Header Ads

Suzuki | Bike Al Model Price in Bangladesh | সুজুকি সকল মডেল বাইকের মূল্য।

Suzuki

চ্যানেল এম নিউজ ডেস্ক :- আজ আপনাদের সবচেয়ে ফ্যাশানেবল বাইক সুজুকির বর্তমান মূল্য বেপারে আপনাদের সামনে আলোচনা করবো। এই ব্র্যান্ডের বাইক সবই প্রায় সুন্দর সুন্দর ডিজাইনের। আর রাস্তা দিয়ে যখন চলে তখন তাকিয়ে থাকতে ইচ্ছে করে। যাই হোক চলুন আমরা সকল মডেল বাইকের মূল্যটা জেনে আসি।

সুজুকি হায়াটি বাইক ১১০ সিসি:- এই বাইকটি সুজুকির সবচেয়ে কম রেটের একটি বাইক। দেখতে ভীষণ সুন্দর । এই বাইক ৩ টি কালার রয়েছে। এনালক মিটার। সেল্ফ, কিক দুটিই আছে। ড্রাম ব্রেক সিস্টেম। বাইকটির মাইলেজ ৬০ থেকে ৬৫ কি:মি: পার ঘন্টায়। বাইকটির বর্তমান মূল্য ৮৯ হাজার ৯৫০ টাকা। ফুয়েল ট্যাংক ১০.৫ লিটার। বাইকটির ওজন ১১৪ কেজি।

সুজুকি হায়াটি ইপি ১১০ সিসি:- এটি হায়াটি থেকে একটু আপডেড করেছে। এটির দুটি চাকায় টিউবলেছ। এটাতেউ এনালক মিটার। এবং ড্রাম ব্রেক। সেল্ফ, কিক দুটিই আছে। বাইকটির মাইলেজ ৭০ থেকে ৭৫ কি:মি: পার ঘন্টায়। এই বাইকটির প্রাইজ ছিল ১ লক্ষ ৯ হাজার ৯৫০ টাকা। তবে এখন ডিসকাউন মূল্য হয়েছে ৯৯ হাজার ৯৫০ টাকা। এবং এছাড়াও এই বাইকটি কিনলে পাচ্ছেন একটি আকর্শনীয় সুজুকির হেলমেট।

সুজুকি জিএসএক্স বাইক ১২৫ সিসি :- এই বাইকটির চাকা টিউবলেস টায়ার । সামনে ডিক্স ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক। এই বাইকটি শুধু সেল্ফ এর মাধ্যমে স্টার্ট করতে পারবেন। কোন কিক সিস্টেম নাই। বাইকটির মাইলেজ ৫৫ থেকে ৬০ কি:মি: পার ঘন্টায়। বাইকটির বর্তমান মূল্য ১ লক্ষ ৩৪ হাজার ৯৫০ টাকা।

সুজুকি ইগনেটর এফআইএবিএস বাইক ১৫০ সিসি:- বাইকটি ডাবল ডিক্সের। সামনের টি এবিএস ডিক্স ব্রেক। ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য একটি রেগুলেটর রয়েছে। বাইকটি কিক সিস্টেম ও সেল্ফ সিস্টেম দুই সিস্টেমেই স্টার্ট করতে পারবেন। বাইকটির ডিজিটাল মিটার। ফুয়েল ট্যাংক ১১ লিটার। এই বাইকটির ওজন ১৪৮ কেজি।  বাইকটির মাইলেজ ৪০ থেকে ৪৫ কি:মি: পার ঘন্টায়। এই বাইকটির বর্তমান মূল্য ২ লক্ষ ৯৯ হাজার ৯৫০ টাকা।

সুজুকি সামুরা ১৫০ সিসি :- এই মডেলটি সুজুকির লাস্ট মডেল বাইক। সামনে শুধু ডিক্স ব্রেক। এই বাইকটিতে ১৫০ সিসি হিসেবে যেমন মডেল করা উচিৎ ছিল তেমন মডেল করে নি। বাইকটির মাইলেজ ৫০ থেকে ৫৫ কি:মি: পার ঘন্টায়। এই বাইকটির বর্তমান মূল্য ১ লক্ষ ৪৯ হাজার ৯৫০ টাকা।

সুজুকি ব্যানডিট ১৫০ সিসি :- বাইকটি ডাবল ডিক্সের। সেল্ফ, কিক দুটিই আছে। ফুয়েল ট্যাংক ১২  লিটার।বাইকটির মাইলেজ ৫০ থেকে ৫৫ কি:মি: পার ঘন্টায়। এই বাইকটির বর্তমান মূল্য ৩ লক্ষ ২৯ হাজার ৯৫০ টাকা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.