আর বলবো না ভালোবাসি । এম, আব্দুল্লাহ আল মামুন

আর বলবো না ভালবাসি
এম, আব্দুল্লাহ আল মামুন
Channel M (KPM Production)
ছেলেটি মেয়েটিকে বারবার ফোন দিবে আর মেয়েটি ফোন কেটে দিবে। বিরক্ত হয়ে মেয়েটি ফোন রিসিভ করে বলবে – কি সমস্যা তোমার? বারবার কেন ফোন দিয়ে বিরক্ত করছো।
ছেলে- তোমাকে কালকে রাত থেকে এতোবার ফোন দিয়েছি একটাবার কি ফোন রিসিভ করা যায় না।
মেয়ে- আমি তোমাকে আগেও বলেছি এখনো বলছি তুমি আমাকে বিরক্ত করবে না।
ছেলে- মৌ হ্যপি বার্ড ডে।
মেয়ে- ধন্যবাদ।
ছেলে- একটা অনুরোধ রাখবে ?
মেয়ে- কতবার বলবো তুমি আমাকে ডিসটার্ব করবে না। তোমাকে আমি বলছি না আমাকে বিরক্ত না করতে। আর শোনো আমি তোমাকে ভালবাসি না।
ছেলে- মৌ আজকে আমি তোমার কাছে ভালবাসা ভিক্ষে চাইতে আসি নি। আমি জাস্ট তোমার কাছ থেকে একটু সময়, জাস্ট একটু সময় নিতে আজকের দিনটা প্লিজ।
মেয়ে- ইম্পসিবল আজ সন্ধায় বাসায় আমার গেস্ট আসবে।
ছেলে- সন্ধা হতে অনেক দেরি আছে এখনো। প্লিজ আজকে বিকালটা একটু সময় দাও।
মেয়ে- তুমিতো দেখছি ভালই ছেসরা।
ছেলে- হ্যাঁ আমি অনেক ছেসড়া তোমার জন্য।
মেয়ে- আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে কথা দাও আজকের পর থেকে তুমি আমাকে আর দিস্টার্ব করবা না। তাহলে আমি ভেবে দেখবো।
ছেলে- আমি কথা দিচ্ছি আমি আর কোন দিন তোমার কাছে সময় চাইবো না। প্রমিস।
মেয়ে- ঠিক আছে আজকে বিকালে সময়টা তোমার জন্য।
ছেলে- থ্যংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।
দেখা হবার পর
মেয়ে- আচ্ছা আমরা কি এভাবে হাটতেই থাকবো ?
ছেলে- চলো বসি।
বসার পর
ছেলে- যদি কিছু মনে না করো আমাকে জাস্ট ৫ মিনিট সময় দেওয়া যাবে। আমি যাবো আর আসবো।
মেয়ে- মানে কি-- তুমি আমাকে এখানে একা ফেলে কোথায় চলে যাবে ?
ছেলে- মৌ- ভালো যদি নাই বাসো তাহলে কেন এতো অভিনয় করো ?
মেয়ে একটু মাথা নিচু করে- আচ্ছা ঠিক আছে যাও।
ছেলেটি হাতে একটা কেক নিয়ে এসে- ছরি মনে হয় অনেক বেসি দেরি হয়ে গেছে তাই না।
মেয়ে- ইটস্ ওকে এইটা কি ?
ছেলে- আসলে আসে পাসে তোমাকে সার্প্রাইজ করার মত কোন কিছু পাই নি। তাই ছোট্ট একটা কেক নিয়ে আসছি। আসা করি তুমি এতেই খুসি হবে।
মেয়ে একটু তাচ্ছিল্লের হাসি দিয়ে- এটা কেক ?
ছেলে- হ্যা, আসলে অন্য কোন কেক পাই নি।
মেয়েছি হাসি হাসি মুখে কেক টি নিয়ে ছেলেটিকে খায়াতে যাবে এমন সময় ছেলেটি তার হাত ধরে তাকেই খাওয়াবে। আর বলবে হ্যাপি বার্ট ডে টু ইউ। তার পর ছেলেটিকে খাওয়াবে। ছেলেটি খেয়ে বলবে সেই টেস্টি না ?
মেয়ে- অনেক। আচ্ছা তুমি আমাকে এতো ভালবাস কেন ?
