Header Ads

পাওয়া যাচ্ছে না নাসির ও তামিমাকে, দেনমোহর শুনে অবাক সবাই।

Nasir Tamima

চ্যানেল এম নিউজ ডেস্ক :- আগে থেকেই নাসিরকে চিনেন না এমন মানুষ পাওয়া কঠিন। যারা ক্রিকেট খেলা কখোনই দেখেন নি, তারাও এখন চিনেন নাসির হোসেনকে। সবাই তাকে গুডবয় হিসেবে চিনলেও এখন সে সবার কাছে ব্যাডবয়। মেয়েলি ব্যাপারে নাসিরের ঝামেলা অনেক দিন থেকেই শুনে আসছি আমরা। তার নাকি ৩২ টি গার্ল ফ্রেন্ড। ১৪ ফেব্রুয়ারী অর্থাৎ ভালোবাসা দিবসে তামিমাকে বিয়ে করে আবার চরম সমালোচনার ঝড় উঠেছে তাকে নিয়ে।

তবে নাসিরের কোন বক্তব্য এখনো শোনা যায় নি। এবং তাদের বিয়ের পর থেকে তাদের কে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা নাকি আত্ম গোপনে চলে গেছেন। তাদেরকে বার বার ফোন দিয়ে ফোনেও পাওয়া যায় নি। তারা ঠিক কোথায় আছে কেও ঠিক মত বলতে পারছে না।

এদিকে তামিমার স্বামী রাকিব গত ১৮/০২/২১ ইং তারিখে উত্তরা পশ্চিম থানায় জিডি করেন। গত দুই দিন তার বাসায় গিয়ে তাদের খোঁজ করতে গেলে (বিয়ের পর যে বাসায় উঠেছিলেন) তামিমার ছোট ভাই অভি জানায় তারা বাসায় নেই। বাহিয়ে গেছেন বিকালে ফিরবেন। কিন্তু তারা বিকেল কেন রাত বা পরের দিনও বাসায় ফিরে নি। পরে তার ছোট ভাই অবিকে ফোন দিলে সেও ফোন ধরে না।

এদিকে তামিমার স্বামী রাকিব পুলিশি ব্যবস্থা ছাড়া অন্য কিছু করার কথা ভাবছেন না। তার একটাই কথা এমন ফুটফুটে একটা সন্তার রেখে তার এমন কাজ করা একদমই ঠিক হয় নি। এর আগেও তামিমা নাকি আরো অনেক ছলচাতুরি করেছেন। রাকিবের কথা মেয়েকে নষ্ট করার মূল হোতা হচ্ছে প্রচন্ড অর্থ লোভি তার মা সুমি আক্তার। ১২/১০/১০ তারিখে তারা নোটারি পাবলিক মাধ্যমে কাগজপত্র সম্পূর্ণ করেছেন । পরবর্তীতে ২৬/০২/১১ ইং তারিখে তিন লক্ষ টাকা দেন মোহর ধার্য করে তারা বিয়ে কাজ সম্পন্ন করে। তবে নাসিরের সাথে দেনমোহর কত করেছে তা সঠিক জানা যায় নি। তবে কেও কেও বলছে ৯০ লক্ষ টাকা।

এদিকে তামিমা বলে নাসির যদি তার ৩২  জন গার্লফ্রেন্ড কে রেখে আমাকে বিয়ে করতে পারে, তাহলে আমি কেন মাত্র একটা মেয়ে আর একটা স্বামীকে রেখে আসতে পারবো না। একথা শুনে সবাই তাকে তিব্র নিন্দা জানায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.