কালাইয়ের রাস্তায় ৫ লাখ টাকা ছিনতাই !
কালাইয়ে রাস্তায় ৫ লাখ টাকা ছিনতাই।
চ্যানেল এম নিউজ ডেস্ক:- চারদিকে ছিনতাই রাহাজারি বেড়েগেছে। মটর সাইকেলে এ রাস্তা রোধ করে কলাইয়ের ৫ লাখ টাকা ছিনতাই করেছে ছিনতাই কারিরা। কালাই থানাই অভিযোগ করা হয়েছে তিন জনের নামে এ ঘটনা ঘটার কারণে।
থানার এজহারে যা দেখা যায়- মোসলিমগঞ্জ হাটের ইজারাদার কালাই উপজেলার নয়াপাড়া গ্রামের নয়ন চৌধুরী মঙ্গলবার সকালে হাটের ইজারার ৫ লক্ষ টাকা দেওয়ার জন্য কালাই উপজেলা নির্বাহী অফিসে পাঠান তার বাতিজা সাব্বির হোসেন ও ভাগিনা নেওয়াজ মোরশেদ কে। মোসলিমগঞ্জ-কিচক সড়ক হয়ে তারা মটরসাইকেল নিয়ে কালাই জাচ্ছিলেন। ঠিক তখনই মোসলিমগঞ্জ বাজার থেকে কয়েকজন ছিনতাইকারি তাদের কে ফলো করে। এবং বাজার হতে পাকা রাস্তার মোড়ে যাওয়া মাত্রই মটরসাইকেল করে ৬ জন ছিনতাকারী পথ রোধ করে অস্ত্র দিয়ে ভয় দেখায় এবং মারধর করে তাদের কাছ থেকে ৫ লক্ষ টাকা নিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাদের কে উদ্ধার করে কালাই উপজেরা স্বাস্থ কমল্পেক্স এ ভর্তী করে দেয়। এই ঘটনায় ছাব্বিরের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে উপজেরার সারুঞ্জা গ্রামের ৩ জনকে আসামী করে কালাই থানায় অভিযোগ দোয়ের করেন।



কোন মন্তব্য নেই