Android Apps দিয়ে টাকা আয় করুন । মোবাইল দিয়ে টাকা আয় করুন 2021
মোবাইল দিয়ে টাকা ইনকাম করার কথা কি আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে ! বর্তমানে স্মার্ট
ফোন ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আর যারা এখন কম বয়সী অর্থাৎ স্টুডেন্ট
তারা এখন মরিয়া হয়ে উঠেছে কিভাবে একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে প্রচুর টাকা ইনকাম করা
যায়। আবার অনেকে জানতে চাচ্ছেন কোন পদ্ধতিতে অ্যান্ড্রয়েড অ্যাপস (Android Apps) দিয়ে
কিভাবে টাকা ইনকাম করা যায়। এই পোস্টটি পোরোটা পড়লে আপনি জেনে যাবেন কিছু গুরুত্বপুর্ণ অ্যাপস এর নাম এবং জানতে পারবেন কিভাবে এই অ্যাপস
এর দারা টাকা ইনকাম করা যায় । এবং শুধু তাই নয় সঠিক ভাবে অনুশীলন করলে এই অ্যান্ড্রয়েড
অ্যাপস Android Apps এর মাধ্যমে ১৫ থেকে ২০ হাজার টাকা অনায়াসে পকেটে তুলতে পারবেন।
চলুন Android Apps গুলোর নাম জেনে আসি এবং
জেনে নেই অ্যাপস দিয়ে টাকা ইনকাম করার সিস্টেম।
১. Meesho
অসম্ভব জনপ্রিয় একটি
অ্যাপস এটি, নাম Meesho । রিসেলিং অ্যাপস হিসেবে পরিচিত এই Meesho App । এই অ্যাপস এর মাধ্যে অনেক ধরনের পন্য আছে। সেই পন্য গুলো আপনি এফেলিয়েটের
মত করে বিক্রি করতে পারবেন।
আরো পড়ুন- realme c15 | বাজারে আসলো নতুন ফোন রিয়েলমি সি১৫
এখন আপনাকে বুঝিয়ে বলি। ধরুন Meesho Apps এর মধ্য থেকে আপনি একটা প্রডাক্ট পছন্দ করলেন। তার দাম লিখা আছে ২০০ টাকা
। আপনি ঐ প্রডাক্টটি ২৫০ টাকা দাম লিখে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যমে আপনি যদি বিক্রি
করতে পারেন তাহলে মিসো এপস আপনাকে ঐ লভ্যাংস দিয়ে দিবে। আর এসবের জন্য প্রডাক্ট বাড়ি
পৌছে দেওয়ার কেন ঝামেলাই নেই আপনার। সব দায়িত্ব Meesho Apps এর।
২. Playment
জনপ্রিয় এপস এর তালিকায়
আছে Playment Apps । এই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড
করে নিতে পারবেন। Playment Apps টি ডাউনলোড করার পর প্রথমে নিজের
একটি একাউন্ট খুলতে হবে। ফেসবুক থেকেও এটি সুন্দর ভাবে ব্যবহার করতে পারবেন।
আরো পড়ুন- হিরো সকল মডেল বাইকের বর্তমান মূল্য
একাউন্ট খোলার পর আপনার একটি সচল মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেসন করতে হবে। তার
পর তারা কিছু ছোট কাজ দেয় সেগুলোর কাজ সঠিক ভাবে করলে । আপনি পেমেন্ট পাবেন। তবে এটি
শুধু মাত্র ভারতে কাজ করা যায়। পরে অন্যান্য দেশে চালু করতে পারে।
৩. Google Opinion Rewards
লেখা আছে গুগল, তাহলে
নি:সন্দেহে আপনাকে বুঝতে হবে এটি গুগলের প্রডাক্ট। Google Opinion Rewards খুব জনপ্রিয়
একটি অ্যাপ। তবে একটি কথা আগে থেকে বলে রাখা ভালো, এখানে কাজ করে টাকা হাতে পাওয়া যায়
না। এখানে একাউন্ট খুলে কাজ করার পর আপনার একাউন্টেই টাকা জমা হবে। সেই টাকা দিয়ে আপনি
প্লে স্টোরের যেগুলো পেইড এপস আছে সেগুলো কিনতে পারবেন।
Google Opinion
Rewards এ কাজ করার নিয়ম হচ্ছে এখানে প্রতি সপ্তাহে ২০ থেকে ২৫ টি করে প্রশ্ন আসবে
সেগুলোর উত্তর সঠিক ভাবে দিতে হবে। সঠিক ভাবে যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে
Google Opinion Rewards আপনাকে ২০ থেকে ২০০
টাকা পর্যন্ত প্রদান করবে। তাই যদি আপনার পেইড অ্যাপস কিনে ব্যবহার করা প্রয়েজন হয়
তাহলে এখানে কাজ করে মজা পাবেন।
৪. Earn Money Mobile – Champ Cash
Champ Cash Android Apps ব্যবহার করে আপনি অনায়াসে অনেক টাকা ইনকাম করতে পারবেন। এখানে একটা
বিশাল সুবিধা আছে তা হলো এখানে আপনি আপনার ব্যাংক একাউন্ট যোগ করতে পারবেন। টাকা আপনার
ডাইরেক্ট ব্যাংক একাউন্টে চলে আসবে। এখানে আর একটা দারুন অফার আছে সেটা হচ্ছে এই Champ Cash ডাউনলোড করে ইনস্টল করলেই
আপনি পেয়ে যাবে ১ ডলার।
এখানে বেশি পরিশ্রম করলে
