মাসিক কবিতাকণ্ঠ, জানুয়ারি’২২, বর্ষ-১৫, সংখ্যা-৬৯

পরিচালনা পর্ষদ
সম্পাদক :
এম, আব্দুল্লাহ আল মামুন
নির্বাহী
সম্পাদক:
কবির পথিক
প্রধান
শিক্ষক (উপশহর আদর্শ বালিকা
বিদ্যালয়,বগুড়া)
উপদেষ্টা
সম্পাদক:
কাজী হানিফ
(সিনি:
ইন্সটাক্টর, টিটিসি)
প্রচ্ছদ:
এম, আব্দুল্লাহ আল মামুন।
জানুয়ারি- ২০২২ (বর্ষ- ১৫, সংখ্যা- ৬৯)
আর একজন নজরুল চাই
স্বপ্নে সাদা অঙ্কুর
আমিনুল ইসলাম
স্বপ্নের সাদা অঙ্কুর জাগে
নীলাম্বরী কষ্টের ক্লান্ত ভাঁজে,
ক্ষুদ্র ক্ষুদ্র ভাবনার গোছালো এক গুচ্ছ গল্পে
শত বিপত্তির মাঝে, সাজানো ইচ্ছার নিশানায়-
অন্তরে বিজয়ের মাদল বাজে।
হৃদয় যখন সফলতার এক বিন্দু রঙ্গিন আভাসে, আনন্দের কল্লোলে
তৃপ্ত সুখের উল্লাসে হাসে,
একঘেয়েমি সেখানে স্বস্তির নিঃশ্বাস ফেলে,
জীবন সেখানে প্রত্যাশার সত্য শিখরে
স্বপ্নের সোনালী হিল্লোলে ভাসে।
তুমি শুধু তুমি
এম আলী জনি
সারাক্ষণ মনের মাঝে
যে সুরটা চলে বেজে
সে তো তুমি শুধু তুমি
কর্মে ও চিন্তায়
যে ভাবনাটা এসে যায়
সে তো তুমি শুধু তুমি
শয়নে স্বপনে
দেখি যার মুখখানি
সে তো তুমি শুধু তুমি
আনন্দ বেদনায়
যাকে আমি কাছে পাই
সে তো তুমি শুধু তুমি
সকল আপদকালে
ঢেকে রাখে ছায়াতলে
সে তো তুমি শুধু তুমি
হঠাৎ কোন ঝড়ে
যে বাঁধে বাহুডোরে
সে তো তুমি শুধু তুমি।
২০২১ এর শেষেও কিশোর
কবি
তোমার কলম কে জানাই
কুর্নিশ
প্রণব চৌধুরী (ভারত)
সেই তুমি যে বলেছিলে,
"রেশনের দোকানে লাইন দিতে সমস্ত দিন হয় অতিবাহিত",
সেই যে তুমি বলেছিলে-
" পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি",
আরও বলেছিলে-
"সব চেয়ে ভালো খেতে গরিবের রক্ত",
নাঃ
সেই গুলির কিছুই পরিবর্তন হয়নি কিশোর কবি,
সত্যি তুমি যুগদ্রষ্টা-
তোমার কলম কে জানাই আমি কুর্ণিশ করে,
আমি সামান্য প্রয়াস করছি,
কিছু বলবার -
আজ 2021 এর বর্ষ শেষে,
যে অবস্থার প্রেক্ষাপট তুমি দৃশ্যত করেছিলে তোমার দৃশ্যপটে,
তাতে আবাহমান অতিবাহিত হয়েও গেলেও,
দুঃখের বিষয় চিত্রপটে সেই চিত্র আজও চিত্রিত হয়ে চলেছে !
তোমার যুগে বোধহয়-
লালমাটি লেপনে হাত, পা, মাথার চুল পরিষ্কার করত,
এখন সেই জায়যায় স্থান করে নিয়েছে-
মুদিসাবান!
