Header Ads

বাংলাদেশে এই প্রথম এতো তথ্য মূলক একটি ওয়েবসাইট । পৃথিবী ডট কম

 

prethibi.com

বাংলাদেশে এই প্রথম এতো তথ্য মূলক একটি ওয়েবসাইট । পৃথিবী ডট কম

বাংলাদেশে আমার মতে এতো তথ্য দিয়ে একটি ওয়েবসাইট তৈরী করা আর কোথাও দেখি নি। থাকলেও সেটা ফ্রি নয়। অথচ এই ওয়েবসাটটি সম্পূর্ণ ফ্রি। এই ওয়েবসাইটে আছে সারা বাংলাদেশের প্রতিটি জেলার ডাক্তারের লিষ্ট, হোটেল লিষ্ট, রেস্টুরেন্ট লিষ্ট এবং ট্যুর প্লেস। শুধু তাই নয় সারা বিশ্বের ১০ টি দেশের রয়েছে ডাক্তারের লিষ্ট ও গোটেল লিষ্ট। এটা শুধু ওয়েবসাইটি নয় এর একটি সুন্দর অ্যাপস ও আছে। যা গুগোল প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন। কম্পিউটার থেকে ওপেন করলে। সুন্দর ভাবে উপরে বিভাগের নাম দেওয়া আছে। কারসার টি বিভাগের উপরে নিয়ে গেলে নিচে ঐ বিভাগের সব জেলা চলে আসবে। তার পর আপনার জেলায় ক্লিক করলে লিখা আসবে ডাক্তার লিষ্ট, হোটেল লিষ্ট, রেস্টুরেন্ট লিষ্ট এবং ‍ট্যুর প্লেস । আপনার যেটা প্রয়োজন সেখানে ক্লিক করলেই হয়ে যাবে।

আর মোবাইল থেকে ঢুকতে গেলে। লগোর বাম পাশে ত্রি ডট এ ক্লিক করলে সব বের হয়ে আসবে। মানে এক কথায় অসাধারন।

এর ওয়েবসাইট দেখতে যেমন অ্যাপস ও সেম একই রকম। এখানে প্রতিটি ডাক্তারের সাথে মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনি যেকোন যায়গা থেকে ফোন করে সিরিয়াল দিতে পারবেন।

অ্যাপস্ ডাউনলোড দিতে এখানে ক্লিক করুন- পৃথিবী ডট কম

ওয়েবসাইট ভিজিট করতে এখানে ক্লিক করুন- পৃথিবী ডট কম

সুন্দর একটি ভিডিও এড দেখতে এখানে ক্লিক করুন- পৃথিবী ডট কম

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.