বেশি টাকা আয় করা যায়। বিভিন্ন ধরণে কাজ হয় তার মধ্যে সবগুলো আমি বলতে পারবো না । তবে
একটি হচ্ছে বন্ধুদের ইনভাইট করা। আর বিভিন্ন সারভের কাজ করতে হয়। তবে খুব মজাদার একটি
এপস, আপনি ব্যবহার করে টাকা আয় করতে পারেন।
৫. Pocket Money – Earn Money Android App
এই Pocket Money পকেট
মানি অ্যাপস খারাপ নয়। এই কোম্পানি আস্তে আস্তে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এখানকার টাকাও
আপনি হাতে পাবেন না ঠিকই কিন্তু খুব ভালো ভালো বা নিত্য প্রয়োজনীয় কাজে আপনি খরচ করতে
পারবেন। যেমন আপনি Pocket Money থেকে শপিং করতে পারবেন। মোবাইল এ রিচার্জ করতে পারবেন
আনলিমিটেড। বিদ্যুৎ বিল দিতে পারবেন তাবে এখনো মনে হয় চালু হয় নি অতি তারাতারি চালু
হয়ে যাবে।
আরো পড়ুন- ৮ লক্ষ টাকার কার পাবেন এখন বাংলাদেশে। Car
এখানে কাজ করাও ভীষণ
সহজ । মজা করতে করতে টাকা আয় করতে পারবেন। যেমন ভিডিও দেখে আয় করতে পারেন, গেম খেলে
আয় করতে পারেন, আবার বিভিন্ন ধরনের এপস ডাউনলোড দিতে হবে। বিভিন্ন কাজে রেফার করতে হবে আপনাকে। সে যদি আপনার রেফার ব্যবহার করে
তাহলেই আপনি টাকা ইনকাম করতে পারবেন এই Pocket Money Apps থেকে।
৬. বিকাশ অ্যাপ । Bkash App দিয়ে ইনকাম।
বিকাশ এপস দিয়েও আপনি
টাকা ইনকাম করতে পারেন। এপস ইনস্টল করে রেফার করলে অল্প কিছু টাকা পাবেন। তবে এর মেইন
ইনকাম হচ্ছে আপনাকে বিকাশের ব্যবসা করতে হবে। বিকাশের ব্যবসা করলে অনেক টাকা ইনকাম
করা সম্ভব।
Bkash এর ব্যবসা শুরু
করে একজন দোকানদার যদি বলে আমি কোন কাস্টমার ফেরত যেতে দিবো না। আর ঠিক সেই ভাবেই যদি
ব্যবসা চালিয়ে যেতে পারে তাহলে মাসে ৫০ হাজার টাকার বেশি আয় করা সম্ভব । আমি গ্যারান্টি
দিতে পারি।
৭. Bangladeshi App Die Taka
Income | বাংলাদেশি অ্যাপ দিয়ে টাকা ইনকাম
আমি এখন যে সমস্ত অ্যান্ড্রয়েড অ্যাপসের কথা বলবো সেগুলোতে কাজ করে ইনকাম নয় ।
সেই সমস্ত Apps ব্যবহার করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন। সেই সমস্থ
Android Apps গুলি হচ্ছে :-
১. বিকাশ এজেন্ট/Bkash Agent
২.নেক্সাসপে/Nexuspay
৩. বিকাশ/Bkash
৪. জিপে/GPAY
৫. রকেট/Rocket
৬. নগদ/Nagad
৭. শিয়র ক্যাশ/Shior
Cash
৮. উপায়/Upay
৯. ইউ ক্যাশ/UCash
১০. এম ক্যাশ/MCash
আপনি একটা দোকান দিয়ে
উপরুক্ত প্রতিটি কোম্পানির এজেন্ট নিয়ে তার Android Apps ইনস্টল
করে আপনি ব্যবসা করতে পারেন। এবং তা থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন। শধু তাই
নয় এই সমস্ত অ্যান্ড্রয়েড অ্যাপস এর মাধ্যমে টাকা লেনদেন করলে বাটন মোবাইল এর থেকে
চার্জ কম কাটে এবং বেশি লাভবান হওয়া যায়। তবে টাকা লেনদেন করার সময় অনেক সাবধান থাকতে
হবে। ভুলেও ভুল করা যাবে না।
বি: দ্র: তবে এখানে আমার কিছু নিজের অভিমত আছে। আমি যত গুলো Android Apps নিয়ে আয়ের কথা বলেছি শুধুমাত্র ৬ আর ৭ নাম্বার ছাড়া আপনি কোনোটাতেই
খুব বেশি ইনকাম করতে পারবেন। শ্রমের তুলনায় অনেক কম টাকা পাবেন।
তাই আমি উদাত্ত মনে সকলকে বলতে চাই। যদি বেশি টাকা ইনকাম করতে চান তাহলে ১. ইউটিউবে
ভিডিও আপলোড দিয়ে ইনকাম করুন। ২. ফেসবুকে ভিডিও আপলোড দিয়ে ইনকাম করুন। বা ব্লগিং করে
ইনকাম করুন। এগুলো থেকে প্রচর টাকা আয় করা সম্ভব যা আপনি কল্পনাও করতে পারবেন না। শুধু
মাত্র ভাইরাল Viral হওয়ার অপেক্ষা।
তাই আমি বলতে চাই
১. Android Apps দিয়ে মোবাইলের মাধ্যমে টাকা ইনকাম করার সহজ উপায়।
২. মোবাইল থেকে আয়।
৩.মোবাইল দিয়ে টাকা আয়।
৪. টাকা ইনকাম করার অ্যাপস।
৫. Apps দিয়ে ইনকাম।
৬. Android Apps দিয়ে টাকা আয়।
এগুলো লিখে সার্চ দিয়ে
সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। এ বেপারে আপনার কোন মতামত থাকলে জানাবেন। ধন্যবাদ।
very helpful
উত্তরমুছুন