সন্তানের বাবা কে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে Nusrat মা হতে চেয়েছেন : Taslima Nasrin
সন্তানের বাবা কে সেটা বড় কথা নয়, বড় কথা
হচ্ছে Nusrat মা হতে চেয়েছেন : Taslima Nasrin
তসলিমা নাসরিন শুভেচ্ছা জানালো নুসরাতকে নতুন মা হবার কারনে।

চ্যানেল
এম নিউজ ডেস্ক: নুসরাতের পেটে যখন সন্তান আসে তখন প্রচুর
গুঞ্জন ছড়িয়েছিল। কে কি বলেছিল তার কোন ঠিক নাই। যারা সমালোচনা করেছিল তারা বলেছিল
বহু পুরুষের সাধ নিয়ে সন্তান জন্ম দিয়েছে, এমন সমালোচনাও করেছে। এক কথায় মুখে যা এসেছে
তাই বলেছে নুসরাত জাহান (Nusrat Jahan) কে। ঠিক সেই সময় তারই মত মনমানসিকতার মত এক
নারী আমরা তাকে এক নামে চিনি নাম তসলিমা নাসরিন (Taslima Nasrin) তার পাশে এসে দাড়িয়েছিল।
তসলিমা নাসরিন বলেছিল
মেয়েদেরকে যা ইচ্ছে তাই বললেন ঠিক আছে সমস্যা নাই কিন্তু কৈ পুরুষরা যে বহু নারীর
সাধ নেয় সেই প্রশ্নতো তুললেন না। তাই কারো তোয়াক্কা না করে নাসরিন (Taslima
Nasrin) তার নিজের ভঙ্গিমায় তাকে দারুন ভাবে শুভেচ্ছা জানালো গত বৃহস্পতিবার।
বৃহস্পতিবার তার সাইটে লিখেছিল তসলিমা
শুভেচ্ছা জোনানোর পাশাপাশি নুসরত (Nusrat Jahan) কে উদ্দেশ্য করে লিখেছিল – ‘সন্তানের
বাবা কে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে Nusrat মা হতে চেয়েছেন এবং হয়েছেন’
এভাবে বলার কারণ হচ্ছে সে মনে করে এটা পুরুষ শাষিত সমাজ। কিন্তু সে আজো বুঝলো
না। এই সমাজ নারীদের কতো সম্মান দিয়েছে। কত উচ্চ মর্যাদা দিয়েছে। আরো বলেন সিঙ্গেল
মাদার এতো সহজ কথা না। বুকে সাহস আছে বলেই সে সিঙ্গেল মাদার হতে পেরেছে।
সামাজিক মাধ্যমে বিশাল আকারে লিখেন তসলিমা
(Taslima Nasrin) :
সামাজিক মাধ্যমে বিশাল আকারে লিখার সময় তিনি বলেন আসলে আমার শুভেচ্ছা জানানো বড় কথা নয় , বড়কথা হচ্ছে সে (Nusrat Jahan) নিজে পায়ে নিজে দাড়িয়ে আছে । তার আয় সে কি করবে সেটা তার বেপার। সে বহু পুরুষের সাধ নিয়ে মা হবে না একজনের সাধে মা হবে সেটা তার একান্ত ব্যক্তিগত বেপার। কারণ সে নিজে কামাই করে। আমি আশা করছি সে তার বাবার পরিচয়হীন সন্তানকে ভালই রাখবে এবং ভালো ভাবে মানুষ করতে পারবে। সবায় যদি বাচ্চা মানুষ করতে পারতো তাহলে দেশে এতো খারাপ মানুষ জন্মাতো না।
Meyra amoni
উত্তরমুছুন