Header Ads

চরকিতে চলছে সুড়ঙ্গ

চরকি

             ২৯ জুন কুরবানির ঈদে সারা দেশে মুক্তি পায় সুড়ঙ্গ।ষ্টার সিনেপ্লেক্সর সব কয়টা শাখাতেই মুক্তি পায় এই সিনেমা, লায়ন সিনেমা হলে ৮টি,স্টার সিনেপ্লেক্স্ ৩১টি যমুনা ব্লকবাস্টারে ১১টি ও সিলভার স্ক্রিনে ৩টি সব শাখায় চলছে সিনেমা। এই সুড়ঙ্গ সিনেমাতে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা। এই সিনেমায় ৩ দিনের প্রায় সব শো অগ্রীম বিক্রি হয়ে গেছে।

বাংলা সিনেমা নিয়ে সবাই খুব আনন্দিত ও সবাই খুব জয়জয় করছে বাংলা সিনেমা নিয়ে। সুড়ঙ্গ সিনেমার পরিচালক রায়হান রাফী এভাবেই জুলাই মাসের প্রথম সপ্তাহে তার নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন। এই সুড়ঙ্গ সিনেমাও প্রিয়তমা সিনেমার মতো দর্শদের মন জয় করে নিয়েছে। প্রথম দিনেই সিনেমা হলে দর্শদের প্রচুর ভির জমে।

শুধু তাই নয় প্রিয়তমার মতো সুড়ঙ্গও দেশের বাহিরে অস্ট্রেলিয়া,যুক্তরাষ্ট্র সারা ফেলেছে। অল্প দিনেই আলোচনায় এসেছে সিনেমাটি।এতোদিন দর্শকরা সিনেমা হলে সুড়ঙ্গ দেখেছে।এবার দর্শকরা ঘরে বসেই সুড়ঙ্গ উপভোগ করতে পারবে। হাত ফোন,ল্যবটপ,কম্পিউটারে এবার ঘরে বসেই দেখতে পারবে সব দর্শক।শুধু তাই নয় আরেকটা সুখবর আছে দর্শকদের জন্য আজ থেকেই চরকিতে মুক্তি পাচ্ছে সুড়ঙ্গ-এর নতুন সংস্করণ।

 এক্সটেনডেড ডিরেষ্টরস কাট বলা হয় যেটিকে এর মানে হচ্ছে সিনেমা শেষে সুটিং এর কিছু দৃশ্য দেখানো হবে।পরিচালক রায়হান রাফী সব সময় দর্শকদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন।তিনি সব সময় বাস্তব আমাদের আশেপাশে সচারচর যে ঘটনা গুলো ঘটে সেগুলোই তুলে ধরেন।সুড়ঙ্গতেও এরকমি এক বাস্তব দৃশ্য তুলে ধরেছে।

 কোন এক গ্রামে মাসুদ নামে এক ইলেকট্রিশিয়ান ভালোবেসে বিয়ে করে ময়না নামে এক মেয়েকে। কিন্তু বিয়ের পর সংসারে বাড়তি চাহিদা বেড়ে যায়।সংসারে অনেক অভাব লেগেই থাকে সারাক্ষণ। যার জন্য সংসারে ঝগড়াও হয়। তখন মাসুদ নামে ওই ছেলেটা বিদেশ পাড়ি দেয়। মাসুদ ভাবে টাকা ছারাতার কোন জায়গায দাম নাই।তাই অল্প সময়ে টাকা ইনকার করার একটা পরিকল্পনা করে। মাসুদ কি পারবে টাকা ইনকাম করে সফল হতে?

 এই ধরণের গল্প নিয়ে আসছে সুড়ঙ্গ। এই সিনেমাতে রোমাঞ্চ, প্রেমও টানাপোড়ার গান সব আছে। যার জন্য এই সিনেমা দর্শদের মন কেড়েছে। গত বছর রায়হান রাফীর পরিচালনায় পরাণ নামের সিনেমাটি বেশ ভালোই সাড়া ফেলেছিলো। এবার এই সুড়ঙ্গ অনেক ভালো দর্শক পেয়েছে।সুড়ঙ্গ সিনেমা দেখে কেউ না করতে প্রবে না।দর্শক যেভাবে সুড়ঙ্গ দেখেছে এটাই আশা করেছিল পরচিালক রায়হান রাফী।আজ থেকে চরকিতে দেখা যাবে সুড়ঙ্গ।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.