TVS | Apache | Bike | Al Model Price In Bangladesh | সকল মডেল বাইকের মূল্য।
চ্যানেল এম নিউজ ডেস্ক:- টিভিএস ব্র্যান্ড একটি সুপরিচিত ব্র্যান্ড। এটা নিয়ে নতুন করে আপনাদের কাছে পরিচয় করিয়ে দেওয়ার তেমন তিছু নাই। কারন টিভিএস এর অনেক মডেল বহুল বিক্রিত রয়েছে। ডিজাইনও ভীষণ সুন্দর । তবে দামের বেপারটা আমাদের সকলের জানা দরকার। তাহলে চলুন টিভিএসএর সকল মডেলের মূল্য জেনে আসি।
TVS এপাচি আরটিআর ১৬০ সিসি:- এই বাইকটি অসাধারণ দেখতে একটি বাইক। এই বাইকটির দুটি ভেরিয়েন্ট আছে একটি সিঙ্গেল ডিক্স আর একটি ডাবল ডিক্স। ডাবল ডিক্সের বর্তমান মূল্য ১ লক্ষ ৪৬ হাজার ৯ শ টাকা। আর সিঙ্গেল ডিক্সএর মূল্য ১ লক্ষ ৭৪ হাজার ৯ শ টাকা। এই বাইকের মাইলেজ কম্পানী ক্লেম করে ৪০ কি:মি: কিন্তু আসলে যেটা পাওয়া যায় তাহলো ৩০ থেকে ৩৫ কি:মি: পার লিটার তেলে।
TVS এপাচি আরটিআর রেসিং এডিশন বাইক ১৬০ সিসি:- বাংলাদেশে এই ব্র্যান্ডের সবচেয়ে ফেমাস একটি মডেল। এবং সবচেয়ে বেশি বিক্রিত একটি বাইক। এই মডেলের চারটি কালার রয়েছে। সাদা, কালো, নীল এবং লাল। এর সিঙ্গেল ডিক্সের বর্তমান মূল্য ১ লক্ষ ৫৯ হাজার ৯ শ টাকা। এবং ডাবল ডিক্সের মূল্য ১ লক্ষ ৬৯ হাজার ৯শ টাকা। এই বাইকের মাইলেজ কম্পানী ক্লেম করে ৫০ কি:মি: কিন্তু আমরা ইউজারের মাধ্যমে জেনেছি যে পাওয়া যায় তাহলো ৪০ থেকে ৪৫ কি:মি: পার লিটার তেলে।
TVS ম্যাক্স এসটি বাইক ১২৫ সিসি :- এই বাইকটির বর্তমান মূল্য ১ লক্ষ ৩২ হাজার টাকা। এই বাইকও দেখবে বেশ ভাল। মাইলেজও ভাল পাওয়া যায়। আপনারা যারা টিভিএস ব্র্যান্ড পছন্দ করেণ তারা এই বাইকটি নিতে পারেন। এই বাইকটি মূলত অফ রোডিং একটি বাইক। ভাংগা রাস্তায় চালানোর জন্য পারফেক্ট একটি বাইক। এই বাইকের মাইলেজ কম্পানী ক্লেম করে ৬৭ কি:মি: কিন্তু আমরা ইউজারের মাধ্যমে জেনেছি যে অরজিনালি পাওয়া যায় ৫০ থেকে ৫৫ কি:মি:।
TVS স্টাইকার বাইক ১২৫ সিসি:- এই বাইকটির বর্তমান মূল্য ১ লক্ষ ১৭ হাজার ৯ শ টাকা। খুব কম দামে এই ১২৫ সিসির বাইকটি পেয়ে যাচ্ছেন। এটি কম দামের মধ্যে বেস্ট লুকিং একটি বাইক। এই বাইকের মাইলেজ আমরা ইউজারের মাধ্যমে জেনেছি যে অরজিনালি ৫০ থেকে ৫৫ কি:মি: পাওয়া যায় ।
TVS রক্স স্কুটি বাইক ১২৫ সিসি:- এই স্কুটি দেখতে সুন্দর। যারা স্কুটি ভালবাসেন তারা এই বাইকটি নিতে পারেন। এই বাইকটির মূল্য ১ লক্ষ ৪৯ হাজার ৯ শ টাকা। এই বাইকে একটি বিশেষত্ব আছে সেটা হচ্ছে এর সিটের নিচে একটি চার্জীং পোট আছে আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন।
TVS রেডিয়ন বাইক ১১০ সিসি:- এই বাইকটির বর্তমান মূল্য ৯৯ হাজার ৯শ টাকা। এই বাইকের সিবিএস ব্রেকিং সিস্টেম। যারা পাঠাও ও উবারে কাজ করতে চান তাদের জন্য সন্দর একটি বাইক হবে এটি। এই বাইকের মাইলেজ কম্পানী ক্লেম করে ৮৬ কি:মি: কিন্তু আমরা ইউজারের মাধ্যমে জেনেছি যে অরজিনালি পাওয়া যায় ৫৫ থেকে ৬০ কি:মি:।
TVS মেট্রো প্লাস বাইক ১১০ সিসি:- এই বাইকটিও অনেক পরিচিত একটি বাইক। এই দুটি ভেরিয়েন্ট আছে। একটি হলো ডিক্সব্রেক ভার্ষণ এবং আর একটি হলো ড্রামব্রেক ভার্ষণ। ডিক্সব্রেক ভার্ষণ এর বর্তমান মূল্য ১ লক্ষ ৮ হাজার ৯ শ টাকা। ড্রামব্রেক ভার্ষণ এর বর্তমান মূল্য ১ লক্ষ ৩ হাজার ৯ শ টাকা। এই বাইকের মাইলেজ আমরা ইউজারের মাধ্যমে জেনেছি যে অরজিনালি ৫৫ থেকে ৬০ কি:মি: পাওয়া যায় পার লিটার তেলে।
TVS মেট্রো বাইক ১০০ সিসি:- এই বাইকটিকে বলা হয় ১০০ সিসির রাজা। এই বাইকটি দেখতেও যেমন সুন্দর, চালিয়েও তেমন মজা। আর বসচেয়ে ভাল বেপারটি হলো এই বাইকটিতে টপ মাইলেজ পাওয়া যায়। এই বাইকের মাইলেজ আমরা ইউজারের মাধ্যমে জেনেছি যে অরজিনালি ৬০ থেকে ৬৫ কি:মি: পাওয়া যায় পার লিটার তেলে। এর দুটি ভেরিয়েন্ট আছে তাহলো এর কিক স্টাটও আছে আবার সেল্ফ ষ্টাট ও আছে। কিক স্টাট এর মূল্য ৮৪ হাজার ৯শ টাকা। এবং সেল্ফ স্টাট এর মূল্য ৯০ হাজার ৯ শ টাকা।
TVS এক্সএল স্কুটি বাইক ১০০ সিসি:- এই মডেল কিক স্টাট রে মূল্য ৫৯ হাজার ৯০০ টাকা। এবং আইটাচ ভার্ষণের মূল্য ৬৯ হাজার ৯ শ টাকা।
কোন মন্তব্য নেই