Yamaha | Bike | Al Model Price in Bangladesh | ইয়ামাহা সকল মডেলের মূল্য।

চ্যানেল এম নিউজ ডেস্ক:- আজ আপনাদের ইয়ামাহা বাইকের সকল মডেলের মূল্য সম্পর্কে জানাবো। ইয়ামাহার সকল মডেলের মূল্য একটু বেশি । তবে ডিজাইন বেশ সুন্দর । একারণেই সবাই এই ইয়ামাহা ব্র্যান্ডকে পছন্দ করে। বিশেষ করে যারা টাকা পয়সার দিকে না তাকিয়ে শখ পুরণ করতে চায় তারা সাধারণত ইয়ামাহা ব্র্যান্ড থেকে বাইকে ক্রয় করে। তাহলে কথা না বারিয়ে চলুন জেনে আসি কোন মডেলের কত দাম।
ইয়ামাহা ছেলোটু বাইক ১২৫ সিসি:- এই মডেল বাইকটি ইয়ামাহার সবচেয়ে কম রেটের বাইক। এই বাইকটি বেশ ভাল মাইলেজ পায়। প্রতি লিটোর তেলে প্রায় ৭৮ কি:মি: চলে এবং হাই স্পিড প্রায় ৯৮ কি:মি: প্রতি ঘন্টায় উঠানো যায়। এই বাইকটির বর্তমান মূল্য ১ লক্ষ ২৮ হাজার টাকা। এই বাইকটি ৫ টি কালারে পাওয়া যাবে সাদা, নীল, লাল, কালো ও সবুজ।
ইয়ামাহা জেড আর স্কুটার ১৫০ সিসি:- এই বাইকটি ৫ টি কালারে পাওয়া যাবে। এটির মূল্য ১ লক্ষ ৬৫ হাজার। সর্বচ্চ গতিবেগ ঘন্টায় ৮০ কি:মি: পর্যন্ত তোলা যাবে। এবং প্রতি লিটার তেলে চলবে প্রায় ৬৬ কি: মি:। ট্যাংকে ৫.২ লিটার তেল ধরবে। ওজন ১০৩ কেজি। মেয়েদের জন্য সুন্দর একটি বাইক এটি।
ইয়ামাহা এফজেডএস ভার্ষণ তিন ১৫০ সিসি :- এই বাইকটির বর্তমান মূল্য ২ লক্ষ ৭৫ হাজার টাকা। প্রতি লিটার তেলে চলবে প্রায় ৪৫ কি: মি:। এর টপ স্পিড ১২০ কি: মি: পর্যন্ত উঠানো যাবে।
ইয়ামাহা আর ওয়ান ফাইভ ১৫৫ সিসি :- এই মডেলের দুটি ভার্ষণ আছে একটি ইন্দোনেশিয়া ও আর একটি ইন্ডিয়ান ভার্ষণ । ইন্ডিয়ান ভার্ষণ এর মূল্য ৪ লক্ষ ১০ হাজার টাকা। প্রতি লিটার তেলে চলবে প্রায় ৩৫ থেকে ৪০ কি: মি:। এর টপ স্পিড উঠানো যাবে ১৩৬ কি: মি: পর্যন্ত। আর ইন্দোনেশিার মনস্টার ভার্ষণের দাম ৫ লক্ষ ৩০ হাজার টাকা। তবে এর গ্রে কালারের মূল্য ৫ লক্ষ ১০ হাজার টাকা।
ইয়ামাহা এমটি১৫ বাইক ১৫৫ সিসি :- এই মডেলেও দুটি ভার্ষণ আছে একটি ইন্দোনেশিয়া ও আর একটি ইন্ডিয়ান ভার্ষণ । ইন্ডিয়ান এর মূল্য ৩ লক্ষ ৬৫ হাজার টাকা। আর ইন্দোনেশিয়ার ভার্ষণের দাম ৪ লক্ষ ৬৫ হাজার টাকা। যারা মূলত দূরের জার্নী করতে চান তাদের জন্য এটি সুন্দর একটি বাইক।
কোন মন্তব্য নেই