Header Ads

Royal Enfield | বাংলাদেশ কাঁপাতে আসছে রয়েল এনফিল্ড বাইক।

Royel

চ্যানেল এম নিউজ ডেস্ক :- বাংলাদেশ কাঁপাতে আসছে দুর্দান্ত এক বাইক নাম ‘রয়েল এনফিল্ড’। অতি শিঘ্রই আসতে চলেছে বাংলাদেশে এই বাইক। আমরা সবাই ভেবে একটু অবাক হচ্ছি তাইনা, যে এটা কি করে সম্ভব। আসলে সত্যিই আসছে ইফাদ অটোস এর হাত ধরে। এই ব্রান্ডের কথা মনে হলেই চোখের সামনে ভেসে উঠে অসাধারণ এক লুক। এই ব্রান্ড টি বিশ্ব বিখ্যাত একটি ব্রান্ড।

রয়েল এনফিল্ড মডেল মানেই এক ভিন্ন রকমের ডিজাইন। আর এই ডিজাইনের জন্যই সবার কাছে এটি পছন্দের। বাংলাদেশে পারমিশন পেয়েছে ৩৫০ সিসি পর্যন্ত। রয়েল এনফিল্ড ব্রান্ডের ৩৫০ সিসির তিনটি মডেল রয়েছে, তা হলো- ১. রয়েল ফিল্ড বুলেট-৩৫০ । ২. এনফিল্ড ক্লাসিক ৩৫০  এবং ৩. এনফিল্ড মিপিওর ৩৫০ । এই তিনটি মডেলই দেখতে অসাধারণ লুক।

১. রয়েল ফিল্ড বুলেট ৩৫০ সিসি:- ৩৪৬ সিসি ইঞ্জিন এই বাইকটির, ফোর স্ট্রোক,সিঙ্গেল সিলিন্ডার এবং এয়ারকুল্ড ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে যে শক্তি উৎপন্ন হয় তার পরিমান হচ্ছে ১৯.১ বিএইসপি @ ৫২৫০ আরপিএম এবং ২৮এনএম @  ৪০০০ আরএমপি। এখন হিসেব করে দেখুন কি পরিমান শক্তিশালী। দুই ধরণের ভারষণ আছে এই বাইকটির। স্টাট সিস্টেম দুই ধরণের।

২. এনফিল্ড ক্লাসিক ৩৫০ সিসি : এই বাইকটিরও ইঞ্জিন ৩৪৬ সিসি।বাইকটির, ফোর স্ট্রোক,সিঙ্গেল সিলিন্ডার এবং এয়ারকুল্ড ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে যে শক্তি উৎপন্ন হয় তার পরিমান হচ্ছে ১৯.১ বিএইসপি @ ৫২৫০ আরপিএম এবং ২৮এনএম @ ৪০০০ আরএমপি।  এই বাইকটির ডিজাইন সম্পুরণ ক্লাসিক স্টাইলের। ক্যাফে রেসার এর মত।

৩. এনফিল্ড মিটিওর ৩৫০ সিসি : এই ৩৪৯ সিসির পারমিশন পাওয়া যাবে আমাদের এই দেশে। এই বাইকটি একটু আলাদা ধরনের। এর ইঞ্জিন ২০.১ বিএইসপি @ ৬১০০ আরপিএম এবং ২১এনএম @ ৪০০০ আরএমপি।  অন্য ধরণের শক্তিশালী এই বাইকটি। ক্রুজিং টাইপের ডিজাইন এটার। এক কথায় বলা যায় এর ডিজাইন করা হয়েছে ক্রুজার হিসেবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.