High Price 5 Bikes In Bangladesh | সবচেয়ে দামি ৫ টি বাইকের মূল্য।
চ্যানেল এম নিউজ ডেস্ক :- আজ আপনাদের বাংলাদেশের সবচেয়ে দামি ৫ টি বাইক সম্পর্কে জানাবো। চলুন শুরু করা যাক।
এপ্রিলিয়া আর এস ফোর ১২৫ সিসি :- ইঞ্জিনের শক্তি ১৫ বি এসপি এবং ১১ এসএমটক। এই বাইক টি অসাধারন দেখতে। এই বাইকটিও ২০১৭ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে। বাইকটির ইউরো ত্রি ইঞ্জিন। এর হেড লাইটটি হ্যলোজেন। এই বাইকটির বাংলাদেশি টাকায় ৫ লক্ষ ৭৫ হাজার টাকা।
কেটিএম ডিউক ১২৫ সিসি:- ইঞ্জিনের ক্ষমতা ১৪.৮ বি এসপি ১১. এনএমটক। এই বাইকটির ইম্পোটার মোটরসাইকেল ওয়াল্ড লি:। কেটিএম বাইক বাংলাদেশে ২০১৭ সালের ৮ আগষ্টে যাত্রা শুরু করে। এটি বাংলাদেশের সবচেয়ে দামি বাইকের মধ্যে একটি। এর ফিসার্স হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস ১৫০ মি:মি:। বাইকটিতে রয়েছে ইউরো ৪ ইঞ্জিন। এই বাইকটির বর্তমান মূল্য ৫ লক্ষ ৯৫ হাজার টাকা।
হোন্ডা সিবি ১৫০ আর মোশন ১৫০ সিসি :- এবিএস ভার্ষণ, এই বাইকটির ইঞ্জিন এর সবর্চ্চ শক্তি ২০ বিএসপি। এই বাইকটির ইম্পোটার ই আর এস গ্লোবাল লি:। বাইকটিতে ইউরো ফাইভ ইঞ্জিন ব্যাবহার করা হয়েছে । এতে এলইডি হেড লাইট এবং টেল লাইট রয়েছে। এই মডেলের ওজন ১২৫ কেজি। এর দাম ৬ লক্ষ টাকা।
ইয়ামা আর ওয়ান ফাইভ বি ত্রি মুভিস্টার এডিশন ১৫০ সিসি:- এই বাইকটির ইঞ্জিনের শক্তি ১৯.০৪ বি এসপি এবং ১৪.৭ এসএম অফটক। ইম্পোটার এসিআই মটরস লি:। এই মডেলের ডিজাইন আমার কাছে এককথায় মাইন্ড ব্লোইং। দেখলে চোখ ফেরানো যায় না। এই বাইকটির দাম ৫ লক্ষ ৪০ হাজার টাকা।
হোন্ডা সিবিআর ১৫০ আর রেপসেল এডিমন ১৫০ সিসি:- এই বাইকটির ইঞ্জিনের শক্তি ১৬.৯ বি এসপি এবং ১৪.৪ এনএম অফটক। এই মডেল যখন হোন্ডা কোম্পনি প্রথম বাংলাদেশে প্রথম আসে তখন বাংলাদেশে হোন্ডা লাভার্সদের পাগল করে দিল। স্পোর্স বাইক হিসেবে এই মডেল বাইকটি খুব চমৎকার। বর্তমানে এই মডেল বাইকটির দাম ৪ লক্ষ ৫০ হাজার টাকা।
CBR price
উত্তরমুছুন