কেন রূপচর্চায় ব্যাস্ত সাকিব, তাসকিন, রুবেলরা। জানুন বিস্তারিত।

চ্যানেল এম নিউজ ডেস্ক:- এই ডিজিটাল যুগে সব কিছুই পাল্টে গেছে । এখন শুধু মেয়েরাই পার্লারে যায় না। ছেলেদের জন্যও তৈরী হয়েছে সুন্দর সুন্দর পার্লার। সেখানে ছেলেরা এখন চুল থেকে শুরু করে সব কিছুর ডিজাইন করছে।
সারা বিশ্বের কোটি কোটি মানুষ যাদের খেলা এক নজর দেখার জন্য অধির অপেক্ষায় বসে থাকে। তারা যদি নিজেদের সুন্দর্য চর্চা না করে তাহলে কেমন হয়। সে জন্য তারা নিজেদের সুন্দর্য চর্চা নিয়ে ব্যস্ত।
অনেক দিন বসে থাকার পর বঙ্গবন্ধু টি টুইন্টি কাপের জেমকন খুলনা দলে যোগ দিয়েছেন আমাদের বিশ্ব সেরা অলরাউন্ডার আমাদের সকলে প্রিয় খেলোয়ার। তবে কিছুদিন আগে একটা সমালোচনার মুখেও পরেছিলেন তিনি। পরে তা ক্ষমা চেয়ে আবার সবার মনে যায়গা করে নিয়েছেন তিনি। সে হচ্ছেন সাকিব আল হাসান। তার দলের হয়ে যারা খেলছেন তারা হলো তাসকিন, আহমেদ-ইমরুল কায়সারাও। গত সোমবার অর্থাৎ ডিসেম্বরের ৭ তারিখে কোনো প্রকার খেলা না থাকায় তারা এই ডিসিশন নিয়েছিলেন। যে কি করা যায় হঠাৎ সিদ্ধান্ত নিলেন যে রূপ চর্চা করলে মন্দ হয় না। তাই সবাই রূপ চর্চায় মেতে উঠলেন সবাই। চলে গেলেন সুইমিংপুলের পাশে সানবাথে।
এই ছবি গুলো আপলোড করেছেন তাসকিনের নিজের ভেরিফাইড একটি ফেসবুক পেজে। সেই ছবিতে স্পস্ট দেখা যাচ্ছে তাদের মুখে ভারী সানব্লক লাগানো হয়েছে। কেউ কেউ আবার চারকোল প্যাক লাগিয়েছেন। কয়লা আর আঠা দিয়ে তৈরী হয় চারকোল প্যাক। ময়লা ও মরা চামড়া দূর করে ত্বকের ভিতর থেকে।
শীত পড়েছে। তকের যত্ন না নিলে চলেই না। তাই আমাদেরও সকলের ত্বকের যত্ন নেওয়া উচিৎ।

কোন মন্তব্য নেই