Header Ads

যে ১০ টি কারণে নামাজ কখনই কবুল হবে না।

যে ১০ টি কারণে নামাজ আল্লাহ পাকের কাছে কবুল হবে না।

১. বিনা কারণে জামাত বাদ দিলে নামাজ আল্লাহ পাকের কাছে কবুল হবে না।

২. যারা জাকাত প্রদান করে না তাদের নামাজ আল্লাহ পাকের কাছে কবুল হবে না।

(অনেকে মানে করেন শুধু টাকা আর স্বরণের জাকাত দিলেই শেষ। আসলে বিষয়টা এমন নয়। জমির ফসলেরও জাকাত দিতে হবে। যদি ৪০ মণ যেকোন ফসল হয় যেমন ধান, গম, ভুট্টা যেকোন ফসলের ৪০ মণে এক মণ গরীব মানুষকে দিতে হবে। নাহলে পুড়োটায় হারাম হয়ে যাবে। শরীরেরও যাকাত আছে তাহলো রোজা )

৩.  সঙ্গত কারণে ইমানের উপর যদি মুসল্লিদের রাগ, খোব, বা নারাজ থাকেন তাহলে ঐ ইমামের নামাজ আল্লাহ পাকের কাছে কবুল হবে না।

৪. যে সমস্ত গোলাম মালিকের বাড়িতে কাজ করে তারা যদি মালিক কে বিনা কারণে না বলে চলে যায় তাহলে তার নামাজ আল্লাহ পাকের কাছে  কবুল হবে না।

৫. যারা মদ খায় এবং যারা মদের ব্যবসা করে তাদের নামাজ আল্লাহ পাকের কাছে কবুল হবে না।

৬. যে মহিলা তার স্বামীকে শন্তষ্ট রাখতে পারে না। সেই মহিলার নামাজ আল্লাহ পাকের কাছে কবুল হবে না।

৭. ওড়না ছাড়া যারা নামাজ পড়ে সেই সমস্ত মহিলাদের নামাজ কবুল হবে না। অর্থাৎ মহিলাদের গলা বের করে রাখা যাবে না। ওড়না দিয়ে ধেকে রাখতে হবে।

৮. কোন জালেম বাদশাহর নামাজ আল্লাহ পাকের কাছে কবুল হবে না।

৯. যারা সুদ খায় এবং সুদের উপর টাকা নেয়। আবার যারা ঘুষ খায় এবং ঘুষ দেয় তাদের নামাজ আল্লাহ পাকের কাছে কবুল হবে না।

১০. মা বাবার অবাদ্ধ সন্তানদের নামাজ আল্লাহ পাকের কাছে কবুল হবে না।

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.