বর্তমানে বাংলাদেশে নাই।
কোন মন্তব্য নেই