মানবতা। এম, আব্দুল্লাহ আল মামুন। ছোট গল্প।
মানবতা
এম, আব্দুল্লাহ আল মামুন
রকি:- রিক্সাওয়ালা মামা ১২ তো বারোটা বেজে গেল । বাড়ি জাবা না। কাল সকালেই তো ঈদ।
রিক্সাওয়ালা:- হ মামা একনি যাম ।
রকি :- তোমার ভাড়া কত হছে ?
রিক্সাওয়ালা:- ৪০ টেকা।
রকি- এই লেউ ১০০ টেকা ৬০ টেকা দেও।
রিক্সাওয়ালা:- খুচরাতো নাই মামা। আপনির আগে এক মাডামক লিয়ে গেছনু। সেই ৫০০ টেকা দিছলো সেই টেকা খুচরা দিয়ে সব স্যাশ। একন কুটি পাই খুচরা কনতো মামা।
রকি:- আম্মাওতো ঘুমে গেছে । আম্মাক ডাকে যে খুচরা ৪০ টেকা লিমো তারও উপায় নাই। দেকো মামা এনা চেষ্টা করে দেক পারবা। একনো অনেক দোকান খোলা আছে লিয়ে আসো যাও।
রিক্সাওয়ালা:- টিক আছে আপনি এনা এটি দারান হামি খুচরা করে লিয়ে আচিচ্ছি।
রকি :- ঠিক আছে যাও।
রিক্সাওয়ালা যাওয়ার পর রকি মনে মনে – একনকার রিক্সা আলারা যা চিটার হছে তা কওয়া যাবি না। সব সময় ধান্দাবাজি। ককনো কবি খুচড়া নাই, ককনো কবি ১০ টেকা বেশি দেন, মামা আজ রোদ খুব বেশি টেকা বেশি দেওয়া লাগবি। বৃষ্টি হলে কবি আজ বৃষ্টি হচ্ছে টেকা বেশি দেন। সকাল হলে কবি সকাল বেলা এনা ধরে দিয়েন। রাত হলে কবি রাতের বেলা বেশি না দিলে হবিই না। কেউ কেউ তো রিক্সা লিয়ে ভিক্ষা করবা বারায়। পেসেঞ্জারক রিক্সাত তুলেই দুনিয়ার অভাবের কতা শুনাবি শুনে ২০/৩০ টেকা সাহায্য চাবি।
১০ মিনিট পর এসে রিক্সাওয়ালা:- মামা অনেক খোজনো পানো না।
রকি মনে মনে:- কি যে করি খুজে পাচ্চি না খুব টেনশনে পড়ে গেনো, শালাতো দেকি ১০০ টেকা পুড়াডাই লেওয়ার ধন্দা করিচ্চে।
রিক্সাওয়ালা:- মামা থাক। রাত মেলা হছে। টেকা দেওয়া লাগবি না। এখন রাত ১২ ডা পার হয়া গেছে তার মানি আজগাই ঈদ। তাই মনে করমো হামি আর হামার মামা ঈদের দিন রিক্সাত ঘুরবা গেছনো। মামা ভাগনা হাওয়া খায়া খুব মজা করে ঘোরনো । কোন সমস্যা নাই মামা আপনি যান।
হামি অবাক হয়া রিকশাওয়ালার দিকে তাকে আছি। ওর বয়স কতই হবি ১৭ কি ১৮ বছর। শরীলত থেকে টপটপ করে ঘাম পরিচ্চে। এই রিকশা চলে যে টেকা পাবি, সেই টেকা দিয়ে কালকা তার বাড়িত ভাত রান্না হবি। তারপরেও হামাক এত রাতে 'দায় মুক্ত' করতে সে এক কেজি চালের দাম মাফ করে দিচ্ছে হাসি মুখে। হাতের ঘড়িত তাকে দেখি রাত বারোটা ২০ বাজে।
রিক্সাওয়ালা:- মামা বির বির করে কি কচ্চেন ?
আমি রিক্সাওয়ালাক কলাম -মামা হামি এনা তোমার সাথে কোলাকুলি করবা চাচ্চি?
রিক্সাওয়ালা বললো- কি কচ্চেন এলা আপনির মত বড়লোকের বেটা হামার সাথে কোলাকুলি করবি হামিতো বেকুব সাজে গ্যানো, মামা হামার গাওত ঘাম, ক্যাংকা করে কোলাকুলি করবেন?
রকি : আরে কোন সমস্যা নাই !
পকেটত হামি জোর করে একশো টেকার নোট'টা ঢুকিয়ে দিছি। ৪০ টাকার ভাড়া ১০০ টাকা দিয়েও হামাক একন আর কোন আফসোস লাগিচ্চে না। কারন এই একশো টেকার বিনিময়ে হামি মামার কাছে কোটি টাকার 'শিক্ষা' পাছি। আর সেই শিক্ষার নাম হলো মানবতা।
এই গল্পের ভিডিও নাটক দেখতে চাইলে এখানে ক্লিক করুন- মানবতা
কোন মন্তব্য নেই