Header Ads

HP Laptop Price In Bangladesh | সকল মডেলের বর্তমান মূল্য।

HP

চ্যানেল এম নিউজ ডেস্ক :- আজ আপনাদের এইস পি ল্যাপটপের সকল মডেলের বর্তমান মূল্য নিয়ে আলোচনা করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করি।

১. মডেল- HP DA0405TU :- এই ল্যাপটপটি কম দামের মধ্যে খুব সুন্দর একটি মডেল। দেখতে বেশ স্মার্ট। এর প্রসেসর- ইনটেল সেলেরন প্রসেসর। এর ডিসপ্লের মাপ ১৫.৬ ইঞ্চি ডিযোনাল এইসডি এসভিএ। এর ম্যামোরি ৪ জিবি ডিডি আর ৪ এসডি র‌্যাম। এর স্টোর ক্যাপাসিটি ১ টেরাবাইট এইসডিডি। এই ল্যাপটপটির অপারেটিং সিস্টেম হচ্ছে উইনডোজ টেন। এই মডেলের ল্যাপটপটির বর্তমান মূল্য ২৭ হাজার ৫০০/- টাকা।

২. মডেল- HP DA1078TU :- এই ল্যাপটপটিও দেখতে বেশ স্মার্ট। এর প্রসেসর- ইনটেল পেনটিয়াম গোল্ড। এর ডিসপ্লের মাপ ১৫.৬ ইঞ্চি ডিযোনাল এইসডি এসভিএ। এর ম্যামোরি ৪ জিবি ডিডি আর ৪ এসডি র‌্যাম। এর স্টোর ক্যাপাসিটি ৫০০ জিবি এইসডিডি। এর গ্রাফিক্স হচ্ছে ইনটেল উইএসডি গ্রাফিক্স ৬১০।  এই ল্যাপটপটির অপারেটিং সিস্টেম হচ্ছে উইনডোজ টেন। এই মডেলের ল্যাপটপটির বর্তমান মূল্য ৩১ হাজার ২০০/- টাকা।

৩. মডেল- HP 250 G7 :- এর প্রসেসর- ইনটেল কোর আই থ্রি প্রসেসর। এর ডিসপ্লের মাপ ১৫.৬ ইঞ্চি ডিযোনাল এলইডি এইসডি । এর ম্যামোরি ৪ জিবি ডিডি আর ৪  র‌্যাম। এর স্টোর ক্যাপাসিটি ১ টেরাবাইট এইসডিডি। এর গ্রাফিক্স হচ্ছে ইনটেল এইসডি গ্রাফিক্স ৬২০। এই ল্যাপটপটির অপারেটিং সিস্টেম হচ্ছে উইনডোজ টেন। এই মডেলের ল্যাপটপটির বর্তমান মূল্য ৩৭ হাজার ৫০০/- টাকা।

৪. মডেল- HP CK0143TU :- এর প্রসেসর- ইনটেল কোর আই থ্রি প্রসেসর। এর ডিসপ্লের মাপ ১৪ ইঞ্চি ডিযোনাল এইসডি । এর ম্যামোরি ৪ জিবি ডিডিআর ৪ এসডি র‌্যাম। এর স্টোর ক্যাপাসিটি ১ টেরাবাইট এইসডিডি। এর গ্রাফিক্স হচ্ছে ইনটেল এইসডি গ্রাফিক্স ৬২০। এই ল্যাপটপটির অপারেটিং সিস্টেম হচ্ছে উইনডোজ টেন। এই মডেলের ল্যাপটপটির বর্তমান মূল্য ৪২ হাজার ৫০০/- টাকা।

৫. মডেল- HP DU1014TU :- এর প্রসেসর- ইনটেল কোর আই থ্রি প্রসেসর। এর ডিসপ্লের মাপ ১৫.৬ ইঞ্চি ডিযোনাল এফএইসডি । এর ম্যামোরি ৪ জিবি ডিডিআর ৪ এসডি র‌্যাম। এর স্টোর ক্যাপাসিটি ১ টেরাবাইট এইসডিডি। এর গ্রাফিক্স হচ্ছে ইনটেল ইউএইসডি গ্রাফিক্স। এই ল্যাপটপটির অপারেটিং সিস্টেম হচ্ছে উইনডোজ টেন। এই মডেলের ল্যাপটপটির বর্তমান মূল্য ৪৩ হাজার ৫০০/- টাকা।

