Top 5 Mobile | Under 10,000/- TK | কম দামে সেরা ৫ টি স্মার্টফোন।

চ্যানেল এম নিউজ ডেস্ক :- আজ আপনাদের সাথে আলোচনা করবো মাত্র ৪ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে সবচেয়ে ভাল স্মার্টফোন সম্পর্কে ।
১. রিয়েলমি সি টু এস :- যদি আপনার বাজেট ৪ হাজার টাকা হয়ে থাকে তাহলে এই ফোনটি আপনি নিতে পারেন। এই ফোনটি সবচেয়ে ভালো হচ্ছে ৬.১ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। মিডিয়াটিক হিলিয়াম পি২২ প্রসেসর ট্রিপল ক্যামেরা, ৪০০০ এম্পিয়ার ব্যাটারি। এই মোবাইল টি কম দামের মধ্যে খুব ভাল কন্ফিগারেসনে নিতে পারবেন। এবং পাবজির মত গেম কম রেজিলেসনে খুব সুন্দর খেলতে পারবেন। পিছনে থাকছে ১৩ এবং ২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। এবং সামনে থাকছে ১৩ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ৪০০০ এম্পিয়ার ব্যাটারি থেকে প্রায় ২ দিন ব্যাটারি বেকাপ পেয়ে যাবেন অনায়সে। এত অল্প মূল্যে এতো ভাল একটি মোবাইল আমার মনে হয় আর নেই।
২. নকিয়া সি ওয়ান :- আপনার বাজেট যদি মাত্র ৫০০০/- টাকা হয়ে থাকে তাহলে এই অসাধারণ ফোনটি আপনি কিনতে পারেন। ফোনটিতে থাকছে ৫.৪ ইঞ্চির একটি আই পি এস, এলসিডি ডিসপ্লে। ১.৩ গিগাহাট্সের অক্টাকোর প্রসেসর । পিছনে এবং সামনে অর্থাৎ দুই পাসেই থাকছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটিতে থাকছে ২৫০০ মিলি এম্পিয়ার ব্যাটারি। যা একদিন অনায়াসে চলে যাবে। আমার মনে হয় কোয়ালিটির দিক থেকে খুব ভাল একটি ফোন এটি। আপনি নিঃস্বন্দেহে নিতে পারেন।
৩ নকিয়া ওয়ান প্লাস :- ৭০০০/- টাকা যদি আপনার বাজেট হয়ে থাকে। তাহলে এই ফোনটি আপনি নিতে পারেন। ফোনটিতে থাকছে ৫.৪ ইঞ্চির একটি আই পি এস, এলসিডি ডিসপ্লে। এতে থাকছে মিডিয়াটেকের একটি অক্টাকোর প্রসেসর।
৪. সিম্ফোনি জেড ১২ :- ৮০০০/- টাকার মধ্যে এই মোবাইল আপনার জন্য অসাধারণ হতে পারে। ফোনটিতে থাকছে ৬ ইঞ্চির একটি আই পি এস, এলসিডি ডিসপ্লে। তিনটি ক্যামেরা । ৩৫০০ মিলিএম্পিয়ারের ব্যাটারি। যা ২ দিন ব্যাকাপ দিবে আপনাকে। এবং ১.৬ গিগাহাট্সের একটি অক্টাকোর প্রসেসর। এছাড়াও মোবাইলটিতে আপনি পাচ্ছেন ফিজিকাল ফিঙ্গার প্রিন্ট সিস্টেম, ফেস আনলক । দুয়েল ৪জি সাপোর্ট । যে কারণে এই বাজেটের মধ্যে আমার মতে সেরা ফোন এটি।
৫. রিয়েলমি সি টু :- যদি আপনার বাজেট ৯ হাজার টাকা হয়ে থাকে তাহলে আমার মনে হয় এই ফোনটি আপনি নিতে পারেন। ফোনটিতে থাকছে ৬.১ ইঞ্চির একটি অটাটোক নোজ যুক্ত ডিসপ্লে। মিডিয়াটেক হিলিওপি ২২ এর মত শক্তিশালী প্রসেসর এবং ত্রিপল ক্যামেরা। দুদিন বেকাপের জন্য ৪০০০ মিলিএম্পিয়ারের মেসিভ ব্যাটারি।
পাঁচটি মোবাইলের রিভিউ দিলাম তারপরেও আমার মনে হয়েছে আর একটি মোবাইলের কথা না বলেলই নয় তাই আর একটি মোবাইল নিয়ে আমি আলোচনা করছি।
শাওমি রেডমি ওয়াই ৩ :- ১০০০০/- টাকার মধ্যে এটি একটি দারুণ মোবাইল। ফোনটিতে থাকছে ৬.২ ইঞ্চির একটি আই পি এস, এলসিডি ডিসপ্লে। যাকে প্রটেকশান দিচ্ছে কোডিং গরিলা গ্লাস ৫ , সেই সাথে থাকছে কোয়ালকোম এর স্ন্যাপ ড্রাগন ৬৩২ এর মত শক্তিশালী প্রসেসর। পেছনে থাকছে দুটি ক্যামেরা এবং সেলফিতে থাকছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। সেই সাথে থাকছে ৪০০০ মিলিএম্পিয়ারের মেসিভ ব্যাটারি। ডিজাইন, পারফমেন্স, ক্যামেরা, ব্যাটারি সবকিছু দেখে এই মোবাইল আমার কাছে অসাধারণ লেগেছে। নিঃশ্বন্দেহে নিতে পারেন এই ফোন টি।
কোন মন্তব্য নেই