Header Ads

যে সব রাশির লোকদের সাথে পার্টনারশীপ ব্যবসা করবেন না।

Rashi

চ্যানেল এম নিউজ:- আসলে রাশি বিশ্বাস করা ঠিক না। এটা ইসলামের দৃষ্টিতে চরম ভাবে নিষেধ করা আছে, আপনারা কেহই এটা বিশ্বাস করবেন না । তারপরেও যারা রাশি বিশ্বাস করেন তাদের জন্য এই আলোচনা করা হলো।

বাংলাদেশের জনগণের বিরাট একটা অংশ ব্যবসা করে জীবিকা নির্বাহ করে। তার মধ্যে আবার বড় একটা অংশ পার্টনারশীপ বা (অংশীদারী) ব্যবসা করে। পৃথিবীর অনেক বিরাট বিরাট ব্যবসা প্রতিষ্ঠান আছে যা প্রচুর মুনাফা করেছে এবং এগুলো অংশীদারি বা ভিত্তিতে পরিচালিত। একা ব্যবসা করার চেয়ে একাধিক লোক নিয়ে ব্যবসা করাই উত্তম, এতে অনেক মেধা বুদ্ধি একত্রিত হলে সিদ্ধান্ত নেয়া সহজ হয়। তবে এটাও সত্যি অংশীদারি ব্যবসায়ে অংশীদার যদি সমমনা না হয় তাহলে গন্ডগোল অনিবার্য। এবং পুরো ব্যবসাটাই তখন লোকসানে ডুবে যায়, এতে অংশীদার সবাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং অংশীদারি ব্যবসা। আরম্ভ করার পূর্বে আমরা যদি জেনে নিতে পারি কোন রাশির সঙ্গে ব্যবসা করলে ভয়ের এবং লোকসানের সম্ভাবনা নেই। এটা সম্পূর্ণ পাশ্চাত্য মতে রাশি ধরে লিপিবন্ধ করা হলো। আশা করি লেখা পড়ে অনেকেই উপকৃত হবেন এবং আগামীতে ব্যবসা করার পূর্বে বিস্তারিত জেনে অর্থাৎ অংশীদারের রাশি জেনে ব্যবসায়ে অবতীর্ণ হবেন। ইতোমধ্যে যারা অংশীদারি ব্যবসায়ে জড়িয়ে গেছেন তাদের উচিত সেই ব্যবসায়ে থেকে বেরিয়ে আসা এবং এটা যত দ্রুত করা যাবে ততই মঙ্গল। বিরাটভাবে লোকসান খাওয়ার পূর্বে বেরিয়ে আসাই উত্তম বলে মনে করি। অনেক সময় এটা মান-সম্মানের ব্যাপার হয়ে দাঁড়ায় যাই হোক-

) আপনি যদি মেষ রাশির জাতক হয়ে থাকেন তবে কখনই মিথুন কন্যা রাশির লোকের সঙ্গে অংশীদারি ব্যবসায়ে জড়িত হওয়া উচিত হবে না।

) আপনি যদি বৃষ রাশির জাতক হয়ে থাকেন তবে সিংহ ধনু রাশির লোকের সঙ্গে অংশীদারি ব্যবসা করা উচিত হবে না।

) আপনি যদি মিথুন রাশির লোক হয়ে থাকেন তবে মেষ, বৃশ্চিক কর্কট রাশির লোকের সঙ্গে অংশীদারি ব্যবসা করা উচিত নয়।

) আপনি যদি কর্কট রাশির জাতক হয়ে থাকেন তবে মিথুন, কন্যা, মকর কুম্ভ রাশির লোকের সাথে পার্টনারশীপ ব্যবসা করা উচিত হবে না।

) আপনি যদি সিংহ রাশির লোক হয়ে থাকেন তবে মকর, কুম্ভ বৃষ রাশির লোকের সাথে অংশীদার ব্যবসা করা উচিত

) আপনি যদি কন্যা রাশির জাতক হয়ে থাকেন তবে মিথুন রাশির নিয়ম অনুস্মরণ করুন।

) আপনি যদি তুলা রাশির জাতক হয়ে থাকেন তবে বৃষ রাশির নিয়ম অনুস্মরণ করুন।

) আপনি যদি বৃশ্চিক রাশির জাতক হয়ে থাকেন তবে মেষ রাশির নিয়ম অনুস্মরণ করুন।

) আপনি যদি ধনু রাশির জাতক হয়ে থাকেন তবে বৃষ, মিথুন, কন্যা, মকর কুম্ভ রাশির সঙ্গে অংশীদারি ব্যবসা করা উচিত হবে না।

১০) মকর রাশির জাতক যদি আপনি হয়ে  থাকেন তবে কর্কট, সিংহ, তুলা মেষ রাশির জাতকের সঙ্গে ব্যবসা করা উচিত হবে

১১) আপনি যদি কুম্ভ রাশির জাতক হয়ে থাকেন তবে মীন, বৃষ, সিংহ, মেষ বৃশ্চিক রাশির সঙ্গে ব্যবসা করা উচিত হবে না।

১২) আপনি যদি মীন রাশির জাতক হয়ে থাকেন তবে মেষ, কন্যা, মিথুন, সিংহ, তুলা বৃশ্চিক রাশির সঙ্গে ব্যবসা করা উচিত হবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.