৬. মডেল- HP Pavilion cs3004TU :- এর প্রসেসর- ইনটেল কোর আই থ্রি প্রসেসর। এর ডিসপ্লের মাপ ১৫.৬ ইঞ্চি ডিযোনাল ফুল এইসডি । এর ম্যামোরি ৪ জিবি ডিডিআর ৪ এসডি র‌্যাম। এর স্টোর ক্যাপাসিটি ১ টেরাবাইট এইসডিডি। এর গ্রাফিক্স হচ্ছে ইনটেল ইউএইসডি গ্রাফিক্স। এই ল্যাপটপটির অপারেটিং সিস্টেম হচ্ছে উইনডোজ টেন। এই মডেলের ল্যাপটপটির বর্তমান মূল্য ৫০ হাজার ৫০০/- টাকা।

৭. মডেল- HP Pavilion cs2043TU :- এর প্রসেসর- ইনটেল কোর আই ফাইভ প্রসেসর। এর ডিসপ্লের মাপ ১৫.৬ ইঞ্চি ডিযোনাল ফুল এইসডি । এর ম্যামোরি ৪ জিবি ডিডিআর ৪ এসডি র‌্যাম। এর স্টোর ক্যাপাসিটি ১ টেরাবাইট এইসডিডি। এর গ্রাফিক্স হচ্ছে ইনটেল ইউএইসডি গ্রাফিক্স ৬২০। এই ল্যাপটপটির অপারেটিং সিস্টেম হচ্ছে উইনডোজ টেন। এই মডেলের ল্যাপটপটির বর্তমান মূল্য ৫৭ হাজার টাকা।

৮. মডেল- HP Pavilion cs30004TU :- এর প্রসেসর- ইনটেল কোর আই ফাইভ প্রসেসর। এর ডিসপ্লের মাপ ১৫.৬ ইঞ্চি ডিযোনাল ফুল এইসডি । এর ম্যামোরি ৪ জিবি ডিডিআর ৪ এসডি র‌্যাম। এর স্টোর ক্যাপাসিটি ১ টেরাবাইট +৬জিবি এসএসডি। এর গ্রাফিক্স হচ্ছে ইনটেল ইউএইসডি গ্রাফিক্স। এই ল্যাপটপটির অপারেটিং সিস্টেম হচ্ছে উইনডোজ টেন। এই মডেলের ল্যাপটপটির বর্তমান মূল্য ৬০ হাজার টাকা।

৯. মডেল- HP Probook 440 G7 :- এর প্রসেসর- ইনটেল কোর আই ফাইভ প্রসেসর। এর ডিসপ্লের মাপ ১৪ ইঞ্চি ফুল এইসডি । এর ম্যামোরি ৮ জিবি ডিডিআর ৪ র‌্যাম। এর স্টোর ক্যাপাসিটি ৫১২জিবি এসএসডি। এর গ্রাফিক্স হচ্ছে ইনটেল ইউএইসডি গ্রাফিক্স। এই ল্যাপটপটির অপারেটিং সিস্টেম হচ্ছে উইনডোজ টেন। এই মডেলের ল্যাপটপটির বর্তমান মূল্য ৬৫ হাজার টাকা। এই মডেলের আর একটি ভারশন আছে এর প্রসেসর- ইনটেল কোর আই সেভেন প্রসেসর। এর ডিসপ্লের মাপ ১৪ ইঞ্চি ফুল এইসডি এলইডি । এর ম্যামোরি ৮ জিবি ডিডিআর ৪ র‌্যাম। এর স্টোর ক্যাপাসিটি ১ টেরাবাইট + ৫১২জিবি এসএসডি। এর গ্রাফিক্স হচ্ছে ইনটেল ইউএইসডি গ্রাফিক্স। এই ল্যাপটপটির অপারেটিং সিস্টেম হচ্ছে উইনডোজ টেন। এই মডেলের ল্যাপটপটির বর্তমান মূল্য ৭৫ হাজার ৫০০ টাকা।

এই কয়টি মডেলই ছিল বাংলাদেশের সবচেয়ে ভালো মানের লেপটপ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.