Header Ads

ওসামা বিন লাদেন বেঁচে আছেন।

বিন

               এখনো মারা জান নি আলকায়দার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন। মার্কীন সেনারা বন্দুক যুদ্ধে লাদেন কে না মেরে  অন্য কাউকে মেরেছেন। একথায় জানিয়েছে মার্কীন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প। আমেরিকার বিখ্যাত এক রাজনৈতিক ওয়েবাইট নাম ‘দ্যা হিল’ এ সংক্রান্ত সুন্দর একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। 

সেই পত্রিকায় লিখেছেন- ট্রাম্প তার টুইটারে টুইট করেছেন। যে দিন আমেরিকার সেনারা প্রকাশ করে যে আমরা ওসামা বিন লাদেন কে হত্যা করেছি। আসলে তারা লাদেন কে হত্যা করতে ব্যর্থ হয়েছেন। লাদেনের যায়গায় হত্যা করেছেন অন্য কাউকে। এই খবর দেখে আমেরিকায় সমালোচনার ঝর উঠে গেছে। ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে সেখানে।


২০১১ সালে ‘রবার্ট ও’নেইল’ সাবেক আমেরিকার মেরিন সেনা, তিনি বলেন তখন ক্ষমতায় থাকা বারাক ওবামার হুকুমে ওসামা বিন লাদেনকে হত্যা করেছেন। এই আমেরিকার বিমান সেনা বলেন আমরা ওসামা বিন লাদেন কে হত্যা করেছি এতে কোন সন্দেহ নেই। অথচ প্রসিডেন্ট ট্রাম্প এটা খুব মারাত্মক এক টুইট করেছেন। এটা করা তার একদম ঠিক হয়নি । এমনিতেই তিনি এর আগেও আরো কয়েক বার আমেরিকার সেনাদের ব্যার্থ ও বোকা বলে সমালোচনা করেছেন।

আগামী ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচন যত কাছে আসছে ট্রাম্পের বিজয়ী হওয়ার সম্ভাবনা তত বেশি হচ্ছে। আর সেই আনন্দে তিনি কখন কি বলছেন তার ঠিক নেই। বেরেই চলছে তার অযোক্তির বক্তব্যের বাহার।


 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.