Header Ads

কলকাতার সেরা ৫ টি হাসপাতালের লিষ্ট ও বিস্তারিত

কলকাতা

(১) সঠিক সময়ে  সঠিক চিকিৎসা পাবার জন্য যে  বয়সের মানুষই অসুস্থ্য  হোক না কেন তাকে সাথে সাথে হাসপাতালে নিতে হয়। হাসপাতালে নেওয়ার সময় কোন হাসপাতালে নিচ্ছি তা জানা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় ভুল  চিকিৎসায় উপকারের চাইতে ক্ষতি বেশি হয় ভালো হাসপাতালে না নিয়ে গেলে। তাই ভালো হাসপাতাল দেখে চিকিৎসা করা  খুব জরুরি।তাই আগে থেকেই আমাদের প্রস্তুত থাকতে হবে যে অসুস্থ হলে আমরা কোন হাসপাতালে যাবো।  তাই  আমাদের জেনে রাখতে হবে  আমাদের আশেপাশে কোন হাসপাতালে কি কি  রোগের চিকিৎসা হয়। কলকাতার কোন কোন হাসপাতালে ভালো চিকিৎসা দিয়ে থাকে তা আমাদের সবারই জানা উচিৎ।

আসুন দেখে নিই কলকাতার ৫টি সেরা হাসপাতালের নাম ও চিকিৎসা বর্ণনা,

Woodlands Multispeciality Hospital Ltd. এই হাসপাতালটি কলকাতার দক্ষিণে নতুন আলিপুরে অবস্থিত। এই হাসপাতালটিও কলকাতার অন্যতম সেরা হাসপাতাল হিসাবে পরিচিত। এই হাসপাতালের ডাক্তার ও নার্স অনেক দক্ষ এবং আন্তারিকতার সাথে সেবা দিয়ে থাকে। এই হাসপাতালের কিছু তথ্য নিচে দেওয়া হলো,

*এখানে বিশ্বমানের  চিকিৎসা সেবা বিদ্যামান।

*গত ৭০ বছর যাবত এই হাসপাতালটি কলকাতায় চিকিৎসা সেবা দিয়ে আসছে।

*এখানে Emergency & Trauma,Gastroenterology,Neuro Surgery,Nephrology.এর মতো চিকিৎসার সুব্যবস্থা রয়েছে।

যোগাযোগ ওঠিকানা

ফোন:03324567075,

ঠিকানা:8\5,Alipore Rd, Alipore Kolkata,

West Bengal 700027.

(২)  Apollo Gleneagles hospital  Salt Lake, Kolkata.

Salt Lake অবস্থিত এই হাসপাতালটি কলকাতার অন্যতম সেরা একটি হাসপাতাল।  আধুনিক চিকিৎসা ব্যবস্থার জন্য মানুষের কাছে পরিচিতি লাভ করেছে এই হাসপাতালটি। এই হাসপাতালের  চিকিৎসা বিষয়ক কিছু তথ্য নিচে দেওয়া হলো:

 * এই হাসপাতালে  ৩০০ জনের চেয়ে বেশি চিকিৎষক রয়েছে।

*  খুব নম্র ও ভদ্র এই হাসপাতালের ডাক্তারা

* এখানে ১০০ টি  ICU  সহ ৪০০টি শয্যা রয়েছে।

*এখানকার  মাতৃকালীন পরিচ  অনেক  উন্নতমানের ।

যোগাযোগ ও ঠিকানা

ফোন: +913323203040\2122

ঠিকানা:58 ,Kanal Circular Road,on E.M. Bypass Road, Salt Lake,Kolkata.

(৩)Calcutta Medical Research Institute এটি কলকাতার একটি অত্যন্ত পুরানো সাস্থসেবা কেন্দ্র। ভারতে ও ভারতের বাহিরের রোগীদের  কাছে সুনাম রয়েছে এই হাসপাতালের ডাক্তারদের। এই হাসপাতালের চিকিৎসা বিষয়ক কিছু তথ্য নিচে দেওয়া হলো

*এই হাসপাতালের রোগীদের পরিচর‌যা নিয়ে রোগীরা সন্তোস প্রকাশ করে থাকে।

* এই হাসপাতালটি ৫০ বছর ধরে চিকিৎসা সেবা দিয়ে আসছে।

*এই হাসপাতালটিতে প্রায় সব ধরণের রোগীদের চিকিৎসা হয়ে থাকে।

যোগাযোগ ও ঠিকানা

ফোন:033-30903021

ঠিকানা:Calcutta Medical Research Intitute (Cmri), 7\2,Diamond Harbour Road ,Kolkata.

West Bengel-700027.

 (৪)Rabindranath  Tagore International  Institute of Cardiac Sciences-Mukundapur,Kolkata.

নারায়ানা  হেলথ গ্রুপের একটি প্রতিষ্ঠান হিসাবে সাস্থ্যসেবা  দিয়ে আসছে এই হাসপাতালটি। সেই ২০০০ সাল থেকে এই হাসপাতালটি  চিকিৎসা সেবা দিয়ে আসছে এই  হাসপাতালের চিকিৎসা বিষয়ক কিছু তথ্য নিচে দেওয়া হলো:

*প্রতিবেশী দেশ হতে আসা রুগীরা পশ্চিমবঙ্গের অন্যান্য রোগীদের মতোই চিকিৎসা সেবা পেয়ে থাকে এই হাসপাতালে।

*এখানকার হৃদরোগীদের চিকিৎসা ব্যবস্থা রোগীদের কাছে অত্যন্ত প্রসিদ্ধ।

* এই হাসপাতালে Urology, neurology, nephrology, neurosurgery.চিকিৎসা সেবা অত্যন্ত আধুনিক।

* এই হাসপাতালে সর্ব মোট ৩৪ টি বিভাগ রয়েছে।

যোগাযোগ ও ঠিকানা

ফোন:18602080208

ঠিকানা:124,E.M. Bypass,Premises ,no-1489,Mukundapur,Kolkata,West Bengel-700099

 (৫).Fortis Hospital, Anandapur

কলকাতার আনন্দপুরে অবস্থিত এই হাসপাতালটি  কলকাতার অন্যতম সেরা স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। ৩ লক্ষ বর্গফিট জায়গার ওপরে অবস্থিত এই হাসপাতালটি । এই হাসপাতালের বিভিন্ন  বৈশিষ্ট্য বর্ণনা করা হলো:

*এটি  ৪০০টি শয্যা বিশিষ্ট্য  হাসপাতাল ও ১০ তলা বিশিষ্ট ভবন

* এখানে চিকিৎসা সেবা দেওয়া হয়  বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ।

*এই হাসপাতালে Urology, Surgery, Cardiac,digestive care,Emergency care ইত্যাদি সুবিধা রয়েছে,

* দূর্ঘটনায়  পড়া ও  জরুরি অবস্থার জন্য  ২৪ ঘন্টায় চিকিৎসা ব্যবস্থা রয়েছে এই হাসপাতালে।

হৃদরোগীদের জন্য  আলাদা ইউনিট রয়েছে এবং এই হাসপাতালে নিজস্ব ব্লাড ব্যাংক রয়েছে।

যোগাযোগ ঠিকানা:

ফোন:০৮০৪৮৮৮৫৮১৯

ঠিকানা:730,Eastern Metropolitan  Bypass, Anandapur,

আজ আমরা কলকাতার উন্নতমানের চিকিৎসা হয় এমন হাসপাতাল সম্পর্কে জানতে পারলাম। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.