লাভ (উপন্যাস) পর্ব-১২
লাভ
এম, আব্দুল্লাহ আল মামুন
উপন্যাস(পর্ব-১২)
বাবু ও হৃদয়ের আজ শেষ ক্লাস। ভাবতে কষ্ট হচ্ছে ছাত্র জীবন খুব আনন্দের
জীবন । ছােট বেলার স্কুল জীবনের আনন্দের কথা মনে পড়লে এখনাে বুকটা কেঁপে
উঠে। চল যাই কলেজে যাই।
-দু’জন কলেজে গিয়ে দেখে অনেক ছাত্র এসেছে ক্লাসে,
শেষ দিন ক্লাস করতে ক্লাস ভর্তি ছাত্র-ছাত্রী ।
-স্যার লেকচার দিচ্ছে।
স্যার বলছে ।
-তােমাদের আজ শেষ ক্লাস, এখান থেকে বের হয়ে তােমরা বিভিন্ন
কাজে ব্যস্ত থাকবে। কেউবা আরাে পড়বে। আমি চাই তােমরা আরাে লেখাপড়া করে
বড় হও। আজ আমি তােমাদের কিছু উপদেশ দিব, ছেলেদের পক্ষে, মেয়েদের পক্ষে সব
দিক তােমরা মনােযােগ দিয়ে শুনাে।
-স্যারের উপদেশ শােনার জন্য সবাই চুপ
করে বসে আছে মনােযােগ সহকারে।
-স্যার বললাে, এখান থেকে পাশ করে তােমরা
অনেকে বিয়ে করবে । অনেকে দু'চার বছর পর। কিন্তু তােমরা সবাই বিয়ে করবে।
আজ তােমাদের সামনে আলােচনা করবাে- Love অর্থাৎ ভালবাসা সম্পর্কে। ভালবাসা
বিভিন্ন ধরনের রয়েছে যেমন ধরাে বাবা, মাকে ভালবাসা, দেশকে ভালবাসা,
রাজনীতিকে ভালবাসা, কেউ আবার মদ, সিগারেট খেতে ভালবাসে। কেউ ঘুষ, কেউ সুদ
ইত্যাদি।
তবে আমি যে ভালবাসার কথা বলবাে তাহলাে, বিপরীত লিঙ্গে দুই মনের যে
মিলন হয় সেই ভালবাসা। এই ভালবাসার অপর নাম প্রেম । বিয়ের পূর্বে একটি
ছেলে, একটি মেয়ের সঙ্গে যে ভালবাসা সেই ভালবাসা। এই লেকচারই আজ আমার
ক্লাশে মূল পয়েন্ট।
ভালবাসা সম্পর্কে জানতে হলে আগে জানতে হবে মেয়েরা
কেমন। মেয়েদের প্রতি ছেলেদের কি কি করণীয় এবং ভালবাসা মানুষের কি রূপ
উপকার ও অপকার করে থাকে।
-দুনিয়ার সব চেয়ে মস্ত হেয়ালী হচ্ছে মেয়েদের
মন । অবাধ্য স্ত্রী যার জীবন তার দুর্বিসহ। সে জন্য তােমরা বিয়ে করার সময়
ভালভাবে দেখে শুনে বিয়ে করবে। নারীরা খুব ডেনজারাস তাদের নিয়ে খেলা করার
চেয়ে বিষধর সাপ নিয়ে খেলা করা সহজ।
-ভালবাসা
যা দেয় তার চেয়ে বেশী কেড়ে নেয়।
-তােমরা পুরাে হৃদয় দিয়ে ভালবেসাে
না কারণ তার শেষে হবে জ্বালা দিয়ে। এসব কথা তােমাদের কেমন মনে হচ্ছে। মনে
হচ্ছে নারীরা খুব খারাপ। আসলে কোন কোন জ্ঞানী লােকের কাছে প্রেম, ভালবাসা
ভাল আবার কোন কোন জ্ঞানী লােকের কাছে খারাপ। কারাে কারাে কাছে নারী ভাল
কারাে কাছে নারী ঘৃণ্যতম।
যেমন কেউ বলেন, ভালবাসা কখনাে পাপ নয়। সংসার
উজ্জ্বল করতে পারে একজন নারী।
-ভালবাসার জন্য যার পতন বিধাতার কাছে সে
আকাশের মত উজ্জ্বল। নারীদের উৎসাহে পুরুষরা শক্তি পায়।
তবে আমার কথা হচ্ছে
সব নারী ভাল নয়। আবার সব নারী খারাপ নয় । ছেলেরা প্রেম করার সময় মনে
রাখতে হবে জ্ঞানী লােক নারীদের বিপরীত যে সমস্ত কথা বলেছে তার থেকে বিরত
থাকা।
তাহলে আমার মনে হয় একজন ছেলে একজন মেয়েকে সঠিক নিশ্চিন্তে ভালবাসতে
পারবে। তােমরা সকলে জীবনে যতদিন বাঁচবে ততদিন সাহস নিয়ে বাঁচবে। সাহস
মানুষকে বাচতে শিখায় । আর ভয় মানুষকে মরতে শেখায়। তাই সাহস আছে। তাে বাচ
নইলে মর।
-তােমরা কর্মঠ হতে চেষ্টা করবে। অলস হবে না। অলস লােক দেশের
বােঝা। কর্মহীন জীবন হতাশার কাফন জড়ানাে একটা জলন্ত লাশ। পার্থিব জীবনে যে
যত বেশী আনন্দ ত্যাগ করছে সে তত বেশী সাবলম্বী হয়েছে।
দুনিয়াতে সুখ বলতে
কিছুই নেই আছে তা কেবল মাত্র দুঃখ। মানুষ যাকে সুখ বলে মনে করেন তা শুধু
দুঃখের কিছু বিরতি। তােমরা কর্মজীবনে সৎপথে টাকা উপার্জন করবে। তােমাদের
ভবিষ্যৎ জীবন সুখী হােক এই দোয়া করে আজ বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া
করবে। এই বলে স্যার ক্লাশ থেকে বিদায় নিল।
হৃদয় ও বাবুর পরীক্ষা শেষ।
তারা দুজনই ফাস্ট ক্লাস পেয়েছে। হৃদয় কলেজের মধ্যে সবচেয়ে ভাল রেজাল্ট
করেছে। প্রত্যেক স্যার তার জন্য দোয়া করেছে। হৃদয়ের মত ছাত্র এই কলেজে
খুব কম এসেছে। প্রত্যেকটি ছাত্রই যেন হৃদয়ের মত হয়ে কলেজ থেকে বের হতে
পারে এটাই তারা চায় ।
চলবে................


কোন মন্তব্য নেই