বাবার কবর পাকা করবো । এম, আব্দুল্লাহ আল মামুন।

বাবার কবর পাকা করবো
এম, আব্দুল্লাহ আল মামুন
রাফি- বন্ধু তোর বাপ খুব ভাল মানুষ আছল রে। তোকেরে এতো টেকা পসা থাকা সত্তেও তোর বাপের মনত কোন অহংকার আছলনা। কোন দিন অহংকার করে কোন কথাও কয়নি। তা তোরা তার জন্যী কিছু করিচ্চু না ?
বাকি- করমো, কয় দিন তার চল্লিশা করমো ভাবিচ্চি।
রাফি- তাতো করবুই, তার সাথে তার কব্বরটা পাকা করার ব্যবস্থা কর। তোরা বিল্ডিংয়ত থাকপু আর তোর বাপ খালি মাটিত শুয়ে থাকপি, তার কব্বরের উপর দিয়ে কুত্তা বিলাই হাটা হাটি করবি তা কেংকা করে হয়।
বাকি- ঠিকি কছুরে বন্দু। কব্বরটা পাকা করা খুব দরকার। দেকি বাড়িত যায়া এর এডা ব্যবস্থা করমো।
রাফি- ঠিক আছে কর হামি গেনো।
বাকি- ক্যারে মজনু হামার বাপরে কব্বরডা পাকা করমো কয় টেকা লাগবি এনা কত ?
মজনু- খালি পাকা করবেন না টাইলসও বসাবিন।
বাকি- টাইলস করলেই মনে ভাল হবি তাই লয়। সেই জাক্কস দেকাবি। বাপ হামার সেই খুসি হবি।
মজনু- তাত লাগবিই যত খরচ করবিন। তত ভাল লাগবি। তা কয় ফুট বাই কয়ফুট ?
বাকি – এই ধর ৫ ফুট বাই ১০ ফুট।
মজনু- লাখ খানিকের মধ্যেই হয়া যাবি।
বাকি - আচ্ছা ঠিক আছে হামি ফোন দেওয়ার সাথে সাথে তুই চলে আসিস। কাজ কাল পরসুর মধ্যে আরম্ব করে দিমো।
সামু- বড় ভাই তুমি নাকি আব্বার কব্বর পাকা করবার চাচ্চ ?
বাকি- হ মজনু মিস্ত্রিক কছি ২ এক এর মধ্যেই কাজ শুরু করবি।
সামু- হঠাৎ করে পাকা করবার চাচ্চ ঘটনা কি ?
বাকি- পারার লোক জন কচ্চে পাকা কর পাকা করলে ভাল হবি। দেকতেও ভাল লাগবি।
সামু- পাড়ার লোকজনের কতা শুনেই তুমি পাকা করবার চাচ্চ ?
বাকি- হ অরা কচ্চে আব্বা হামাকেরে জন্যি এতো কিছু করে গেছে তার কব্বরের উপর দিয়ে কুত্ত বিলাই হাটাহাটি করবি আর হামরা তার জন্য কিছুই করমো না ! স্মৃতি রক্ষা বলেওতো এডা কতা আছে না কি ?
সামু- কিন্তু ভাই কব্বর পাকা করা তো ঠিক না।
বাকি- ঠিক বেঠিক তুই হামাক সিকাচ্চু ?
সামু- দরকার হলে সিকামো, তুমি ভুল করবা আর হামি চুপ করে থাকমো তাতো হয় না। বড় ভাই হছ তা কি হছে। তোমারত কিছু ভুল থাকপার পারে তাই লয় ?
বাকি- বড় ভাই এর মুকে মুকে কতা। চরম বেয়াদব হয়া গেছু । এক চর মারে তোর সব দাঁত ফ্যালে দিমো।
সামু- হামাক চর মারলেই তো আর সত্যি উল্টে যাবি না। কবর পাকা করা হারাম। হামি কব্বর পাকা করবার দিমো না।
বাকি- দুর হয়া যা হামার চোখে সামনে থেকে। তোর এডা কতাও হামি শুনবার চাচ্চি না।
ভাবতে ভাবতে
ছোট ভাই মাদ্রসা লাইনে লেকাপড়া করছে, ঘটতা সত্যিও হতে পাতে, আচ্চা ইউটিউবে দেকিত কব্বর পাকা করা হারাম কি না ?
একজন ভাই তিনি প্রশ্ন করেছেন করব পাকা করা যায়েজ আছে কি না। ধন্যবাদ প্রিয় ভাই চমৎকার একটি প্রশ্ন করার জন্য। কবর পাকা করা, কবর চুনকাম করা, মাজার নির্মান করা এবং কবরে আলোকসজ্জা করার বেপারে বিভিন্ন সহিহ হাদিস বর্নীত হয়েছে, সহিহ মুসলিম তিরমিজির একটি হাদিসে হযরত আলী (র:) আবু হায়াস আসাদিকে উদ্দেস্য করে বলেন আমি কি আপনাকে এমন কাজের জন্য উৎসাহিত করবো না, যা করার জন্য আল্লাহর রসুল (স:) আমাকে উৎসাহিত করেছেন তাহলো মুর্তী ও ভাষ্কর্য দেখলে তা নষ্ট করে ফেলবে এবং উচু কবর দেখলে তা সমতল না করে ছাড়বে না। এ ছাড়াও অন্যান্য হাদিসে রাসুল (স:) কবরকে চুনকাম করতে এবং কবরের উপরে গৃহ বা মসজিদ নির্মান করতে, কবরের উপরে বসতে বা চলাচল করতে নিষেধ করেছেন। এ জন্য বিশ্বর সকল ওলামায়ে কেরাম একমত যে কবর পাকা করা হারাম এবং গুনাহের কাজ। আপনি কবর পাকা না করে, খানা চল্লিশা না করে তার জন্য সাদগায়ে যারিয়াহ করুন, তাতে সে কেয়ামত পর্যন্ত সোয়াব পেতে থাকবে ইনশাল্লাহ। আল্লাহ তায়ালা সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন।
বাকি- ঘটনাতো সত্যিরে, কবর পাকা করা হারাম, খালি খালি ছোট ভাইওক অপমান করনো। হামি আর পাকাও করমো না, চল্লিশাও করমো না। এমন কাম করমো যান আব্বার কাছে কিয়ামত পর্যন্ত সোয়াব যাতেই থাকে।

কোন মন্তব্য নেই