Header Ads

তরুণ দুই পরিচালক নির্মাণ করলেন আন্তর্জাতিক মানের ওয়েব সিরিজ ‘ভিলেন’।

Villain

সমাজের বিভিন্ন অপকর্ম নিয়ে তৈরী হলো একশন থ্রিলার সাসপেন্স ধর্মী ওয়েব সিরিজ ভিলেন। অল্প কিছুদিন আগে এই ওয়েব সরিজের প্রথম সিজনের শুটিং এর কাজ শেষ হয়েছে। শুটিং স্পট ছিল বগুড়ার বিভিন্ন লোকেশনে।

সবচেয়ে অবাক করা বিষয় এই ওয়েব সিরিজ টি পরিচালনা করেছেন দুই তরুণ পরিচালক মিনহাজুল রহমান প্রীতম ও রিয়াদ উদ্দিন রিউ। রচনা ও চিত্রনাট্যেও ছিলেন ২ জনই। এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন বগুড়ার প্রথম শ্রেণীর অভিনেতা-অভিনেত্রীগণ। এর মধ্যে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ছিলেন যিনি তার সারা জীবনে সাড়ে তিন হাজার নাটক বিজ্ঞাপন সিনেমায় অভিনয় করেছেন তিনি আমাদের সবার পরিচিত মুখ শীখা কর্মকার। এছাড়াও প্রধান প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিভান বিন বাদল, রিয়া, বিধান রায়, শাহাদত হোসেন, অরিন নিপা, ববি খান, নেহা রায়, পংকজ, এইচ আলিম, আব্দুস সালাম, মকবুল হোসেন, শিপু, রবিউল, জীবন খান, রূপক, সোহান, রাব্বি, আবির, রিয়াদ, মুক্তার, হিমেল, অনিক, স্বাধীন, শফিক, হানিফ, সুজন সহ আরো অনেকে। 

 

শুটিং হয়েছে চার দিনব্যাপী। ইন্ডোরের শুটিং চিফ টেকনোলজি শুটিং স্টুডিওতে করা হয়। সরকার সুজন, রাজা, বিএমসি লিমন ও সেলিম এই ওয়েব সিরিজের সিনেমাটোগ্রাফি করেছেন। জে এস এল ইভেন্ট ম্যানেজমেন্ট সেট ডিজাইন করেছেন এবং এইস সানি লাইট গ্রাফার হিসেবে কাজ করেছেন। টাইটেল মিউজিক করেছেন রাব্বি খান, মেকাপ এর কাজ করেছেন বাবু।

 

আকতারুল আলম তিনু এর সম্পাদনা, কালার ভিএফএক্স এর কাজ করছেন। ওয়েব সিরিজটি এখন ইনফ্রিকুয়েন্ট ক্রিয়েশন এর পোস্ট প্রোডাকশন হাউজের সম্পাদনায় আছে।

 

এই ওয়েব সিরিজটির পরিচালক মিনহাজার রহমান প্রীতম জানান : নানা ধরনের প্রতিকূলতার মধ্যেও আমরা ভালো একটা কাজ করার চেষ্টা করেছি। আশা করি এই ওয়েব সিরিজটি প্রত্যেক দর্শকের হৃদয়ে জায়গা করে নিবে।

 

ভিলেন ওয়েব সিরিজের আরেক পরিচালক রিয়াদ উদ্দিন রিউ জানান এই পুরো সেটের যার যার অবস্থান থেকে সবাই তার বেস্ট পারফরম্যান্স দিয়েছে। তিনি সবাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান। সবাই তার নিজের কাজ মনে করে কাজ করেছেন।

 

পরবর্তী কাজ দ্রুত শেষ করে দর্শকের সামনে উপস্থাপন করা হবে আশা করি সবাই ভিলেন ওয়েব সিরিজটি দেখে আত্মতৃপ্তি পাবেন। 

এই ওয়েব সিরিজের ১ মিনিটের অফিসিয়াল টিজার প্রকাশ হয় Channel M ফেসবুক পেজে।


                                                                                                       আনঅফিসিয়াল পোস্ট।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.