সিনেমা মুক্তির প্রথম দিনেই ফাটিয়ে দিলেন হিরো আলম।

চ্যানেল এম নিউজ ডেস্ক: আমরা সবাই হিরো আলমকে কম বেশি চিনি। সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করি। হাসি ঠাট্ট করাটাই স্বাভাবিক কারণ হাসি ঠাট্টা করতেতো আর টাকা পয়সা বা শ্রম লাগে না। একবার তার যায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখুন। সে কি করছে বা কেমন পরিশ্রম করছে। সে হিসেব করলে তার চুলের যোগ্যতাও হবেন না।
দির্ঘ্য আট মাস করোনার কারণে সিনেমা হল গুলো বন্ধ ছিল। যদিও করোনার আগে অর্থাৎ মার্চ মাসের ২৭ তারিখে হিরো আলম অভীনিত ‘সাহসী হিরো আলম’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে হয় নি। গত শুক্রবার সিনেমা হল খোলা হয়। তবে কেউ ছবি মুক্তি দিতে সাহস পায় নি। কিন্তু হিরো আলম সাহস করে তার ‘সাহসি হিরো আলম’ ছবি মুক্তি দেয়। কিন্তু সবচেয়ে মজার বেপার হলো। ছবিটি মুক্তি পাওয়ার সাথে সাথে হলে উপচে পড়া ভীড়। সেই ভীড় দেখার জন্য হিরো আলম প্রাডো গাড়ী নিয়ে বিভিন্ন হল গুলো পরিদর্শন করতে যান। সেখানে তাকে হাজার হাজার মানুষ ভীড় জমায় এক পলক দেখার জন্য। এই সাহসী হিরো আলম ছবিটি মুক্তি পায় ৪০ টি সিনেমা হলে।


কোন মন্তব্য নেই