মাসিক ‘কবিতাকণ্ঠ’ ফেব্রুয়ারি-২৩, বর্ষ-১৬, সংখ্যা-৮২
পরিচালনা পর্ষদ
সম্পাদক :
এম, আব্দুল্লাহ আল মামুন
নির্বাহী
সম্পাদক:
লাভলী খন্দকার
উপদেষ্টা
সম্পাদক:
কাজী হানিফ
(সিনি:
ইন্সটাক্টর, টিটিসি)
প্রচ্ছদ:
এম, আব্দুল্লাহ আল মামুন।
ফেব্রুয়ারি- ২০২৩ (বর্ষ- ১৬, সংখ্যা- ৮২)
আর একজন নজরুল চাই
মেঘের চিঠি
ফরিদুজ্জামান
চিঠি পাঠালো মেঘ
লিখলো চেয়ে দেখ
হোসনে অশান্ত
আসছে বসন্ত,
পুরোনো পাতা ঝরে
নতুন পল্লবে ওরে
সকল তরুমন্ত
সাজবে অফুরন্ত।
দিয়ে আমার দিঠি
মেঘে পাঠালো চিঠি
এই তো মাঘের শেষে
ফাগুন যাবে এসে,
কুহেলি হাওয়া কেটে
রোদ আসবে মিঠে
শিমুল ফুলে হেসে
ডাকবে কোকিল গাছে।
লিখলো মেঘে আরো
লিখতে যদি পাড়ো
নিয়ে ঝরাপাতা
লিখো কবিতা,
ফুল পাখি নিয়ে
আকাশের নীল ছুঁয়ে
কুড়িয়ে বর্ণ কথা
লিখে দিও কবিতা।
ভাষার মর্যাদা
আমিনুল ইসলাম
হৃদয়ের ধমনি ছিড়ে
তাজা রক্ত ঢেলে দিয়ে
মোলায়েম রাস্তা জ্যাবজ্যাবে করে দিয়েছিল,
সালাম,শফিক বরকত ভাই,
শুধু মায়ের ভাষা,
বাংলাকে রক্ষার জন্য!
আমরা সেই ভাষায় মানুষকে গালি দেই,
বজ্জাৎ কত আমরা? সে ভাষায় মিথ্যা বলি!
আমরা সে ভাষায় ওয়াদা লঙ্ঘন করি,
আমরা সে ভাষায় অক্ষরের ব্যবসাও করি।
সে ভাষায় রঙ মেখে সং সাজিয়ে
অযথার্থতার মোহে নৃত্য করি।
সে ভাষায় মিথ্যাকে সত্য সাজিয়ে
অকথ্য গল্পে প্রতিহিংষার রাজনীতি করি।
জব্বার ও বরকত ভাইয়ের আত্নাগুলো
পাওনা সওয়াবের তৃষ্ণায় ধুঁকছে সারাবেলা,
আমাদের সেদিকে চর্চা কই?
চলো তারুণ্যের ছন্দে অরুণের প্রতিভাস হয়ে,
চলো যুবক, চলো আবালবৃদ্ধবনিতা,
ভাষাকে সম্মান করি,
সত্যের আদলে, সত্য মানুষ হয়ে,
সত্য কথায়, সত্য কিছু লিখে লিখে --
বাংলা ভাষায় কথা বলি।
আফরিদা
লাভলী খন্দকার
তুমি চয়নিকা অপরুপা সুন্দরী
তুমি মায়াবতী নিখিল চন্দ্রিমা
তুমি সুভাসিনি মেঘবতি
তুমি স্রোতধারা বহমান নদী
তুমি মেঘের কোলে রোদ
তুমি কল্পনার রং এ আঁকা ছবি
তুমি গুনোবতি অধরা
তুমি সহনশীল উদারতায় ভরা,,
ভুল
প্রণব চৌধুরী
ভুলের ভুল ভুলিয়ায় ভুবন আজ ভাসিয়া যায় ৷
ভগ্নদশাতে তবুও ভ্রমর করে ভ্রমন কি যেনো বলে তাদের ভাষায় ?
পৌষের পৌষালী তে পার্বণের পরম লগ্নে পরশ্রীকাতরতা তে ৷
পরিবেশে তবুও পরিমলে পরান্নে পরিবার হয় পর্যাপ্ত পর্যুদস্ত তে ৷
মাসুলের মাসুলে মলম দিতে ময়দানে সব ম-ম করে শ্রমিক মৌমাছি ৷
মৌচাকে পুনরায় পুরাবে মোম জ্বালাবে মোম নিবিয়ে মশাল বাতি ৷
রাণি মৌমাছির রকম ফেরে রসাতলে সব রমণ রমণী গণ ৷
রসুনের সব রথীরা এখন থাকে না রণে রতিতে রমণ ৷
কোনের কৌনিক কোনে কৌশলে করে কুস্তি কলেবরে নয় ৷
কোকোদর কিন্তু এখনও কিমম্ভুদ কিমাকার কোকনদে নিয়েছে আশ্রয় ৷
অবলীলাক্রমে সব অসুর গণ এখন অভ্যন্তরের অবলাতে ৷
অবেলা কি অবশেষে রইবে অবশিষ্ট অসীমের আলয়েতে ?
ভুলই যদি ভূষণ তবে ভেঙ্গে দাও ভুতের ভবলীলা |
ভালোর ভালো করে ভজনা ভড়াও ভুবনের ভবন্তিকা ৷
এমন কোন দিন যেন না আসে
মোঃ ইব্রাহিম মিয়া
এমন কোন দিন যেন না আসে আমার
ভুল করেও যেন ভুলি না তোমায়
নরকের আগুন ঝড়ে
যদি সব কিছু যায় পুড়ে
তবুও রাখব তোমায় এই মনের নীড়ে ।
চৈত্রের তপ্ত রৌদ্রে
যদি সব কিছু যায় শুকিয়ে
আকাশ ফেটে বৃষ্টি হয়ে
হবে প্রেমের বর্ষা
তবু্ও এমন থাকবে তোমার ভরসায় ।
এমন কোন দিন যেন না আসে আমার
ভুল করেও যেন ভুলি না তোমায়
ফেলে আসা স্মৃতির সুরে
আজও তুমি আছ এই অন্তর জুড়ে ।
দূর থেকে দূর গগনে
যদি হরিয়ে যাও মোর জীবনে
কাক ডাকা ভোর হয়ে
তবুও উদয় হবে এই হৃদয়ে ।
এমন কোন দিন যেন না আসে আমার
ভুল করেও যেন ভুলি না তোমায়
কাছে এসে পাশে বসা
হাতে হাত দিয়ে শপথ রাখা
এ সবই যেন ছিল স্বপ্নে আঁকা
তবুও তোমার মুখের একটু হাসি
দূর থেকে আজও ভালবাসি ।
এমন কোন দিন যেন না আসে আমার
ভুল করেও যেন ভুলি না তোমায়
দু চোখের আলোর জ্যুাতি হয়ে
ভাল লাগার সনদ দিলে
ক্ষত হওয়া এই দিলে,
দু নয়নের অনুরাগের জালে
একটু খানি আড়াল হলে
আজও অন্তর জ্বলে ব্যাথার অনলে ।
কোন মন্তব্য নেই