দ্বিতীয় বার করোনায় আক্রান্ত ভীষণ ভয়াবহ। জানুন বিস্তারিত।
করোনার মধ্যেই চলছে আমাদের জীবন যাত্রা। এতো দিনে কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে। আবার করোনা আক্রান্ত হয়ে ভাল হয়ে যাবার পর তাদের শরীরে তৈরী হয়েছে এন্টিবডি। এন্টিবডি তৈরী হলেও নিশ্চিন্ত হওয়ার কিছু নাই। আবার হতে পারে করোনা আক্রান্ত। আর যদি দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হয় তাহলে তার ফল হতে পারে আরো ভয়াবহ।
এই ভয়াবহর তথ্যটি প্রথম প্রকাশ করা হয়েছে গত মঙ্গলবার আমেরিকা থেকে প্রকাশিত দ্যা লানসেট ইনফেকশাস ডিজিজ নামে এক পত্রিকায়। যুক্তরাষ্ট এই প্রথম দ্বিতীয় বার করোনা রোগীর ভয়াবহতা সম্পর্ক তুলে ধরল।
৪৮ দিনের মধ্যে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছে ২৫ বছর বয়েসি এক জনের। আর দ্বিতীয় বারের ভয়াবহতা ছিল আরো মারাত্বক। প্রথম বারে তাকে কোন অক্সিজেন দিতে হয় নি। কিন্তু দ্বিতীয় বার তাকে ৪৮ ঘন্টা অক্সিজেন দিতে হয়েছে।
এরকম আরো চার জনের বর্ণনা তুলে ধরা হয়েছে ঐ পত্রিকায়। তা হলো ইকুয়েডরের একজন, বেলজিয়ামের একজন, নেদারল্যান্ডস এর একজন ও হংকং এর একজন।
তবে দ্বিতীয় বার করোনা হবার পর ভাল হলে কিছুদিনের মধ্যে শরীরের অন্যান্য বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। যেমন প্রচন্ড মাথা ব্যাথা, শরীরের বিভিন্ন যায়গায় ব্যাথা করা, কানে কম শোনা, একটুতেই হাপিয়ে যাওয়া। ইত্যাদি।
এছাড়াও আমরা যেখানেই যাইনা কেন সবসময় সবখানে সাবধান থাকতে হবে। সামনে শীত আসছে। শীতে সংক্রামন আসংকা বেশী থাকে।



কোন মন্তব্য নেই