লাভজনক ৮ টি পাইকারী ব্যবসা। সফল হোন ১০০%

চ্যানেল এম নিউজ ডেস্ক:- পাইকারী ব্যবসা করতে গেলে একটু বেশী টাকা খাটাতে হয়। খুচরা ব্যবসা থেকে পাইকারী ব্যবসা বেশ লাভ জনক। এর মধ্যে আবার কিছু ব্যবসা আছে বেশি লাভজনক, চলুন জেনে নেই কোন ৮ টি পাইকারি ব্যবসা করলে আপনি বেশি লাভবান হবেন।
১. পাইকাড়ী কাপড়ের ব্যবসা : এই ব্যবসা ভালোভাবে করতে গেলে ৫ থেকে ৬ লাখ টাকা হলে ভালো হয়। পাইকারী কাপড়ের ব্যবসা খুবই লাভজনক। আপনি চাইলে এই ব্যবসা করতে পারেন।
২. পাইকারী চালের ব্যবসা : পাইকারী চালের ব্যবসা ভালো একটি লাভজনক ব্যবসা। চাল এমন একটি জিনিস যা আপনি যেখানেই ব্যবসা দিবেন সেখানেই হবে। চালের চাহিদা সবচেয়ে বেশি। এই ব্যবসা করে ভালো টাকা ইনকাম করা সম্ভব।
৩. স্টেশনারী জিনিষ এর পাইকারী ব্যবসা: যত দিন যাচ্ছে স্টেশনারীর চাহিদা ততই বাড়ছে। তাই এই ব্যবসা করতে পারেন। বেশ ভালো লাভ আছে এই ব্যবসায়।
৪. মুদি দোকানের জিনিষ এর পাইকারী ব্যবসা : এই ব্যবসা একটি ভালো লাভজনক আইডিয়া। মুদির দোকানের প্রায় সব জিনিষই প্রয়োজনীয়। তাই এই ব্যবসা পাইকারী করলে খুব লাভবান হওয়া যাবে।
৫. টি –শার্ট এর ব্যবসা:- এই ব্যবসার পাইকারী করতে গেলে খুব একটা বেশি পুজি লাগবে না। কম টাকা দিয়েই এই ব্যবসার পাইকারী করতে পারবেন। অনেক গারমেন্স আছে বাংলাদেশে এই টি শার্ট তৈরী করে। সেখান থেকে কিনে নিয়ে এসে যেকোন বাজারে দিলেই আপনার ব্যবসা হবে। সব যায়গাতে এই ব্যবসা চলে।
৬. ব্যাগের ব্যবসা: এই ব্যবসা পাইকারী করতে গেলে টাকা বেশি লাগে। তবে একবার এই ব্যবসা দাঁড় হয়ে গেলে আর পিছনে ফিরে তাকাতে হবে না। খুব ভালো ব্যবসা এটি।
৭. পাইকারী ঘড়ির ব্যবসা:- এই ঘড়ির ব্যবসা আপনি দুই ভাবে শুরু করতে পারেন। একটি হচ্ছে ভালো ব্রান্ডের ঘড়ির। আর একটি হলো নন ব্রান্ডের ঘড়ির ব্যবসা। ভালো ব্রান্ডের ঘড়ি হলে আপনাকে মূলধন বাড়াতে হবে। আর নন ব্রান্ড হলে কম টাকার মধ্যেই সম্ভব।
৮. থ্রি-পিস এর পাইকারি ব্যবসা:- আমাদের দেশে মেয়েদের সবচেয়ে পছন্দের কাপড় হচ্ছে থ্রি-পিচ। থ্রিপিচের পাইকারী ব্যবসা করতে পারলে খুব ভালো লাভবান হবেন। তবে এব্যবসার জন্য বিভিন্ন খুচরা দোকানদারের সাথে যোগাযোগ রাখতে হবে। এবং সম্পর্ক রাখতে হবে। তাহলেই আপনার ব্যবসা তর তর করে উপরে উঠে যাবে।
কোন মন্তব্য নেই