Header Ads

কোন রত্ন পাথর ব্যবহারে কী ভাগ্য পরিবর্তন করে।

Pathor

. নীলা : শনির দোষ দূর করে, ৰিৰাহে প্রেমে বাধা দূর হয়ে যায়, ধন মান চরম ভাবে  বৃদ্ধি করে, বিষের প্রভাব কাটে।

. বৈদুর্যমণি (ক্যাটস আই) : বায়ুর আধিক্য, বুক ধরফরানী, মাথার যন্ত্রণা বা ব্যাথা দূর করে, জীব-জন্তুর দংশন বা কামর কেতুর দোষ থেকে রক্ষা করে।

৩. গোমেদ : রাহুর দোষ দূর করে, বুদ্ধি দ্রুত বাড়ায়, সপ্তমে থাকলে বিয়েতে বাধার সৃষ্টি থেকে রক্ষা করে, বার বার চেষ্টা করেও যারা কাজে বিফল হন তাদের জন্য উপযুক্ত এই পাথর তারাতারি সফল হওয়ার সম্ভাবনা থাকে

৪. মুক্তা : মাথা ঠাণ্ডা রাখে, ঘুম ভাল হয়, স্নায়বিক দুর্বলতা দূর করে, পুরুষত্ব শক্তি সৌন্দর্য বৃদ্ধি করে, চন্দ্রের দোষ কাটে।

৫. টাইগার্স আই : সামান্য রাহু ইউরেনাসের যাবতীয় দোষ দূর করে।

. প্রবাল : বাজে স্বপ্ন দেখা, ভূত-প্রেতের ভয়, মাঙ্গলিক দোষ, অকারণে প্রেমে বিয়েতে বাধা ইত্যাদি দোষ কাটে, দুর্ঘটনা থেকে রক্ষা করে। আর স্বপ্নের মধ্যে ভয় পাবারও কোন টেনশন থাকবে না।

৭. চন্দ্রকান্ত মণি (মুন স্টোন) : শিক্ষায় সমস্যা দূর হয়, পড়া লেখায় মন বসে, বিদেশ ভ্রমণে সমস্যা, মানসিক সমস্যা ইত্যাদির সমাধান করে

. পান্না : বিষনাশক, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, দৃষ্টিহীনতা, অজীর্ণতা দূর করে, স্মরণশক্তি বৃদ্ধি করে, গ্রহদোষ দূর করে তবে দৃষ্টির ক্ষেত্রে আরো কিছু কাজ সমাধার করতে হয়।

. ফিরোজা : তাতলামী, বুদ্ধিহীনতা, ব্যবসায়ে সমস্যা বুধ গ্রহের যাবতীয় দোষ দূর করে।

১০. পোখরাজ : আয়ু বৃদ্ধি করে, বুদ্ধি বাড়ায়, লিভারের দোষ দূর করে, সম্পদ বৃদ্ধি, হঠাৎ দুর্ঘটনা রোধ করে

১১. লাল গার্নেট ; শত্রু দমন, বিবাহ সমস্যা ইত্যাদির জন্য ব্যবহৃত হয়।

১২. হীরা (ডায়মন্ড) : বিবাহে প্রেমে বাধা দূর করে, ইচ্ছাশক্তি, বিবেচনা ঐশ্বর্য এবং মানসিক শক্তি বৃদ্ধি করে। 

১৩. একোয়ামেরীন : ব্যবসায়ে উন্নতি, কাজে মনোযোগী, কাজ-কর্মে সফলতা পাওয়া যায়।

১৪. চুনী (রুবী) : সুনাম, যশ বৃদ্ধি করে, শত্রু ভয় দূর করে, সমাজে প্রতিষ্ঠা করে, চাকরি প্রাপ্তিতে সুবিধা হয় । বা সহজেই চাকরী পাওয়ার সম্ভাবনা আছে।

১৫. পদ্মনীলা (এ্যামেথিস্ট) : শনি গ্রহের যাবতীয় দোষ দূর করে। নীলার পরিবর্তে ব্যবহৃত হয়।

১৬. জারকোন : শুক্র গ্রহের যাবতীয় দোষ দূর করে, বিবাহে প্রেমে বাধা, অর্থের অভাব দূর করে।

১৭. আকিক : মাথা ঠান্ডা রাখে, সিদ্ধান্ত গ্রহণে সহায়ক, পাক-পবিত্র হতে সাহায্য করে।

১৮. ব্লাড স্টোন : মান সম্মান বৃদ্ধি, খেলাধূলায় সাফল্য, কীটের দংশন- জনিত বিষ-ব্যথা দূর করে।

১৯. সার্ডোনিক্স : সাহস বৃদ্ধি, আত্মবিশ্বাস বৃদ্ধি, ব্যথা-বেদনা দূর, ভাল বন্ধু লাভ, বিবাহিত জীবনে সুখ শান্তি

২০. ক্রইসো প্রেস : মান-সম্মান বৃদ্ধিম সন্ধিবাত, গেটেবাতের ব্যথা দূর, কথাবার্তায় বুদ্ধিমত্তা বৃদ্ধি করে।

২১. ওপাল : ভাগ্যের শুভ পরিবর্তন, কার্যে সাফল্য, চক্ষুরোগ নাশ, আধ্যাত্মিকতায় উন্নতি, অস্থিরতার উপশম।

২২. ম্যালাকাইট : পেটের রোগ দূর করে, দুষ্ট আত্মার অপকর্মের বিনাশ, গেটে বাত উদরশূলের উপশম করে।

২৩. স্টার রুবী : শত্রু ভয় দূর, যশ লাভ, চাকরী প্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি

২৪. হযরত অও : আধ্যাত্মিকতায় উন্নতি, মূত্রাশয়ের রোগ কিডনী রোগ দূর করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.