Header Ads

যে ২০ টি কারণে আপনি ধনি হতে পারছেন না।

Rich Man

চ্যানেল এম নিউজ ডেস্ক :- আপনি ইনকাম বেশ ভালো করেন। সংসারের সব খরচ বাদ দিয়েও অনেক টাকা বেঁচে যাওয়ার কথা । কিন্তু কেন যানি থাকে না। কেন থাকে না আপনিও বুঝতে পারছেন না। অথচ মাস শেষে অনেক টাকা থাকার কথা। হতে পারে আপনার কিছু বদ অভ্যাস আছে কিন্তু আপনি নিজেও তা উপলব্ধি করতে পারেন না। চলুন জেনে নেই কোন কোন ২০ টি কারনে আপনি ধনি হতে পারছেন না।

প্রথম খারাপ অভ্যাস টি হলো ফোনে কথা বলতে না চাওয়া। আপনার অফিসের কেউ ফোন করেছে। আপনি তা না ধরে কেটে দিয়ে তার কাছে ইমেল করছেন। এতে মানুষ আপনাকে অহংকারী মনে করবে, আপনার কাছে তারা আসতে চাইবে না। এতে আপনার ক্ষতি হচ্ছে কিন্তু আপনি তা বুঝতে পারছেন না। এতে আপনার উপরে ওঠা কষ্ট হয়ে যাবে।

২. চারদিকের কথা চিন্তা না করেই অন্য একজনের কথা শুনেই একটি বড় ধরণের কাজে হাত দেওয়া। আপনাকে প্রথমে ভাবতে হবে যে লোক টি আপনাকে উপদেশ দিচ্ছে সে আপনার কে হয়, মনে রাখবেন একমাত্র বাবা মা ছাড়া কেও আপনার ভালো চায় না। অতএব বাবা মা বেঁচে থাকলে তাদের পরামর্স  নিয়ে কাজ করুন।

৩. ঘন্টার হিসেব করে টাকা ইনকাম করা। ঘন্টা হিসেব করে টাকা ইনকাম করতে চাইলে জীবনে কোন দিন ধনি হতে পারবেন না।

৪. কাজ না করে টাকা ইনকাম করার ধান্দা করা। অর্থাৎ শটকাটে বেশি টাকা ইনকাম করতে চাওয়া। মনে রাখবেন জীবনে বড় কিছু হতে গেলে এ চিন্তা করলে কোন দিনই বড়লোক হতে পারবেন না। আকাংখার কোন বিশ্রাম নেই। বড়লোক হতে গেলে পরিশ্রম করতেই হেব।

৫. কথা বেশি বলা আর কাজ কম করা। এটি একটি খুবই বাজে অভ্যাস। হেন্ করবো তেন্ করবো কিন্তু কাজের বেলায় ‍কিছুই না। এমন হলে জীবনে কিছুই করতে পারবেন না।

৬.  বই পড়া থেকে দূরে থাকা । জ্ঞান অর্জণের বিকল্প কিছু নাই। শিক্ষিত না হলে ধনি হওয়া খুবই কঠিন। শত করা ২ % সফল হয় অশিক্ষিত লোক।

৭. বড়লোক হওয়ার জন্য কোন টাগের্ট না থাকা । কোন একটি লক্ষ স্থির করে তা পাওয়ার জন্য পরিশ্রম করতে হবে। লক্ষ ঠিক না করলে ধনি হওয়া ভীষণ কঠিন।

৮. কোন নতুন কিছু জানার বা শিখার আগ্রহ না থাকা। সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে সব সময় আপডেট রাখতে হবে। এর জন্য নতুন অনেক কিছু জানতে হবে।

৯. ভালো চাকরি পছন্দ না করা।

১০. একবার ব্যর্থ হলেই ভেঙ্গে পড়া। একটুতেই ভেঙ্গে পরলে জীবনে কিছুই করতে পারবেন না আপনি।

১১. সব কাজে নাক গলানো। আপনি একটি কাজই ঠিক মত করতে পারছেন না। সব কাজ হতে নিয়ে পরে কোনটিই শেষ করতে পারেন না।

১২. সব সময় নিজেকে সঠিক মনে করা।

১৩. সময় সম্পর্কএ সচেতন না হওয়া। সময় জ্ঞান না থাকলে জীবনে কিছুই করতে পারবেন না।

১৪. আপনি যা ইনকাম করছেন তার থেকে বেশি খরচ করা।

১৫. কোন কাজে শৃঙ্খলা না থাকা।

১৬. না বুঝেই সব কাজ শুরু করা কিন্তু পরে দেখা যায় একটিও শেষ করতে পারছেন না।

১৭.  কোন ব্যবসা সম্পর্কএ না জেনে হুট করে বিনিয়োগ করা।

১৮. অতিরিক্ত টাকা জমানোর চিন্তা করা। টাকা জমিয়েই যাচ্চেন জমিয়েই যাচ্ছেন কিন্তু সেই টাকা দিয়ে কিছুই করছেন না। সারা জীবন টাকা জমিয়ে মাড়া গেলেন। আপনার জমানো টাকা দিয়ে ব্যাংক ধনি হয়ে যাবে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না।

১৯. বে হিসেবি চলা। কোন কিছু হিসেব না করেই খরচ করা।

২০. নতুন ভালো কোন কিছু অভ্যাস না গড়ে তোলা।

এই ২০ টি দোষ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি কোন দিনও বড়লোক বা ধনি হতে পারবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.