Header Ads

বায়স্কোপে চলছে প্রিয়তমা

 

shakib khan

শাকিব খান ও ইধিকা পাল অভিনিত সিনেমা ঈদুল আজাহায় মুক্তি পেয়েছে। এক মাসের বেশি সময় ধরে সিনেমা হলে চলছে এই সিনেমাটি। এই সিনেমাটি শুধু দেশে নয় দেশের বাহিরে কানাডা,ফ্রান্স,যুক্তরাজ্য, ইতালি ও অস্ট্রেলিয়ার মতো দেশেও সারা ফেলেছে।বিভিন্ন দেশ থেকে এখনো শাকিব ভক্তরা সিনেমাটি দেখছে। এরই মাঝে শোনা যাচ্ছে সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিংহতে যাচ্ছে। ফেসবুকে বোয়স্কোপের অফিসিয়াল পেজ থেকে পোষ্ট করা হয়েছে প্রিয়তমার আর্টওয়ার্ক।

প্রচারণা শুরু করেছে প্রতিষ্ঠানটি। পোষ্টের নিচে লেখা হয়েছে আবারো ফিরে আসছে সবার পছন্দের হিরো। হিমেল আশরাফ প্রিয়তমা  সিনেমার পরিচালক এই বিষয়টি নিশ্চিত করেছেন। এই সিনেমাটি ১০০ টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ওটিটিতে কবে দেখা যাবে সিনেমাটি এমন প্রশ্নের উত্তরে সিনেমাটির পরিচালক বলে বায়স্কোপে আজকেই(২৩.৮,২০২৩) মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটি এক সপ্তাহেই আলোচনায় এসেছে। সিনেমাতে শাকিব খানকে নতুন রুপে নতুন চরিত্রে দেখতে দর্শকরা আগে থেকেই অনেক আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিল। 

সিনেমাতে শাকিব খানের প্রিয়তমা গান আরো বেশি ঝড় তোলে দর্শদের মনে। শাকিব খানের অভিনিত সিনেমা প্রথম দিনেই দাপট দেখিয়েছে। যুক্তরাজ্য ,ভারত,মালয়েশিয়া ও আয়ারল্যান্ডে ও এই সিনেমাটির মুক্তির  কাজ চলছে সেটা সিনেমার পরিচালক হিমেল আশরাফ জানিয়েছে। প্রিয়তমা সিনেমাতে শাকিব খান সুমন চরিত্রে অভিনয় করেছে আর ইধিকা পাল ইতি চরিত্রে অভিনয় করেছে। 

এই প্রিয়তমা গল্পটা লিখেছে প্রয়াত ফারুক হোসেন। শাকিব খান ও ইধিকা পাল ছারাও  প্রিয়তমা সিনেমাটিতে আরো অভিনয় করেছে কাজী উজ্জল,কাজী হায়াৎ,শহীদুজ্জামান সেলিম,লুৎফর রহমান জর্জ,ডন,এলিনা শাম্মী ও শহিদ উন নবিসহ আরো অনেকে।এই প্রিয়তমা সিনেমার সুটিং ১১ মে ঢাকার বিভিন্ন জায়গায় করা হয়। 

হিমেল আশরাফ এই পরিচালক দীর্ঘদিন ধরে নাটক পরিচালনা করে এসেছে। তিনি প্রথম ২০১৭ সালে একটা সিনেমা তৈরি করে সিনেমার নাম হচ্ছে সুলতানা বিবিয়ানা। হিমেল আশরাফের পরিচালনায় প্রিয়তমা তার ২য় সিনেমা। তবে এই সিনেমাতেই বাজিমাত করেছেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.