বেড়িয়ে এলো আসল ঘটনা। মদ্যপ ছিল পরীমণি । বোতল নিয়ে যাওয়ায় বাধা দেওয়ায় অভিযোগ। Porimoni
ঢাকা বোট ক্লাবে ঢুকেছিলেন পরীমণি ও তার সঙ্গীরা ছিল মদ্যপ অবস্থায় । ‘মদের বোতল সহ বাইরে নিয়ে যেতে চাইলে‘ বাড়িতে গিয়ে ইচ্ছেতম নেশা ও জমা করায় ’বাধা দেওয়ায় পরীমণি ‘ধর্ষণ ও হত্যাচেষ্টা’র মিথ্যে অভিযোগ এনেছে বলে দাবি করেছেন ক্লাবটির কার্যনির্বাহী কমিটির সদস্য ও আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ’।
আজ গ্রেপ্তার হওয়ার আগে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় সুন্দর ভাবে আলোচনা করেন তিনি। নাসির উদ্দিন মাহমুদ বলেন, ‘আমি প্রতারনার শিকার বা ভিকটিম। এখানে যে ঘটনা বলা হচ্ছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ঘটনার দিন আমি ছিলাম। আমি ওই ক্লাবের একজন পরিচালক এবং সব কিছু মনিটর করি। পরীমণি ও তার বন্ধুরা যখন ঢোকে তখন আমি বের হয়ে যাচ্ছি, ‘তখন আমাদের সিকিউরিটি, ‘আমাদের অফিসার, ‘সেক্রেটারি কেউ উপস্থিত ছিলেন না‘। তারা না থাকার কারণে তারা পরীমণি ও তার বন্ধুরা জোর করে ঢোকে এবং তখন খুব উচ্ছৃঙ্খল আচরণ করে। আমাদের বারের কাউন্টারে খুব দাবি ড্রিংকস ছিল, তারা জোর করে নেওয়ার চেষ্টা করে। তারা সবাই মদ্যপ অবস্থায় ক্লাবের ভেতর ঢোকে।
‘নাসির উদ্দিন মাহমুদ আরও বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ, কারণ ওইযে আমি বাধা দিয়েছি। তারা তো মদ নিতে পারেনি। তারা তো এখানকার মেম্বার না। আমি জাস্ট আর কিছু না তাদের বাধা দিয়েছি, বলেছি মদ নিয়ে যাওয়া যাবে না। এটা এখানে বসেই খেতে হবে। বাই দিস টাইম আমাদের বার এখন বন্ধ হয়ে গেছে । এরপরই চড়ম ভাবে সে উত্তেজিত হয়ে পড়ে। একটার পর একটা গ্লাস ও অন্যন্য জিনিস ভাঙতে শুরু করে।
নাসির সাহেব আরো বলেন, ঐ সময় সে অনেক ড্রিংকস করে ফেলেছিল,। নিজেকে কন্ট্রল করতে পরছিল না । এটা আমাদের সিসিটিভি ক্যামেরায় সুন্দর ভাবে দেখা যাবে। সে ড্রিংকস করা অবস্থায় কোন ভাবেই গাড়িতে উঠতে পারছিল না।’
ঐ অবস্থায় থানায় মামলা করতে গেলে। তার শরীরের ঐ অবস্থা দেখে পুলিশ মমলা নেয়নি। সেটা পুলিশ মোবাইল করে সাংবাদিক দের যানিয়ে দেয়।
(ফেসবুকে পরিমনিকে নিয়ে পোস্ট দেওয়ার পর কিছু কমেন্ট দেখা যাচ্ছে তা নিচে দেওয়া হলো।
১. Taj Sohel বলেছেণ- বে,শ্যা নিজেকে তখনই ধ’র্ষিতা ভাবে যখন সে দেহের বিনিময়ে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়।।
২. Fahim Bin Ahmad বলেছেন - পশ্চিমা স্টাইলে রাত ১২ টার পর ছেলে বন্ধু নিয়ে ক্লাবে যাবা; পরে ইজ্জত খুইয়ে ফিলিস্তিনি স্টাইল চোখের’ পানি ফেলে সৌদি স্টাইলে বিচার চাইবা; এটা ক্যামনে সম্ভব? গভীর রাতে ক্লাবে মানুষ কেন যায়? তাহাজ্জুদ পড়তে?
৩. Bayezid Ahmed বলেছেন- ব্যাঙের অভিযোগ তাকে ভিজিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে।
কোন মন্তব্য নেই