Singer | AC | Fredge | Al Model price | সিঙ্গারের সকল মডেল এসি ও ফ্রিজের মূল্য।

চ্যানেল এম নিউজ ডেস্ক :- সিঙ্গারের নাম আমরা শুনি নি এমন মানুষ মনে হয় বাংলাদেশে একটাও পাওয়া যাবে না। প্রায় পরিবারে সিঙ্গারের কিছু না কিছু ব্যবহার হচ্ছে। আর সিঙ্গারের পন্য নিয়ে মানুষ ঠকেছে এমন মানুষও খুঁজে পাওয়া মুশকিল। তাহলে চলুন আমরা জেনে আসি সিঙ্গারের সকল মডেল এসি ও ফ্রিজ এর মূল্য।
১. সিঙ্গার প্রো ডাবলুডি ২১০ মডেল ফ্রিজ :- ২১০ লিটার অথবা ১৩ সিএফটি এই মডেলের বর্তমান মূল্য ২৯ হাজার ৯ শ ৯০ টাকা। দুটি কালার আছে লাল এবং কালো।
২. ১৯৮ মডেল ফ্রিজ:- ১২ সিএফটি এই মডেল সিঙ্গারের সবচেয়ে বেশি বিক্রিত একটি ফ্রিজ এটি। মধ্যবিত্ত ফ্যামিলির সবচেয়ে পছন্দের একটি ফ্রিজ । এটার ডিপ হচ্ছে ৪০ আর নরমাল অংশ ৬০, এটার কম্প্রেশার ওয়ারেন্টি ১০ বছর। এটির তিন টি কালার আছে কালো, লাল, এবং নীল। মূল্য- ২৭ হাজার ৯ শ ৯০ টাকা।
৩. ২১৮ মডেল ফ্রিজ :- ১৪ সিএফটি, ডিপ ৪০ আর নরমাল ৬০। এটাও খুব পপুলার একটি ফ্রিজ। ডিসকাউন্ট মূল্য- ৩০ হাজার ৯ শ ৯০ টাকা। ৬৫% বিদ্যুৎ সেভিং করে। সিঙ্গার সকল ফ্রিজে উন্নত মানের গ্যাস ব্যবহার করা হয় এই গ্যাসের নাম আর৬০০ গ্যাস।
৪. ২৪৩ মডেল ফ্রিজ:- এই ফ্রিজটির ডিপ ৫০ আর নরমাল ৫০। অর্থাৎ ডিপ আর নরমাল সমান সমান। কালার তিন টি- লাল, সোনালী এবং কালো। ১৬ সিএফটি অর্থাৎ ২৪৩ লিটার। এর ডিসকাউন্ট প্রাইজ ৩৩ হাজার ৯ শ ৯০ টাকা।
৫. ২২৯ মডেল ফ্রিজ :- ১৫ সিএফটি, ২২৯ লিটার। এটি ড্রয়ার সিস্টেম। যারা ড্রয়ার পছন্দ করেন তারা এই মডেল নিতে পারেন। এই মডেলের ডিসকাউন্ট মূল্য ৩৩ হাজার ৭ শত ৯০ টাকা। সব মডেল ১০ বছর কম্প্রেশার ওয়ারেন্টি।
৬. ২৭৩ মডেল ফ্রিজ:- এটার ৪৫ ডিপ এবং ৫৫ নরমাল। এটি নতুন একটি মডেল। ১৮ সিএফটি অর্থাৎ ২৭৩ লিটার। এটার ডিসকাউন্ট মূল্য ৩৪ হাজার ৯ শ ৯০ টাকা।
৭. ৩৩৩ মডেল ফ্রিজ :- এই মডেল ফ্রিজ বড় ফ্যামিলির জন্য। অনেক বড় একটি ফ্রিজ এটি। ৩৩৩ লটার অর্থাৎ ২২ সিএফটি। ডিসকাউন্ট মূল্য- ৩৭ হাজার ৪ শ ৯০ টাকা।
৮. ডিএফটু১৮ মডেল ফ্রিজ :- ১৩৮ লিটার ক্যাপাসিটি ৯ সিএফটি। সিঙ্গারের সবচেয়ে ছোট একটি ফ্রিজ এটি। সাধারণত যারা ব্যাচেলর তারা ব্যবহার করে থাকে। দুটি কালার লাল এবং কমলা কালার। এটার ডিসকাউন্ট প্রাইজ ১৮ হাজার ৭০৮ টাকা।
৯. ২১৫ মডেল ডিপ ফ্রিজ :- ২০৫ লিটার এই ডিপ ফ্রিজের ডিসকাউন্ট প্রাইজ ২৫ হাজার ৯৯০ টাকা। বড় ডিপ ফ্রিজ টির ডিসকাউন্ট মূল্য ৪০ হাজার।
এখন আমরা সিঙ্গার এসির মূল্য জানবো।
১. এক টন ইনভার্টার এসি :- এটি ৬০% বিদ্যুৎ সেভিংস করে। এবং ৫ বছর গ্যারান্টি। এটার মূল্য ৪৫ হাজার ৯৯০ টাকা। আর নন্ ইনভার্টার ১ টন এসির মূল্য ৩৫ হাজার টাকা।
২ দেড় টন নন ইনভার্টার এসি :- গোল্ডেন কালার এই এসির ডিসকাউন্ট প্রাইজ হচ্ছে ৪৯ হাজার টাকা। দেড় আর একটি মডেল রয়েছে ইনভার্টার যার মূল্য ৫৪ হাজার টাকা।
কোন মন্তব্য নেই