বাসাভাড়ার চুক্তিনামা কিভাবে করবেন। বিস্তারিত জানুন।
“বাসা ভাড়া চুক্তি পত্র মেয়াদ ১২ (বার) মাস”
বরাবর, নাম----------------------------------পিতা- ------------------------------, মাতা------------------------------- ঠিকানা----------------------------------------------------- স্বত্বাধিকারী-১ম পক্ষ ।
লিখিতংনাম----------------------------------পিত--------------------, মাতা-------------------------
ঠিকানা---------------------------------------------------------------------------------------------------------------।
জাতি-------------------পেশা------------------ ভাড়াটিয়া- ২য় পক্ষ।

১ম পক্ষের স্বত্বদখলীয়, গ্রাম- উমক পাড়া। ডাকঘর, থানা ও জেলাঃ- বগুড়া। নির্মিত টিনসেট/ফ্ল্যাট বাড়ি (পশ্চিম/উত্তর ধার) যেমন আছে তেমন অবস্থায় ২য় পক্ষ ভাড়া বন্দোবস্ত করিয়া লওয়ার প্রার্থনা করায় ১ম পক্ষ তাহা মঞ্জুর করিয়া উক্ত বাড়ির মাসিক ভাড়া ৫০০০/-(পাঁচ হাজার) টাকা মাত্র ধার্য্য করিয়া ২য় পক্ষের নিকট হইতে একখানা এগ্রিমেন্ট তলব করিয়া ২য় পক্ষ স্বেচ্ছায় হাজির থাকিয়া ---------------সালের---------------- মাসের ১লা তারিখ হইতে কম্পক্ষে এক বছর মেয়াদে এই এগ্রিমেন্ট পত্র লিখিয়া দিয়া স্বীকার ও অঙ্গীকার করিতেছি যে, প্রতিমাসের ভাড়া চলতি মাসের ৪ (চার) তারিখের মধ্যে পরিশোধ করিব। এবং পরবর্তী মাসের শেষ তারিখের মধ্যে ভাড়া পরিশোধ করিতে না পারিলে ১ম পক্ষের বাসা ১ম পক্ষের দখলে ছাড়িয়া দিতে বাধ্য থাকিবে। মেয়াদের মধ্যে আমি আপনার বাসায় শুধুমাত্র আমার পরিবার নিয়ে বসবাস করিব।
মেয়াদের মধ্যে ২য় পক্ষ আপনার বাসায় অন্য কাহাকেও সাবলেট ভাড়াটিয়া নিযুক্ত করিতে পারিবে না কিংবা বাসায় এবং বাসার চৌহদ্দি সীমানায় ক্ষতিকারক, বিরক্তিকর, হাস্যজনক, মানহানিকর, অনৈতিক, অবৈধ বা বে-আইনী কোন ব্যবসা বা কাজ করিতে পারিব না কিংবা কাউকে করিতে সহায়তাও করিব না। করিলেও আইনগত ভাবে ক্ষতি পূরণ ও যাবতীয় ব্যয়ভার বহন করিতে বাধ্য থাকিব। মেয়াদ কালতক আপনার বাসার সীমানাদি রক্ষা করিতে বাধ্য থাকিব।
নিয়ম ও আইনানুযায়ী বৈদ্যুতিক বিল যথা সময়ে ২য় পক্ষ পরিশোধ করিবেন। বৈদ্যুতিক বিলের জন্য ১ম পক্ষ দায়ী থাকিবে না। বৈদ্যুতিক বিলের টাকা নির্ধারিত সময়ের মধ্যেই বর্তমানে ঘোষিত সরকারি রেটে আমি উহা পরিশোধ করিব।
মেয়াদঅন্তে বিনা ওজরে ও আপত্তিতে ও নোটিশে ১ম পক্ষের বাসা ১ম পক্ষের দখলে ছাড়িয়া দিতে বাধ্য থাকিব। শর্ত থাকে যে ১ম পক্ষ এবং ২য় পক্ষ অনধিক ৬ (ছয়) মাসের মধ্যে বাসা ছাড়াইয়া নিতে কিংবা ছাড়িয়া দিতে পারিবেন না। তারপরও ছাড়াইয়া নিতে কিংবা ছাড়িয়া দিতে কমপক্ষে ১ (এক) মাস পূর্বে পরস্পরকে জানাইতে হইবে।
এতদ্বার্থে, স্বেচ্ছায়, স্বজ্ঞানে ও সুস্থ শরীরে এই বাসা ভাড়া এগ্রিমেন্ট পত্র লিখিয়া দিয়া নিজ নাম সহি করিলাম।
১ম পক্ষের স্বাক্ষর পেশা ও ঠিকানা ২য় পক্ষের স্বাক্ষর
স্বাক্ষীগণের নাম
১।
২। স্বাক্ষর
৩।

কোন মন্তব্য নেই