Hero | Bike | Al Model Price in Bangladesh | হিরো সকল মডেল বাইকের বর্তমান মূল্য
চ্যানেল এম নিউজ ডেস্ক:- হিরো বাইকের বেপারে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই। আমরা যারা বাইক ব্যাবহার করি তারা সকলেই যানি বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহার হয় বাজাজ তারপরেই হিরো। তবে এই বাইকের মূল্য পরিবর্তন হয়। তাই চলুন হিরো সকল মডেল বাইকের মূল্য জেনে আসি।
হিরো ইসপ্লেন্ডার প্লাস ১০০ সিসি :- এই বাইকটির বর্তমান মূল্য ১ লক্ষ ২ হাজার ৯শ ৯০ টাকা। (বাইকের নাম্বারের জন্য দুই বছরের ব্যাংক জমা ১৩ হাজার ৫শ ৯০ টাকা ফ্রি পাবেন।) আর রেজিস্ট্রেশন না করালে এই মডেল বাইকে দাম পরবে ৯৭ হাজার ৪শ টাকা।
হিরো ইসপ্লেন্ডার আই স্মার্ট প্লাস ১১০ সিসি:- এই বাইকটির বর্তমান মূল্য ১ লক্ষ ৫হাজার ৯ শ ৯০ টাকা।(বাইকের নাম্বারের জন্য দুই বছরের ব্যাংক জমা ১৩ হাজার ৫শ ৯০ টাকা ফ্রি পাবেন।) আর রেজিস্ট্রেশন না করালে এই মডেল বাইকে দাম পরবে ১ লক্ষ ৪শ টাকা।
হিরো ইগ্নেটর বাইক ১২৫ সিসি :- এই বাইকটির বর্তমান মূল্য ১ লক্ষ ২৬ হাজার ৯ শ ৯০ টাকা।(বাইকের নাম্বারের জন্য দুই বছরের ব্যাংক জমা ১৩ হাজার ৫শ ৯০ টাকা ফ্রি পাবেন।) আর রেজিস্ট্রেশন না করালে এই মডেল বাইকে দাম পরবে ১ লক্ষ ২১ হাজার টাকা।
হিরো এইসএফ ডিলাক্স বাইক ১০০ সিসি:- এই বাইক টি সবচেয়ে জনপ্রিয় একটি বাইক বাংলাদেশে হিরো সবচেয়ে বেশি বিক্রির একটি বাইক। এটি সাধারণত বিভিন্ন কম্পানীর প্রতিনিধিরা ব্যবহার করে থাকেন। এই বাইকটির বর্তমান মূল্য ৯৫হাজার ৯ শ ৯০ টাকা। (বাইকের নাম্বারের জন্য দুই বছরের ব্যাংক জমা ১৩ হাজার ৫শ ৯০ টাকা ফ্রি পাবেন।) আর রেজিস্ট্রেশন না করালে এই মডেল বাইকে দাম পরবে ৯০ হাজার ৮শ টাকা।
হিরো পেশন এক্সপ্র ডিজবেক ভার্ষণ ১১০ সিসি :- এই মডেলটিও দেখতে ভীষণ সুন্দর । চালিয়েও মজা পাওয়া যায়। এই মডেলের বর্তমান মূল্য ১ লক্ষ ১২ হাজার ৯শ ৯০ টাকা। (বাইকের নাম্বারের জন্য দুই বছরের ব্যাংক জমা ১৩ হাজার ৫শ ৯০ টাকা ফ্রি পাবেন।) আর রেজিস্ট্রেশন না করালে এই মডেল বাইকে দাম পরবে ১ লক্ষ ৭ হাজার ৮শ টাকা। এই বাইকে মাইলেজ বেশ ভাল, এ লিটার তেলে ৫৪ কি: মি: যেতে পারবেন। এবং টপ স্পিড পাবেন পার ঘন্টায় ৯৫ কি:মি:।
হিরো গ্লামার বাইক ১২৫ সিসি:- এই মডেল বাইকটিও বেশ জনপ্রিয় একটি বাইক। এই বাইকটির বর্তমান বাজার মূল্য ১ লক্ষ ১৯ হাজার ৯শ ৯০ টাকা ।(বাইকের নাম্বারের জন্য দুই বছরের ব্যাংক জমা ১৩ হাজার ৫শ ৯০ টাকা ফ্রি পাবেন।) আর রেজিস্ট্রেশন না করালে এই মডেল বাইকে দাম পরবে ১ লক্ষ ১৪ হাজার ৪শ টাকা।
হিরো এচিভার বাইক ১৫০ সিসি:- এই বাইকটির বর্তমান বাজার মূল্য ১ লক্ষ ২৪ হাজার ৯শ ৯০ টাকা ।
হিরো হাংক বাইক ১৫০ সিসি:- এটিও একটি ভীষণ জনপ্রিয় একটি বাইক। এই বাইকটি আপনার ২০১৮ এবং ২০১৯ সালের ২টি ভার্ষণই পাবেন হিরোর শোরুম গুলিতে। এই মডেলের দুটি ভেরিয়েন্ট আছে সিঙ্গেল ডিক্স এবং ডাবল ডিক্স। সিঙ্গেল ডিক্সের বর্তমান মূল্য ১ লক্ষ ৫১ হাজার ৯শ ৯০ টাকা।।(বাইকের নাম্বারের জন্য দুই বছরের ব্যাংক জমা ১৩ হাজার ৫শ ৯০ টাকা ফ্রি পাবেন।) আর রেজিস্ট্রেশন না করালে এই মডেল বাইকে দাম পরবে ১ লক্ষ ৪৫ হাজার ৩শ টাকা। এবং ডাবল ডিক্সের মূল্য ১ লক্ষ ৬১ হাজার ৯শ ৯০ টাকা।(বাইকের নাম্বারের জন্য দুই বছরের ব্যাংক জমা ১৩ হাজার ৫শ ৯০ টাকা ফ্রি পাবেন।) আর রেজিস্ট্রেশন না করালে এই মডেল বাইকে দাম পরবে ১ লক্ষ ৫৫ হাজার ৩শ টাকা।
কোন মন্তব্য নেই