পরিমনির সাথে কি হয়েছিল সেদিন। Porimoni
চ্যানেল এম নিউজ ডেস্ক : তার শরীর সাভাবিক ছিল না বলে পুলিশ তার অভিযোগ নেয় নি। এখানে সাভাবিক মানে ধারণা করা হচ্ছে নিশা গ্রস্থ ছিল।
পরীমনি গতকাল সন্ধ্যা পোনে ৮ টায় ফেসবুক পোস্টে বলেছেন ‘আমাকে হত্যা এবং জঘন্ন ভাবে রেপ কারার চেষ্টা করা হয়েছে’ বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অভিযোগ করে বিচার দাবি করেন তিনি। কান্না কান্না কণ্ঠে সাংবাদিকদের বলেন একটি সংবাদ সম্মেলনে, আমাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেছেন নাসির উদ্দিন মাহমুদ । বেনজির আহমদের ভাই অথবা বন্ধু বলে পরিচয় দিয়েছেন ওই নাসির উদ্দিন নিজেকে । কাছের মানুষ বেনজির আহমেদের । আমার গায়ে যখন হাত তোলা হয় অর্থাৎ তিন তিনটি চর মারা হয় তখন বারবার বলেছিল- তিন টুকরো করে ভাসিয়ে দেবে আমাকে।
আবেদনময়ী নায়িকা পরীমণি আরও বলেন, উত্তরার বোট ক্লাবে ঘটনাটি ঘটে বুধবার রাতে। আমি কিছুই জানতাম না এমন টি ঘটবে। তাকে নেশাজাতীয় কিছু খাইয়ে এ ঘটনা ঘটাতে চেয়েছিলেন নাসির উদ্দিন নামে একজন লোক।
একচুয়াল কী ঘটেছিল সেটা ভালভাবে জানতে চাইলে পরিমনি বলেন, এক বন্ধু বাসায় আসেন বুধবার রাত পৌনে ১১টার দিকে । উত্তরার বোট ক্লাবে নিয়ে যাওয়া হয় বাসা থেকে তাকে । তখন তার সঙ্গে সবসময় থাকেন এবং নাচ করে যে ছেলেটি ছিলেন। জিমি ও পাঁচজনের একটি গ্রুপ ছিল বোট ক্লাবে যাওয়ার পর সেখানে । মুরব্বি ছিলেন নাসির উদ্দিন তাদের। তিনি খুব গর্ব করে বোর্ড ক্লাবের চেয়ারম্যান হিসেবে পরিচয় দেন। জাতীয় পার্টীর নেতাও নাকি এখনও আছেন।
সাত/আটজন তাকে বিভিন্নভাবে হেনস্তা করেন নাসির উদ্দিনসহ উপস্থিত থাকা অবস্থায় । জিমি চট করে তখন সময় সাইডে চলে যায়। তাকে আটকে ফেলেন ওই পাঁচ/সাতজন । নেশাজাতীয় কিছু খাইয়ে তার জ্ঞান হারিয়ে ফেলা হয় জোর করে পরিমনিকে । তার সঙ্গে থাকা ছেলেটিকে ভীষণ ভাবে মারধর করা হয়। বিভিন্ন ধরণের গালিগালাজ ও অশ্লীল নানা কথাবার্তা বলা হয়। শুধু তাই নয় হুমকি দেওয়া হয় মেরে ফেলারও ।
অভিযোগ করেন পরীমণি এবং বলেন নাসির উদ্দিন তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক গড়ার চেষ্টা করেন অর্থাৎ যাকে বলা হয় ধর্ষণ। এর পর পরীমনি উচ্চ স্বরে উচু গলায় বলেন, সুইসাইড করার মতো মেয়ে নই আমি কখনই আমি এ কাজ করবো না। ধরে নেবেন আমাকে মেরে ফেলা হয়েছে, আমি যদি মারা যাই । আমি কখনই, কোন দিনও সুইসাইড করতে পারিনা। আমি আমার ন্যায় বিচার নিয়েই মরব, সহজে ছেড়ে দেওয়া মেয়ে আমি নই। আমি এর অতি তারাতারি বিচার চাই আমার সাথে যঘন্ন ভাবে অন্যায় করা হয়েছে। আর আমি যদি কখনও ভুলেও মরে যাই তাহলে আপনারা আমার সঠিক ও ন্যায় বিচার করবেন।
কোন মন্তব্য নেই