থাকছে না ২ সমাপনী পরীক্ষা।

চ্যানেল এম নিউজ ডেস্কঃ ৫ম ও ৮ম শ্রেণীর সমাপনী পরীক্ষা নেওয়া হবে না সরকার প্রধানের অনুমোদন পেলেই। এবার প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব যাচ্ছে ৫ম ও ৮ম শ্রেণির সমাপনী পরীক্ষা বাতিল করার বেপারে। গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক এর জ্যেষ্ঠ সচিব ও মুখ্য সচিক এই তিন জন একটি সভা করেন সেখানে এই আলোচনা হয়। এ বিষয়ে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে এই আলোচনার প্রেক্ষিতে। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে আগামী ১৬ ও ১৭ তারিখে। প্রধানমন্ত্রীর অনুমতি পেলে আর পরীক্ষা হবে না একথা জানিয়েছেন সচিব জনাব মো: আকরাম। অনেক গুলো বিকল্প পথ সামনে রেখে কাজ করছেন বললেন উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের সচিব মো: মাহবুব। এ সব কিছুই নির্ভর করবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার উপর।
বিশেষজ্ঞরা বলেন স্কুল কলেজ না খুললে পরীক্ষা নেওয়া সম্ভব না বা নেওয়া হবে না। তবে এখনো চুরান্ত সিদ্ধান্ত হয় নি। এদিকে আবার শিক্ষা মন্ত্রণালয়ের এক উধ্যতন কর্মকর্তা বলেন। স্কুল খোলা সম্ভব হলে সমাপনী পরীক্ষা নেওয়া হবে বা নেওয়ার পরিকল্পনা আছে। এ দুই শ্রেণিতে বৃত্তি দেওয়া হবে ওই পরীক্ষার ভিত্তিতে।
এই বিশাল মহামারী করোনা ভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে ৩১ আগষ্ট পর্যন্ত স্কুল বন্ধ আছে। এর পর স্কুল খোলা যাবে কি না তারও কোন নিশ্চয়তা নেই। তবে (নেপ) বিশেষজ্ঞরা প্রাথমিক শ্রেনির শিক্ষার কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ করার পাঠ্যসূচি তৈরী করছেন। তবে তাঁরা কোন মাসে স্কুল খুললে কি কার্যক্রম করা যায় এই পরিকল্পনা সাজাচ্ছেন।
এদিকে আবার বেডু প্রস্তাব করেছে ডিসেম্বরে সকল বিষয় এক ঘন্টার পরীক্ষা নেওয়া যায় কিনা। যার নম্বর থাকবে ৫০ এর মধ্যে। আরও বলেছেন নিজ নিজ বিদ্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এক সিটে একজন বসিয়ে এবং দিনে দুই শিপটে পরীক্ষা নেওয়া যেতে পারে।
এইসএসসি পরীক্ষা নেওয়া হবে প্রতিষ্ঠান খোলার সংগে সংগে।
কোন মন্তব্য নেই