Header Ads

মাসিক কবিতাকণ্ঠ, মে’২২, বর্ষ-১৫, সংখ্যা- ৭৩

kobita

পরিচালনা পর্ষদ

সম্পাদক :

এম, আব্দুল্লাহ আল মামুন

 

নির্বাহী সম্পাদক:

কবির পথিক

প্রধান শিক্ষক (উপশহর  আদর্শ বালিকা বিদ্যালয়,বগুড়া)

 

উপদেষ্টা সম্পাদক: 

কাজী হানিফ

(সিনি: ইন্সটাক্টর, টিটিসি)

 

প্রচ্ছদ:

এম, আব্দুল্লাহ আল মামুন।

মে- ২০২২ (বর্ষ- ১৫, সংখ্যা- ৭৩)

আর  একজন   নজরুল   চাই


মানুষ হবার মন্ত্র

মোঃ ইব্রাহিম মিয়া

 

মানুষ হবার মন্ত্র শিক্ষা

কেউ দিল না একটু দিক্ষা

জগৎ জুড়ে সবই মিলে

মানুষ হবার মন্ত্র পাব কোথায় গেলে

স্কুল, কলেজ আর ভার্সিটিতে

হন্যে হয়ে ছুটেছি আমি মানুষ হতে

মানুষ হবার মহা বানি

কেউ দিল না একটু খানি

বই পুস্তক আর কিতাব খানায়

খুজেছি আমি কানায় কানায়

মানুষ হবার সহজ কথা

লেখা নাই ভাই কোন পাতায়

বড় বড় ডিগ্রি সনদ

উপার্জনে কত মেহনত

মানুষ হবার মানব গুন

সময় থাকতে এখনো শিখোন

পথ ভোলা পথিক আমি

পথের মাঝে পথ খুঁজি

পাইতাম যদি কোন দিশা

যুগলদাসি সাজতাম আমি মানুষ হবার নেশায়।

পুঁথিগত ঞ্জানে বিদ্যান যারা

অহমিকার মরিচিক্য় ব্যাস্ত তারা

সভ্যতারই ফুল ফোটানো

শিখেনা তারা কখনো

মানুষ হবার মানুবতা

নাই তাদের জীবন খাতায়

শিক্ষা দিক্ষার কেমন রিতী

বই পুস্তকে থাকেনা মানুষ হবার নীতি

 

ভুলে খুঁজি শুদ্ধতা

ফরিদুজ্জামান।

 

তীর ঘেঁসা নীড় ভেংগে চৌচির

নেই কিনারা আর,

ধূলোর সাইক্লোনে হারানো ঠিকানা

খুঁজে ফিরি বারবার।

সুখের বরফ গলছে বুকের

কঠিন কষ্ট দাহে,

স্মৃতির শহরে মিথ্যে বিচরণ

কি জানি কার মোহে।

খুব ভালো বেশি চাওয়ার দোষে

গড়েছি শুন্যতা,

বিয়োগের ঘরে জোর করে খুঁজি

পাওয়ার পূর্ণতা।

চলে যাওয়া পথ ফিরে না তবুও

চেয়ে রই ভুল করে,

খুঁজে চলি শুদ্ধতা ভুলের মাঝে

দারুণ সখ্যতা গড়ে।

 

স্বার্থের আগুনে পুড়ে

শিক্ষা কাঁদে

আমিনুল ইসলাম

 

সোনাহাট স্থলবন্দরে

এখন শিক্ষা কেঁদে কেঁদে মরে,

দুরন্ত কান্ডারির পিছে ঘুরে ঘুরে

পাথরের ঢিল খেয়ে,

কান্ডারী হাসে আহা পুলকিত নয়নে

ঝলকিত হৃদয়ে দিশেহারা --

অতৃপ্তির দৃষ্টি দীঘল ;

সোনালী মূদ্রার শিলাবৃষ্টি ঝড়ে,

স্বার্থের কালো মেঘ আকাশ ফেড়ে

উর্বর সবুজাভ পাহাড় বেয়ে।

চলছে ধনাঢ্যের প্রতিযোগিতা,

কিছু হায়ারি কারিগর

কোনমতে আধাকাঁচলায়

শিক্ষার লালন করে যায়

তবুও শিক্ষা কাঁদে,

প্রকৃত দীক্ষার খোঁজে --আর

স্বার্থের আগুনে, পুড়ে যাওয়ার ভয়ে।

 

সু-সম্পর্ক

প্রণব চৌধুরী

 

সু-সম্পর্কের সন্দেশ সদা সর্বদাই বয়ে আনে শান্তির বার্তা

সুললিত সলাজ সযত্নে সমব্যাথীতে সকলে হয় সমবেতে যাত্রা

সন্ধির মহেন্দ্রক্ষণে সময় বলে হও সাবধান সৎচিত্তে করো সমাধান |

স্বাধীন বলে কেড়ে নাও স্বাধীনতা স্বনামে হও সুশিক্ষিতে সাবধান

সর্তপণে সদিগ্ধচিত্তে সামনে চলো সচ্চিতানন্দ সানন্দে করবে স্বাগত

সবিণয়ে সর্বশেষে শিব শিবাণী কৈলাস থেকে দেবে সন্দেশের সূচি সর্বত্র

 

 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.