Biden | মার্কিন প্রেসিডেন্ট যেসব সুবিধা পান। দেখুন বিস্তারিত।

চ্যানেল এম নিউজ ডেস্ক : জয়ী হলেন বাইডেন। আমরা সাধারণত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে সারা বিশ্বের রাজা বলে থাকি। তাই এবারের নির্বাচনে ৪৬ তম প্রেসিডেন্টের জয়গা দখল করে নিলেন জো বাইডেন। আমেরিকার প্রেডিডেন্ট সর্বচ্চ সুযোগ সুবিধা পেয়ে থাকেন। কিন্তু আমরা অনেকেই জানিনা এই সুযোগ সুবিধা গুলো কি কি। এ বেপারে বিস্তারিত আলো চনা করা হলো।
মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাস ভবণ নাম হোয়াইট হাউস। ৬ তালা বিল্ডিং পঞ্চান্ন হাজার বর্গফুটের এই আলিশ্বান ভবন। এখানে আছে ১৩২ টি ঘর। বাথরুম আছে ৩৫ টি এবং ফায়ার প্লেস আছে ২৮ টি। এছাড়া রয়েছে বিশাল সিনেমা হল, বোলিং আ্যলি, অপরূপ সুন্দর সুইমিং পুল ও জগিং ট্র্যাক। ব্যক্তিগত সহায়ক আছে অনেক তা কখনো কখনো কম বা বেশী হয়।
আর একটি মজার বিষয় হলো সরকারি ভাবে প্রেসিডেন্টের জন্য থাকে একটি গেস্ট হাউস। এই গেস্ট আবার হোয়াইট হাউসের থেকেও বিশাল বড় নাম ব্লেয়ার হাউস। এটি জয়গা দখল করে আছে ৭০ হাজার বর্গফুট। একটি পার্বত্য বাস ভবন আছে তাঁর জন্য নাম ক্যাম্প ডেভিড। এই রাজকীয় বাড়িটি মেরিল্যান্ড পর্বতে অবস্থিত। এর জায়গার পরিমান ১২৮ একর। কখনো না কখনো প্রায় সব প্রেসিডেন্ট এই ভবনে এসে থেকেছেন সেই রুজভেল্ট থেকে শুরু করে।
মার্কিন প্রেসিডেন্টের বিভিন্ন জায়গায় যাওয়া কিংবা আসার জন্য আছে যত ধরণের এয়ারক্রাফ্ট ইলেকট্রনিক্স আছে তার সব ব্যবস্থা সেখানে আছে । যা ইলেকট্রোম্যাগনেটিক পালস থেকে সুরক্ষিত রাখতে পারে নাম হচ্ছে : এয়ার ফোর্স ওয়ান। যে কোন ধরণের আক্রমন থেকে এটি নিরাপদ রাখে সেজন্য এটাকে বিশেষ ভাবে তৈরী করা হয়েছে। এটি আরো একটি বিশেষ ব্যবস্থা আছে তাহলো উপর আকাশে যদি কখনো জ্বালানি তেল শেষ হয়ে যায় আবার তা ভরে নেওয়া যায়।
সরকারি ভাবে চারটি হেলিকপ্টার সঙ্গে উড়ে সব সময়। এই হেলিকপ্টার গুলোর বিশেষ এক ক্ষমতা আছে যার ইঞ্জিন যদিও কখনো বিকল হয় তার পরেও ১৫০ কিলোমিটার বেগে উড়ার ক্ষমতা আছে। এবং বিভিন্ন ধরণে হামলাকে প্রতিহত করার সুব্যবস্থা আছে এখানে। এই হেলিকপ্টার গুলোর নাম হচ্ছে মেরিন ওয়ান।
তাঁর জন একটি গাড়ি তৈরী করা হয়েছে যে গাড়িকে পৃথিবীর শ্রেষ্ট নিরাপদ গাড়ি হিসেবে বিবেচিত করা হয়েছে। শুধু গোলাগুলি নয় রাসায়নিক আক্রমণ করলেই এই গাড়িকে কিছুই করতে পারবে না। পলিকার্বনেট দিয়ে শক্তিশালি জানালা এবং ৫ স্তরের শক্ত কাচ আছে এখানে। এছাড়াও এই গাড়িতে রয়েছে ব্লড ব্যাংক এবং অগ্নি মোকাবেলার সুব্যবস্থা। এই লিমুজিনটির নাম দ্য বিস্ট।
প্রেসিডেন্টের পুরো ফ্যামিলিকে সুরক্ষা দেওয়ার জন্য রয়েছে বিশেষ ফোর্স । তাদের কে গোপনে এবং প্রকাশ্যে গার্ড দেওয়া হয়। ২৪ ঘন্টা এই সংস্থা কাজ করে থাকে। মার্কিন প্রেসিডেন্টের বেতন ৪ লক্ষ ডলার । এর উপর কর আছে। ১৯ হাজার ডলার পান বিনোদন বাবদ। ৫০ হাজার ডলার বাৎসরিক পান অন্যান্য খরচ বাবদ । বিভিন্ন জায়গায় ভ্রমনের জন্য পান ১ লক্ষ ডলার। অবসরে যাওয়ার পর পেনসন বাবদ পান ২ লক্ষ ডলার। মৃত্যর পর তার স্ত্রী বিধবা ভাতা পান বছরে ১ লক্ষ ডলার।

কোন মন্তব্য নেই