Header Ads

চেন্নাই এর সেরা ৫ টি হাসপাতালের লিষ্ট ও বিস্তারিত

 

চেন্নাই



ভারতের চেন্নাই শহর ভারতের অন্যতম চিকিৎসা কেন্দ্র হিসাবে বিবেচিত হচ্ছে সেই ১৯৯০ সাল থেকে।   আপনারা জেনে অবাক হবেন যে৩০ বছর আগে থেকেই কিডনি লিভার প্রতিস্থাপন করা শুরু করা         হয়েছে এখনকার হাসপাতাল গুলোতে।চেন্নায়ের উন্নতমানের হাসপাতাল গুলোর নাম নিলে সবার আগে আসবে Fortis Mallar Hospital এর নাম । এই হাসপাতালে অনেক ভালো চিকিৎসা হয়।

*এই হাসপাতালটিতে ৪০টির বেশি রোগের বিভাগ রয়েছে।

* এই হাসপাতালে neurology, cardiology, oncology, Transplents, Gynecology, Gastroenterology and even pediatrics এর মতো জটিল রোগের আলাদা বিভাগ আছে।

* ২৮ বছর আগে এই হাসপাতাল চেন্নাই শহরে চিকিৎসা দেওয়া শুরু করে।

*এই হাসপাতালে এই পযন্ত ১২২ টি হার্ট প্রতিস্থাপন করা হয়েছে।

ঠিকানা:Fortis Malar Hospital 52,Firest mine Road,Gandhi nagar,Adyar Chennai-600 020.

ফোন:+914442892222

2. Apollo Hospital Chennai অন্যান্য শাখার মতোই চেন্নাই অ্যাপেলো ও অনেক আধুনিক চিকিৎসা সেবা দিয়ে আসছে। ভারতের অ্যাপেলো হাসপাতালের নানা শাখা ভারত জুরে অবস্থিত।অন্য অনেক নাম করা শহরের মতোই চেন্না শহরেও অ্যাপেলো হাসপাতালের শাখা রয়েছে। এই হাসপাতাল ১৯৮৩ সালে চেন্নাইয়ে প্রতিষ্ঠিত হয়। এই হাসপাতালে ইতিমধ্য রোবটের মাধ্যমে অপারেশন করা শুরু করেছে। এই হাসপাতালে অনেক বিদেশি রোগী  চিকিৎসা নিতে আসে।

ঠিকানা: No 21,Greams lane 320 off.Greams Road,channeai-600006

ফোন: 914428290200&28293333,

3 Billroth hospital,Chennএই হাসপাতাল রোগীদের দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য বিখ্যাত। ১৯৯০ সালে প্রতিষ্টিত এই হাসপাতালটি ৩ দশক ধরেই ভারতের রোগীদের সেবা দিয়ে আসছে। এখানকার হার্টের সার্জারি রোগীরা প্রখম দিন সার্জারি হয়ে ৪ র্থ দিন বাসায় যেতে পারে। দ্রুত চিকিৎসা দেওয়ার কারণে এই হাসপাতালটি লোকজনের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এই হাসপাতালটিতে বিভিন্ন দেশ থেকে রুগি আসে। কারণ হাসপাতালটি অনেক উন্নত মানের চিকিৎসা সেবা দিয়ে থাকে।

ফোন:04442921777&7299404040

ঠিকানা:43,Lakshmi talkies Road,Chennai-600030. 

4.MIOT Hospital,Chennai এই হাসপাতালে সারা বিশ্বের ১৩২ টি দেশের রোগী চিকিৎসা সেবা নিয়েছে। ১০০০ শয্যার এই হাসপাতালটি চেন্নাই শহরে একটি বিষেশ হাসপাতাল হিসাবে পরিচিতি লাভ করেছে। এই হাসপাতালের চিকিৎসা সেবা অনেক উন্নত মানের যার কারণে ১৩২ টি দেশের রুগী এখানে সেবা নিতে আসে। এই হাসপাতালে রুগীদের বিষেশ যত্ন নেওয়া হয়।  

ফোন:22492288,42002288.

ঠিকানা:4\112 Mount poonamalle Road,Manapakkam,Chennai-600089.

Abcd112233445566778899

5.S.R.M. Hospital channai এই হাসপাতালটি ভারতের কর্পোরেট কম্পানির সাথে জরিতন হওয়ায় উন্নত চিকিৎসা সেবা প্রদানের চেষ্টা আরো বেড়ে গেছে। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি ভারতের রোগীদের আস্থা অর্জন করেছে। রুগীরা এই হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে খুব সন্তুষ্ট। ১৯৯২ সাল থেকে এই হাসপাতাল রোগীদের চিকিৎসা দিয়ে আসতেছে।

ফোন:+914427452270 & +914427417777.

ঠিকানা:SRM Nagar Kattankuiathur,603 203 Kancheepuram District, Tamil Nadul. 

  

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.