তুমি তোমার স্বল্প জীবনে মুল্যবান সময় টি কাটিয়েছো,
রেশনের দোকানে লাইন দিতে,
আজও সেই দৃশ্যপটে সেই দৃশ্য আজও দৃশ্যত হয়েও চলেছে কবি,
আবহে হয়ত কৃত্রিমের কৃত্রিমতার কৃষ্টিকালচার
কাগজে কলমে এভারেষ্ট কেও ছাড়িয়ে ছায়াপথে কোনো অন্য নীহারিকার অন্য গ্রহপথে,
আহ্নিকগতি ও বার্ষিক গতির মিথ্যা প্রয়াস চালিয়ে যাচ্ছে কক্ষ পথ নির্মাণ প্রকল্পে,
তা আজ সর্বজনবিদিত ৷
কিশোর কবি তুমি শুধু কবির কবি নও
তুমি একজন দার্শনিক ৷
তাইতো তোমার কলমের মসীলিপি যুগ যুগান্তরের পথ প্রদর্শক ৷
তাই তো তোমার কলমে কে কুর্ণিশ জানাই-
2021 এর দ্বারপ্রান্তে,2022
এর এর প্রাক্কালে ৷
মুর্খ নেতা
হৃদয়ের সীমানা
ভালো কিছুর করছ কেন আশা
তোমরাই তো বানিয়েছ মূর্খদের নেতা।
সিংহভাগ মুর্খ ভোটার
সিংহভাগ নেতা
দেশটাকে তো উচ্ছন্নে নিবেই
বলছ কেন যা তা।
জামাল পুরের মেয়র ভাই
মুর্খের -ই প্রতিচ্ছবি,
চাইলে ই কি তার কাছে
পাবে উজ্জ্বলতার রবি?
চশমা চোখে দিলে যদি
শিক্ষিত হত,
গরু ছাগল সবগুলো তবে
জ্ঞান চেয়ারে বসতো।
দূগন্ধের দেহে যদি
আতর - সেন্ট মাখ
বিষ্টার গন্ধ সেথায় পাবে
ভালো করে দেখ।
দেশকে যদি বাঁচতে চাও
জ্ঞানী নেতা বসাও
নইলে শেকল নিজের পায়ে
নিজেই তুমি পারাও।
১৬ই ডিসেম্বর
মোঃ ইব্রাহিম মিয়া
কিচির মিচির কিছু পাখি
গুনগুনাইয়া কাঁদে তাদের আঁখি
এক ডালেতে অন্য ডালে
উড়তে গেলে আকাশ পালে
কান্না ঝরা হাহাকার
বাতাসেতে আর্তনাতের চিৎকার
শুকিয়ে যাওয়া রক্তের স্তুপ
শোকের গন্ধ ভাসে আকাশের বুক ।
রক্তের বিনিময়ে অর্জিত পতাকা
আজ ভোরের বাতাসে আঁকা
কে যেন বলছে মোরে
বিজয়ের ১৬ই ডিসেম্বর আজ এল বাংলার ঘরে ।
ধন্য মাগো তোমার ছেলে
জীবনের মায়া ফেলে
বিঝয়ের ষোল আনা
কিনতে যারা হার মানে না,
মাগো তোমার চোখের জল মুছাতে
যারা ভয় করে না রনাঙ্গনে জীবন দিতে
আচল তলে এমন ছেলে
লুকিয়ে রাখনি দেশের দুর্যোগ কালে
নিজের বুক খালি করে
আজ স্বধীনতার সুখ দিলে সবার ঘরে ।
পরাধীনতার শিকল ভাঙতে
যে ছেলেটা যুদ্ধে গেল বিজয় আনতে
ফিরল না সে আর ঘরেতে
শত্রুর মুখে মুখোমুখি
বিলিয়ে দিল প্রাণপাখি
তবুও জলে ভাসতে দেয়নি স্বাধীনতার আঁখি,
মুক্ত স্বাধীন দেশ ঘরে
ইতিহাসে নাম লিখাইল যারা পাতা ভরে
সোনার চেয়ে ও খাটি হিরা
মাগো তারা তোমার সূর্য সন্তানেরা
বছর শেষে ১৬ ই ডিসেম্বর যখন আসে
তাদের কথা মনে তখন বেশি ভাসে ।
প্রশ্নরা আজ গিলছে মগজ
ফরিদুজ্জামান
সূর্য ডুবেছে চাঁদ উঠেছে
নীল আকাশ ঐ,
আকাশ জুড়ে চাঁদটা ঘুরে
সূর্য গেল কই?
কোথায় গেল সূর্যের আলো
কোথায় সূয্যিমামা,
কোথায় পেলো মিষ্টি আলো
রাতে চাঁদ মামা?
আকাশ পাড়ায় কার আশায়
তাঁরারা ঝুলে রয়,
কার বিহনে কোন কারনে
মেঘেরা ছুটে বেড়ায়?
লক্ষ হাজার প্রশ্ন খোকার
মাথায় আসে যায়,
পায়না খুঁজে উত্তর সে যে
বিশম্ হতাশায়।
সবাই-ই সবে ব্যস্ত ভবে
ছুটে আপন নেশায়,
প্রশ্নরা আজ গিলছে মগজ
শুধুই খোকার মাথায়।
কোন মন্তব্য নেই