Header Ads

ফার্মেসী ব্যবসার জন্য ড্রাগ লাইসেন্স করার নিয়ম ।

Drug Licens

চ্যানেল এম নিউজ ডেস্ক:- ফার্মেসি ব্যবসা খুব ভালো এবং সম্মানজনক ব্যবসা। শুধু তাই নয় বেশ ভাল লাভজনক ব্যবসাও। বাংলাদেশের প্রতিটা ছোট ছোট বাজার, রাস্তার মোড়ে, সব জায়গাতে এই ফার্মেসি ব্যবসা কেউ না কেউ করছে। এবং খুব ভাল ভাবে করছে। তবে এই ব্যবসা করার কিছু নিয়ম আছে। অন্যান্য ব্যবসার মত ইচ্ছে করলেই এই ব্যবসা দেওয়া যায় না। বা একদম অশিক্ষিত লোকও এই ব্যবসা করতে পারবে না। চলুন জেনে নেই এই ব্যবসা করার নিয়ম কানুন।

প্রথমেই ড্রাগ লাইসেন্স নেওয়া জরুরী। একটি ফার্মেসির দোকান দিয়ে ব্যবসা করতে চাইলে এই ড্রাগ লাইসেন্স নিতে হয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ ঔষধ প্রশাসনের কাছ থেকে।

ড্রাগ লাইসেন্স এর জন্য প্রশাসনের ফরম-৭ এর দ্বারা আবেদন করতে হবে। এবং কিছু কাগজপত্র এর সংগে জমা দিতে হবে। ১. ব্যাংক সনদপত্র স্বচ্ছলতার। ২. ট্রেজারী চালান, লাইসেন্স ফি জমা দেওয়ার ৩. আপনি দোকান কিভাবে নিয়েছেন যদি ভাড়া হয় তার কাগজ আর যদি নিজের দোকান হয় তাহলে তার মেইন কাগজের সত্যায়িত ফটোকপি। ৪. অঙ্গীকারপত্র ফার্মাসিস্টের। ৫. আপনার দোকান যদি পৌরসভার মধ্যে হয় তাহলে  পৌর এলাকার ট্রেডলাইন্সের ফটোকপি।

৬ মাসের মেয়াদী কোর্স করতে হবে আপনাকে ফার্মাসিস্টের সনদ নেওয়ার জন্য। প্রতি ৩ মাস পর পর তাদের মিটিং হয় , সেখানে তথ্যগুলো  দেখায় সব ঠিকঠাক থাকলে লাইসেন্স প্রদান করা হয়। ট্রেজারী চালানের মাধ্যমে জমা দিতে হয় লাইসেন্স ফি। তিন হাজার টাকা দিতে হবে পৌরসভার মধ্যে হলে। আর পৌরসভার বাহিরে হলে পনেরশত টাকা দিতে হবে। এই লাইসেন্স নবায়ন করতে হয় ২ বছর পরপর। নবায়নের জন্য পৌরসভার মধ্যে হলে দুই হাজার টাকা আর পৌরসবার বাহিরে হলে ১০০০ টাকা।

দুই থেকে তিন মাস অপেক্ষা করতে হবে নতুন লাইসেন্স পেতে। আর লাইসেন্স নবায়নের জন্য মাত্র ১০ থেকে ১৫ দিন সময় লাগে। এর মধ্যেই হয়ে যায়। আরো কিছু জানতে চাইলে নিচের ঠিকানায় যোগাযোগ করতে পারেন।

ঔষধ প্রশাসন,

১০৫-১০৬, মকিঝিল বাণিজ্যিক এলাকা

ঢাকা-১০০০। টেলিফোন- ৮৮০-২-৯৫৫৬১২৬

৯৫৫৩৪৫৬ ফ্যাক্স- ৮৮০-২-৯৫৬৮১৬৬

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.