মাসিক ‘কবিতাকণ্ঠ’ অক্টোবর’২১, বর্ষ-১৪, সংখ্যা-৬৬
পরিচালনা পর্ষদ
সম্পাদক :
এম, আব্দুল্লাহ আল মামুন
নির্বাহী
সম্পাদক:
কবির পথিক
প্রধান
শিক্ষক (উপশহর আদর্শ বালিকা
বিদ্যালয়,বগুড়া)
উপদেষ্টা
সম্পাদক:
কাজী হানিফ
(সিনি:
ইন্সটাক্টর, টিটিসি)
প্রচ্ছদ:
এম, আব্দুল্লাহ আল মামুন।
অক্টোবর- ২০২১ (বর্ষ- ১৪, সংখ্যা- ৬৬)
আর একজন নজরুল চাই
মহাসংকটে
ফরিদুজ্জামান
বড়ো সংকটে মহাসংকটে
আছি সবে আজ,
অর্থ অভাবে স্বার্থ স্বভাবে
গরিবী করছে রাজ।
দিনেদুপুরে হাটে বাজারে
দামের উর্ধশ্বাস,
কিনতে গেলে মাথা ঢুলে
বেরোয় দীর্ঘশ্বাস।
সবজি ফলে ভরা কেমিক্যালে
কিনতে লাগে ভয়,
সেটা টাটকা নাকি ফটকা
ভুগি অনিশ্চয়তায়।
আছি দাঁড়িয়ে হাত বাড়িয়ে
পেতে মানবতা,
নেই কোথাও সবি উধাও
শুধুই বিষন্নতা।
বড়ো সংকটে মহাসংকটে
আমরা সকলে,
বিবেক বুদ্ধি জ্ঞান শুদ্ধি
সবি আজ বিফলে।
কাঁদো মন
মোঃ ইব্রাহিম মিয়া
কাঁদো মন সারাক্ষন
প্রভুর প্রেমে মন চায় যতক্ষন
প্রার্থনার দ্বার খুলে
মনের পাপ মুছে ফেল
অনুতাপের অশ্রু জলে,
ছন্ন হারা পাপে ভরা
তোমার এই জীবনধারা
পাওয়ার আশায় বিভোর নেশায়
সঙ্গ নিলে লোভের পাশায়।
কাঁদো মন সারাক্ষন
প্রভুর প্রেমে মন চায় যতক্ষন
নাড়ির মোহে বেসামাল
ঠিক থাকেনা জীবন নৌকার হাল
তবুও উড়াও তুমি মানুষ নামের পাল,
ভাবছনি মন এক বিন্দু
নিন্দুকেরই সঙ্গ নিয়া
গড়ছ তুমি পাপের সিন্দ্ধু ।
কাঁদো মন সারাক্ষন
প্রভুর প্রেমে মন চায় যতক্ষন
হেসে খেলে কিছু বেলা
কেটে গেল হেলায় হেলায়
চিত্ত রসে মত্ত ভোগে
জ্ঞান হারালাম ভবের সুখে,
চেতন হলে চেয়ে দেখি আঁখি খুলে
সময় নামের ঘড়ির ঘন্টা
থামল গিয়া সন্ধার কাঁটায়।
কাঁদো মন সারাক্ষন
প্রভুর প্রেমে মন চায় যতক্ষন
লাল আভার ঐ সূর্যের আলে
পশ্চিম দিকে নিভে গেল
চারিদিকে আঁধার ঘেরা
মৃত্যু নামের নিঝুম পোকা
আমায় করে তাড়া,
সু সময়ের সজন প্রিতি
যারা ছিল নিত্য দিনের সাথি
আমার এই জীবনতরী
বাধা যখন মরণঘাটে
তারা সবায় আমায় রেখে দূরে দূরে হাটে ।
সত্যিই অবাক লাগে !
প্রণব চৌধুরী
সত্যিই সততা আজ শয্যাসায়ি সড়কে সড়কে ৷
ভান্ডতে তে না থাকিলে ভাত ভান্ডার যে ভন্ড জানিয়েছো কি ভাইকে ?
অদ্ভুদ সব আচরন অবাকে অভিভূত আলোক দিবে কি আভা ?
আবহ আজ অতীব আশ্চর্য অনিকেতে কি আছে অফুরন্ত প্রভা ?
তাজমহল তাজমহলই বিকল্প তাজে ত্যাজে তেজ তেপান্তর ৷
ঢাকায় সে আজো ঢাকিয়েই ঢাকে দেয় কাঠি করে ঢাকগুড় গুড় ঢেঁড়স !
নীতির নীতিতে নৈতিকতাকে নিয়মের নিদানে নিশিদিন কর নিমন্ত্রন ৷
সেইভাবে সেথায় সকলে হয়ে সমবেত কিন্তু স্বমূত্তিতে স্বরূপায়ণ ৷
লক্ষ্মীর লক্ষ্য ধন তবেই লক্ষ্মী লক্ষ্মীতে লাখে লাখে ৷
জমিন তোমার নেই জীবিত জরাতে জর্জরিত কৃষক জহুরীরা জ্বরে ৷
সূত্রের সূত্রাবলীর সহযোগে করো সমাধান তবেই মিলবে সব ৷
দানের দানায় ঘোড়া পারে কি দৌড় দিতে দূরন্তে দূর্লভ ?
বেকার রা কিন্তু বৈরাগী নয় বৈরাগ্য বিরাগভাজনে বিষেশণের বিষেশণ ৷
বিশেষরূপে করো বিভূষিত বিদ্বান বিদূষীদের বিবেকে তবেই বিধূময়ীর অবস্থান ৷
চমকের চমৎকারিত্বের চাকচিক্য তবেই চকচকে চিরকাল চত্তরে চত্তরে ৷
নইলে নকল নবীশদের নাট্যশালায় নাটক কিন্তু থাকবেই নাটকের অন্দরে ।
চুপসে চাই
কায়সার অমি
হঠাৎ হঠাৎ চুপসে যাই
অভিনয়ে মাতি বেখেয়ালি ভুলে
হঠাৎ আবার কাঁপন ধরে
বুকের ভেতর ফুঁসে রাখা
পরাজিত এক ইতিকথা
গলায় বাঁধা কাটার মতন
না পারি ফেলতে,
নাই বা পারছি গিলতে!
ভোট দেবো।
মুন্সী মোঃ তোফায়েল আহমেদ
ভোট এসেছে, ভোট এসেছে,
চারিদিকে একই আওয়াজ শোনা যাচ্ছে-
ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের,
অমুক ভাইয়ের মার্কা সেরা মার্কা,
অমুক ভাই ভালো লোক জয়ের মালা তার-ই হোক।
ভোট এলে ভোটাররা দামি,
ভোটের পরে ভোটাররা আসামি।
ভোট দেবো, ভোট দেবো,
নিজের মনের মত নেতাকে চিন্তা ভাবনা করে
দেখে শুনে বুঝে ভোট দেবো।
ভোট দেবোরে ভাই, ভোট দিবো।
ভয়
বুলবুল হাসান
মেঘের ডাকাডাকি শুনে
ভয় পাওয়া শিশুটি যখন বড় হয়
মেঘের ডাক শুনে তখন আর
সেই শিশুটি ভয় পায় না।
উপরন্ত-
মেঘের ডাকাডাকি নিয়ে
সে তার নানান রকম মন্তব্য করে
কারন,ভয় চিরদিন থাকে না।
কোন মন্তব্য নেই