ছেলে– আমার কাছে মনে হয় ভালোবাসতে কোন কারণ লাগে না। আর যে ভালোবাসায় কারণ থাকে সেটাকে ভালোবাসা বলা যায় না। আমার কাছে মনে হয় ভালোবাসতে হলে প্রিয় মানুষটার প্রতি আবেগ—টান, মায়া, অনুভুতি এটাইতো এনাফ তাই না ?
মেয়ে- তোমার সাথে কথায় আমি কখনোই পারবো না। তুমি যে আমাকে এতো ভালোবাস, কয়দিন পর য়ে আমার বিয়ে হয়ে যাবে তখন তুমি কি করবে ?
ছেলে- তখন কোন না কোন ভাবে দিন চলে যাবে। মৌ সব ভালোবাসায় যে পেতে হবে এমন তো কোন কারণ নেই।
মেয়ে- একটা কথা কি জানো ? থাক কিছু না।
ছেলে দির্ঘ নিশ্বাস নিয়ে- চলো একটু সামনে যেয়ে বসি।
সামনের দিকে যেয়ে মেয়েটি অনেক হাসবে। ছেলেটি তা দেখে বলবে- বেসি হাসলে নাকি বেসি কাঁদতে হয় গুনিজনেরা বলে।
মেয়ে- তুমি যদি আমাকে বিরক্ত করা বন্ধ করে দাও তাহলে আমি অনেক খুসি হবো। আর হ্যা তোমাকে অনেক ধন্যবাদ আজকের দিনের জন্য আজ আমি অনেক খুসি।
ছেলে- থ্যঙ্ক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আজকে বিকালটা আমাকে দেওয়ার জন্য। ও হ্যা আজকে সময়তো প্রায় শেষ।
মেয়ে- জানি জানি আজকের সময়টা তোমাকে আমিই দিয়েছি।
ছেলে- সময় কেউ কাওকে দিতে পারে না, আমরা শুধু মাত্র সময়ের গতিপথটা অনুসরণ করে চলি মাত্র।
মেয়ে- তোমার কথার আগা মাথা কিছুই আমি বুঝতে পারছি না। আচ্ছা তুমি এমন কেন ?
ছেলে- কেমন ? খব খারাপ তাই না। একটা চিঠি বেড় করে দিয়ে বলবে তোমার সকল প্রশ্নের উত্তর এই চিঠিতে। হ্যা চিঠিটা অবশ্যই বাসায় গিয়ে খুলবে। আর এটাই যেন আমাদের শেষ দেখা হয়।
মেয়ে একটু অবাক হয়ে- হোয়াট, মানে কি ? কি বলতেছ এসব ? আর মানে কি এসবের।
ছেলে- তোমার সকল প্রশ্নে উত্তর এই চিঠিটাতে। এই চিঠিটা অবস্যই বাসায় গিয়ে পড়বে। আমি চাই না তুমি এই চিঠিটা এখন পড়ে আমাকে পেছন থেকে ডাকো। আমি তোমাকে ভালোবাসি, ভালো থাকো, টেক কেয়ার।
বলে ছেলেটি চলে যাবে। মেয়েটি চিঠিটা পড়তে লাগবে।
চিঠি
আমি জানি তুমি চিঠিটা এখনি পড়তে শুরু করবে। জানো আমার ভালোবাসাটা ছিল ওয়ানসাইডট লাভ। তুমি হয়তো আমাকে ভালোবাস না। সেটা নিয়ে আমি একটুও কষ্ট পাই নি। আর আমি চাইও না যে তুমি আমাকে ভালোবাসো। কখনো কখানো ভালোবাসা না পাওয়াটাই হয়তো ভালোবাসা। আর আমাকে আর কোন দিন তুমি দেখবা না। কেন না আমার যে সময় অনেক কম, ডক্টর বলেছে আমার সময় শেষের দিকে। আমি চলে যাচ্ছি তোমাকে আর কোন দিন ফোন দিয়ে বলবোনা একটু সময় দাও। তোমার কাছে আমার শেষ একটা চাওয়া আমাকে পেছন থেকে প্লিজ ডেক না। আই লাভ ইউ মৌ, আই লাভ ইউ সে মাচ।
ছেলেটি কাঁদতে কাঁদতে হেঁটে চলে যাবে।
কোন মন্তব্য নেই