Header Ads

বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয় | Top 10 University (2021)

চ্যানেল এম নিউজ ডেস্ক: টাইমস হায়ার এডুকেশন প্রকাশ করলো ২০২১ সালের কোন কোন ১০ বিশ্ববিদ্যালয় এবার সেরা তালিকায় স্থান পেয়েছে। টোটাল ১ হাজার ৫ শত বিশ্ববিদ্যালয়ের তালিকা করেছে মোট ৯৩ টি দেশে থেকে এই হায়ার এডুকেশন। হায়ার এডুকেশন সাধারণত ৪ টি মানদন্ডে বিশ্ববিদ্যালয় গুলোকে সেরা তালিকায় স্থান দেয়। তা হলো- আন্তর্জাতিক মানদন্ডে, জ্ঞ্যান বিতরণ, গবেষণা ও শিক্ষা প্রদান।

দশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে আটটি বিশ্ববিদ্যালয়ই হচ্ছে যুক্তরাষ্ট্রে অবস্থিত। নিম্নে ১০ টি বিশ্ববিদ্যালয়ের তালিকা ও বিস্তারিত আলোচনা করা হলো।

১০ নাম্বারে স্থান পেয়েছে- ইউনিভার্সিটি  অফ সিকাগো। (University of Chicago) এই বিশ্ববিদ্যালয়ের উন্নতি না হয়ে অবনতি হয়েছে। গত বছর এই সনামধন্য বিশ্ববিদ্যালয় ৯ নাম্বারে ছিল। এবছর ১০ নাম্বারে চলে গেছে।

৯ নাম্বারে স্থান পেয়েছে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় (Prinston University) এই বিশ্ববিদ্যালয়ে আরো অবনতি হয়েছে। গত বছর ছিল ৬ নাম্বারে, এ বছর নেমে স্থান করে নিল ৯ নাম্বারে।


৮ নাম্বারে স্থান পেয়েছে ইয়েল বিশ্ববিদ্যালয় (Yale University) এই বিশ্ববিদ্যালয়ের এ বছর কোন উন্নতিও হয় নি আবার অবনতিও হয় নি । গত বছরেও ছিল ৮ নাম্বারে এবছরও স্থান পেলো ৮ নাম্বারে।


৭ নাম্বারে স্থান পেয়েছে ইউনিভার্সিটি অব ক্যালিফের্নীয়া, বার্কলে। (University of California, Bercle) গত বছর এই বিশ্ববিদ্যালয় কোন তালিকার মধ্যেই ছিল না। কিন্তু এ বছর ৭ নাম্বার স্থান দখল করেছে।

৬ নাম্বারে স্থান পেয়েছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় (Cambridge University) ভীষণ লজ্জার সাথে বলতে হচ্ছে যুক্তরাষ্টের এই সনামধন্য বিশ্ববিদ্যালয়টি গত বছর ৩ নাম্বার স্থান দখল করে ছিল কিন্তু এ বছর ৬ নাম্বারে চলে এসেছে।


৫ নাস্বারে স্থান পেয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি: প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে বেশ বিখ্যাত। গত বার ছিল না। এবার ৫ এ স্থান পেয়েছে।


৪ নাম্বারে স্থান পেয়েছে ক্যালিফোর্নীয়া ইনস্টিটিউট অব টেকনোলজি( California Institute of Technology) : গতবছর ২য় স্থানে ছিল এবছর অবনতি হয়ে ৪ নাম্বারে চলে গেছে।


৩ নাম্বারে স্থান পেয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়( HARVARD-UNIVERSITY) এই বিশ্ববিদ্যালয় গত বার ৭ নাম্বারে ছিল । এবছর ৩ নাম্বারে চলে এসেছে।


২ নাম্বারে স্থান পেয়েছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় (stanford University) গত বছরের চেয়ে এই বিশ্ববিদ্যালয়ের উন্নতি হয়েছে। গতবার ছিল ৪ নাম্বারে ।


সারা বিশ্বের মধ্যে প্রথম স্থান দখল করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (oxford university) অক্সফোর্ড এর কোন তুলনা নাই। গত ৫ বছর যাবত এই বিশ্ববিদ্যালয় প্রথম স্থান দখল করে আসছে। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.