Header Ads

গোপনে যেনা করলে দুনিয়াতেই ৩টি ভয়স্কর শাস্তি।

gopone

গোপনে যেনা করলে দুনিয়াতেই ৩টি ভয়স্কর শাস্তি

গোপনে যারা যেনায় লিপ্ত হয় এর শাস্তি আল্লাহপাক দুনিয়াতেই দিবেন।

যে মেয়েটা সামান্য তেলাপোকা দেখলে ভয় পায়। যে ছেলেটা সামান্য প্লাস্টিকের সাপ দেখলে ভয় পায়। অথচ গোপনে তারা যেনা করতে ভয় পায়না তার জন্য যে কত বড় শাস্তি অপেক্ষা তরছে, তারা সেটা কোন কিছু মনেই করছে না। আব্দুল্লাহ ইবনে মাসুদ (রা:) হযরত মুহাম্মাদ (স:) এর একজন সাহাবী । যাকে বলা হয় হাদিসের পন্ডিত। তিনি একটা হাদিস এনেছেন যখন কেউ প্রকাশ্যে জেনা ব্যাবিচারে লিপ্ত হয় আল্লাহ পাক দুনিয়াতেই এদেরকে তিন টা শাস্তি দিবেন।

১. আল্লাহ পাক এদেরকে মহামারি দিবেন। এরা মহামারির যেকোন রোগে আক্রান্ত হয়ে মারা যাবে।

২. সে এমন একটি রোগে মারা যাবে যে রোগটি তার গোটা বংশের মধ্যে কারো হয় নি। সে ধরনের রোগে সে ধুকে ধুকে ভীষণ কষ্ট পেয়ে মারা যাবে। যেমন তার একটি উদাহরন দেই, এইসআইভি ১৯৮৩ সালে আমেরিকায় প্রথম এক সমকামী লোকের দেহে ধরা পরে। প্রতি বছর এই রোগে যারা মারা যায় এদের কোন চিকিৎসা নেই। এই রোগে মারা গেলে তার পরিবারো তাকে নিতে চায় না।

৩. আল্লাহ পাক তাকে দারিদ্রতা এনে দিবেন। হয়তো তার টাকা পয়সা অনেক ছিল আস্তে আস্তে তার ধন সম্পদ কমতে থাকবে। দিন দিন তার কামাই রোজগার কমে যাবে। তার ইনকামে কোন বরকত থকবে না।


 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.