Header Ads

Android ফোনের Ram বাড়িয়ে নিন খুব সহজে।

Android Mobile

Android ফোনের Ram বাড়িয়ে নিন খুব সহজে।

দিন দিন দেশ ডিজিটাল হচ্ছে। প্রযুক্তিতে কেউ পিছিয়ে নেই। এগিয়ে যাচ্ছে প্রযুক্তি, তার সাথে সাথে উন্নতি হচেছ মানুষের চিন্তা ধারা। আমাদের এই যুগে প্রায় সকলের কাছেই আছে এন্ড্রয়েড ফোন। আজ কাল এই মোবাইল দিয়েই অনেক কিছু করা যায়। খুব সহজেই মন জয় করে নিয়েছে এই Android ফোন । এই প্রজন্মকে আধুনিক ও ডিজিটাল করার প্রথম ও প্রধান হাতিয়ার হচ্ছে এই Android মোবাইল। ভাল একটা Android মোবাইল দিয়ে আধুনিকতার সব কাজ করা যায়।


আরো পড়ুন- Android Apps দিয়ে টাকা আয় করুন।


Ram এর উপরেই সাধারণত মোবাইলের দাম কম বা বেশি নির্ধারণ হয়। মোবাইলের দাম একটু কম হলে দেখবেন Ram এ শক্তিও কম থাকে। আবার খুব একটা মজা পাওয়া যায় না এই মোবাইল ব্যবহার করে।

তাই মোবাইলের Ram বাড়ানোর কিছু সুন্দর পদ্ধতি আছে। আজ আপনাদের সেই পদ্ধতির কথা জানাবো। আমার বলা প্রতিটি কাজ যদি আপনি সঠিক ভাবে করতে পারেন তাহলে আশা করি আপনি আপনার মোবাইল ফোন কে ফাস্ট বা শক্তিশালী করতে পারবেন।

প্রথমে আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অনেক গুলি অ্যাপস আছে তার মধ্যে যেকোন একটি ডাউনলোড দিলেই হবে। সেগুলো হলো- Busybox Installer বা Apps Ram Expender বা Simple Root Swap এই তিনটির মধ্যে যেকোন একটি।

আর একটি কাজ করতে হবে Ram শক্তিশালী বা বাড়ানোর জন্য, তা হলো অবশ্যই আপনার মোবাইলটি Rooted করতে হবে এবং আপনার মোবাইলের SD Card অবশ্যই অবশ্যই (10 Class) হতে হবে।

১. প্রথমে Busybox Installer বা Apps Ram Expender বা Simple Root Swap এই তিনটি Apps এর মধ্যে যেটি Install করেছেন সেটি ওপেন করুন।


২. Root Permeation যদি চায় তাহলে সেটি Allow করে দিন।


৩. সাইজের এর পজিশনে আপনি যে রকম বাড়াতে চান সেই পরিমান লিখে ওখানে র‌্যাম বাড়ান।


৪. তারপর (Re/Creat) এ ক্লিক করতে হবে। তার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। তাই অপেক্ষা করুন।


৫. তারপর SD Card এ আপনার Swap ফাইলটি সেভ হতে থাকবে।


৬. এরপর আপনি অন এ ক্লিক করবেন যদি আপনার Swap ফাইলটি তৈরী হয়ে যায়।


৭. তারপর আপনার মোবাইল কাজ শুরু করবে ইনফোতে ক্লিক করার পর।


এখন আপনার সব কাজ শেষ উপরের সব কাজ গুলো যদি আপনি সঠিক ভাবে করতে পারেন তাহলে দেখবে আপনার মোবাইল আগের থেকে অনেক অনেক গুনে ফাস্ট হয়ে গেছে। তাবে ঔ যে বলেছিলাম এই ৭ টি কাজ করার আগে অবশ্যই আপনার মোবাইলটি Rooted করতে হবে এবং আপনার মোবাইলের SD Card অবশ্যই অবশ্যই (10 Class) হতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.