বড় ভাই এর বদলে বিয়ে করতে গেলো ছোট ভাই।
চ্যানেল এম নিউজ ডেস্ক: কি অবাক কাণ্ড ! বড় ভাই এর বদলে ছোট ভাই বিয়ে করতে গিয়ে মেয়ে পক্ষের লোকের হাতে ধরা খেল চাপাই নবাবগঞ্জের ভোলাহাট থানায়। ধরার পর এলাকার প্রতিনিধিরা বিয়ে বন্ধ করে ছোট ভাইকে সকল খরচের জরিমানা করেছে। তবে এখানে ঘটক এসব রাজনীতির চাল দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিয়ের আগে মেয়ে দেখতে বড় ভাইএর সাথে ছোট ভাই এসেছিল। ছোট ভাই ভেবেছিল তাকে কেউ চিনতে পারবে না। কিন্তু মেয়ে পক্ষ ছেলেকে দেখার সঙ্গে সঙ্গে চিনতে পারে। এবং অবাক হয়ে যায়। এ নিয়ে এলাকায় তুলকালাম সুরু হয়ে যায়। এবং দেখে মেয়ের বাবা মা অসুস্থ হয়ে পরে।
ঠিক তখনি সবাইকে ধরে আটকে রেখে গ্রামের প্রতিনিধিদের খবর দেওয়া হয়। এবং উপস্থিত হন থানা ভাইসচেয়ারম্যান গরীবুল্লাহ দবির, পেনেল চেয়ারম্যান আব্দুল বারী। তারা সবাই মিলে বিয়ে খরচ বাবদ ৬০ হাজার টাকা জরিমানা ধার্য করে। তখন বর সহ বর পক্ষ ৩ হাজার টাকা দিয়ে মাফ চেয়ে তারাতারি ঐ জায়গা ত্যাগ করে।
কিন্তু মজার বেপার হল এই বিয়ে ঘটক কে কোথাও দেখতে পাওয়া যায় নি। সে আগেই পালিয়েছে। জানা যায় তারা দুই ভাই বিদেশে ছিলেন। দেশে আসার পর ছোট ভাই সঙ্গ দোষে নষ্ট হয়ে যায় তাই তার কোথাও বিয়ে দেওয়া যাচ্ছিল না। সে কারণে ছেলে পক্ষ এমন কৌশল খাটায়। কিন্তু কোন কাজ হয় নি। সব গুরে বালি হয়ে যায়।

কোন মন্তব্য নেই