Header Ads

যে কাজগুলো না মানলে সফল উদ্যোক্তা হতে পারবেন না।

 

Sofol

যে কাজগুলো না মানলে সফল উদ্যোক্তা হতে পারবেন না।

১. প্রথম যে কাজটি করতে হবে তাহলো আপনি প্রয়োজনে ১ মাস ২মাস ভালো ভাবে ভেবে ঠিক করতে হবে কি ব্যবসা করবেন তা নির্ধারণ করা। সঠিক ভাবে নির্ধারণ করতে না পারলে আপনি ব্যবসা শুরু করতেই শেষ করে ফেলবেন।

২. আর দ্বিতীয়তে সবচেয়ে গুরুত্তপূর্ণ  বিষয় হচ্ছে আপনি যে ব্যবসা করবেন  সেই ব্যবসা পরিপুর্ন ভাবে করতে কত টাকা লাগবে সেই মূলধন রেডি রাখা।

৩. ব্যবসা যদি দুইজন বা তিনজনে করেন তাহলে অর্থাৎ শিয়ারে ব্যবসা যাকে বলে। শিয়ারে ব্যবসা না করাই ভাল । তবে যদি করতেই হয় তাহলে পার্টনার কেমন তা আগে দেখতে হবে। না হলে চরম বিপদের সম্মুখিন হবে।

৪. চার নাম্বার গুরুত্তপূর্ন  বিষয় হচ্ছে ব্যবসা করার জন্য স্থান নির্ধারণ করা। স্থান সঠিক ভাবে নির্ধারণ না করতে পারলে । ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই স্থান নির্ধারণ করা বেশ গুরুত্ব পূর্ণ ।

৫. ব্যবসার ধরণ অনুযায়ী আপনার প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স অথবা কোম্পানীর রেজিষ্ট্রেশন করতে হবে। না হলে আইনী ঝামেলায় পরতে পারেন।

৬.  আপনার ব্যবসার পরিধি অনুযায়ী প্রতিষ্ঠানের বিদ্যুৎ, গ্যাস, পানি, ও পয়ঃসংযোগ বিভিন্ন ইউটিলিটি সার্ভীস ওকে করে নিতে হবে।

৭. সকল নিয়ম মেনে আপনার ব্যবসার প্রয়োজনীয় জিনিসপত্র । বা কাচামাল যদি হয় তা পাইকারী কিনতে হবে। তাবে আপনাকে একটা জিনিষ খেয়াল রাখতে হবে। আপনি যে প্রডাক্ট কিনবেন। তা কিনতেই যেন আপনি জিতেন সে দিক খেয়াল রাখতে হবে। অর্থাৎ কম দামে ভাল প্রডাক্ট কিনতে হবে।

৮. ব্যবসা প্রতিষ্ঠান বড় হলে প্রয়োজন অনুযায়ী জনবল নিয়োগ দিন। জনবল নিয়োগ দিতে কার্পন্ন করলে চলবে না। তাতে আপনার ব্যবসার ক্ষতি হয়ে যাবে। একজনকে দিয়ে ৩ জনের কাজ কখনই করাবেন না। যতজন লাগবে ততজনই নিবেন। পয়োজনে ২ /১ জন বেশি নিবেন।

৯. ব্যবসার পরিকল্পনা অনুযায়ী যদি উৎপাদন প্রতিষ্ঠান হয় তাহলে উৎপাদন শুরু করুন। এবং মার্কটিং এর মাধ্যমে ব্যবসা শুরু করে দিন।

১০. মারকেট সব সময় ভিজিট করুন। আপনার প্রতিদ্বন্দি প্রতিষ্ঠান কেমন প্রডাক্ট বের করছে তা খেয়াল রাখুন। প্রয়োজনে দাম একটু বেশি রাখেন তবুও মান ঠিক রাখুন।

 

উপরুক্ত নিয়ম যদি আপনি সঠিক ভাবে মেইনটেন করেন তাহলে আশা করা যায় আপনি একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে গরে তুলত পারবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.